১৬তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা কলেজসমপর্যায়
1. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
- ক. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ঘ. সুকুমার সেন
2. বাক্যে কোন যতি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই?
- ক. কোলন
- খ. সেমিকোলন
- গ. হাইফেন
- ঘ. ড্যাস
3. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. প্রমথ চৌধুরী
- ক. মুমুর্ষু
- খ. মুমূর্ষু
- গ. মূমুর্ষু
- ঘ. মূমূর্ষূ
6. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কি?
- ক. যথেচ্ছাচারী
- খ. বক ধার্মিক
- গ. তোষামোদকারী
- ঘ. কদরহীন লোক
- ক. পুংলিঙ্গ
- খ. স্ত্রীলিঙ্গ
- গ. ক্লীবলিঙ্গ
- ঘ. উভয়লিঙ্গ
8. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ -
- ক. কৃ্ত্তি
- খ. নির্মোক
- গ. অজিন
- ঘ. করভ
9. ‘রাজায় রাজায় লড়াই করছে’ - এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?
- ক. প্রযোজক কর্তা
- খ. মূখ্য কর্তা
- গ. ব্যতিহার কর্তা
- ঘ. ণিজন্ত কর্তা
10. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
- ক. ষ + ন
- খ. ষ + ণ
- গ. ষ + ঞ
- ঘ. ষ + ঙ
11. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
- ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
- খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
- গ. ভিক্ষুককে ভিক্ষা দাও
- ঘ. কোনোটিই নয়
12. ‘প্রসারণ‘ - এর বিপরীত শব্দ -
- ক. সম্প্রসারণ
- খ. বিবর্ধন
- গ. আকুঞ্চন
- ঘ. আকর্ণন
14. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
- ক. বড় দাদ> বড়দা
- খ. কিছু > কিচ্ছু
- গ. পিশাচ > পিচাশ
- ঘ. মুক্তা > মুকুতা
15. ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
- ক. কৃত যে বিদ্য
- খ. কৃত যে বিদ্যা
- গ. কৃত বিদ্যা যার
- ঘ. কৃত হয়েছে যার বিদ্যা
16. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
- ক. অব্যয়ীভাব
- খ. বহুব্রীহি
- গ. দ্বন্দ্ব
- ঘ. কর্মধারয়
17. যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে। এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
- ক. ব্যাঙের আধুলি
- খ. লেফাফা দুরস্ত
- গ. রাশভারি
- ঘ. ভিজে বেড়াল
- ক. কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।
- খ. সে প্রাণিবিদ্যায় দুর্বল।
- গ. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে।
- ঘ. বিধি লঙ্ঘিত হয়েছে।
21. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
- ক. কে, রে
- খ. প্রথমা, শূন্য
- গ. র, এর
- ঘ. এ, তে
23. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?
- ক. নাটক
- খ. উপন্যাস
- গ. রোমান্টিক প্রণয়কাব্য
- ঘ. রম্যরচনা
- ক. কাজেম আল কোরেশী
- খ. আবু নাসের কায়কোবাদ
- গ. কায়কোবাদ ইসলাম
- ঘ. আবুল হোসেন কায়কোবাদ
25. Choose the correct sentene:
- ক. I know what does he want?
- খ. I know what does he wants?
- গ. I know what does he want.
- ঘ. I know what he wants.