২৬তম বিসিএস প্রিলি
126. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
- ক. আলভা মায়ার ডাল
- খ. অং সান সুচী
- গ. শিরিন এবাদী
- ঘ. মাদার তেরেসা
127. জাপানের পার্লামেন্টের নাম কী?
- ক. রাইখ স্ট্যাগ
- খ. রিকস ড্যাগ
- গ. ফোকেটিং
- ঘ. ডায়েট
- ক. নিকোবর দ্বীপপুঞ্জ
- খ. মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
- গ. বাহামা দ্বীপপুঞ্জ
- ঘ. ফিজি দ্বীপপুঞ্জ
129. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করছে?
- ক. ভৈরব
- খ. চাঁদপুর
- গ. দেওয়ানগঞ্জ
- ঘ. আজমিরীগঞ্জ
130. প্রথম আই.সি.সি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ক ছিলেন?
- ক. গাজী আশরাফ হোসেন লীপু
- খ. আকরাম খান
- গ. আমিনুল ইসলাম বুলবুল
- ঘ. শফিকুল হক হীরা
131. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?
- ক. দুটি কৃষি যন্ত্রপাতির নাম
- খ. দুটি কৃষি সংস্থার নাম
- গ. উন্নত জাতের গম শস্য
- ঘ. কৃষি খামারের নাম
- ক. স্পীকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন
- খ. সংসদ সদস্যদের উত্থাপিত বিল
- গ. বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
- ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
133. গ্রিন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
- ক. নিম্নভূমি নিমজ্জিত হবে
- খ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
- গ. বৃষ্টিপাত কমে যাবে
- ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
134. ‘ইরাটম’ কী?
- ক. উন্নত জাতের ধান
- খ. উন্নত জাতের ইক্ষু
- গ. উন্নত জাতের পাট
- ঘ. উন্নত জাতের চা
135. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
- ক. চার্টার্ড ব্যাংক
- খ. ন্যাশনাল ব্যাংক
- গ. গ্রামীণ ব্যাংক
- ঘ. এবি ব্যাংক
136. কোন আইন সংস্কার করে র্যাব (Rapid Action Battalion) গঠন করা হয়?
- ক. ডি.এম. পি এ্যাক্ট ১৯৭৬
- খ. ডি.বি.পুলিশ এ্যাক্ট ১৯৮৩
- গ. আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ২০০৩
- ঘ. আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯
137. ‘মনপুরা ৭০’ কী?
- ক. একটি উপজেলা
- খ. একটি নদী বন্দর
- গ. একটি উপন্যাস
- ঘ. একটি চিত্রশিল্প
138. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
- ক. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
- খ. তিস্তা সেচ প্রকল্প
- গ. কাপ্তাই সেচ প্রকল্প
- ঘ. ফেনী সেচ প্রকল্প
139. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়?
- ক. ১৯৭৯
- খ. ১৯৮০
- গ. ১৯৮১
- ঘ. ১৯৮২
140. SPARRSO কোন মন্ত্রণায়য়ের অধীনে?
- ক. শিল্প মন্ত্রণালয়
- খ. শিক্ষা মন্ত্রণালয়
- গ. পরিবেশ মন্ত্রণালয়
- ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
141. বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
- ক. ন্যাশনাল ব্যাংক
- খ. আরব-বাংলাদেশ ব্যাংক
- গ. আইএফআইসি ব্যাংক
- ঘ. দি সিটি ব্যাংক
142. বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
- ক. ১৯৯১
- খ. ১৯৯৪
- গ. ১৯৯২
- ঘ. ১৯৯৫
143. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
- ক. ২৮
- খ. ৩০
- গ. ৩১
- ঘ. ৩৫
144. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
- ক. ১৯৯২ সালে
- খ. ২০০০ সালে
- গ. ২০০১ সালে
- ঘ. ২০০২ সালে
145. কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত?
- ক. ৯ জন
- খ. ১১ জন
- গ. ১৩ জন
- ঘ. ১৫ জন
146. বাংলাদেশ OIC -র সদস্য হয় কোন সনে?
- ক. ১৯৭৩
- খ. ১৯৭৪
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৭৬
147. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন?
- ক. ৬(১)
- খ. ৬(২)
- গ. ৭
- ঘ. ৮
148. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
- ক. ৪ জানুয়ারি, ১৯৯০
- খ. ৩ ফেব্রুয়ারি, ১৯৯০
- গ. ৩ মার্চ, ১৯৯০
- ঘ. ৪ জানুয়ারি, ১৯৯১
149. বাংলাদেশেরে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
- ক. সেন্ট মার্টিন
- খ. মহেশখালী
- গ. ছেড়া দ্বীপ
- ঘ. নিঝুম দ্বীপ
150. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. ঢাকা
- গ. চট্রগ্রাম
- ঘ. চাঁদপুর