২৬তম বিসিএস প্রিলি
151. বাংলাদেশেল সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
- ক. বান্দরবান
- খ. চাঁপাইনবাবগঞ্জ
- গ. পঞ্চগড়
- ঘ. দিনাজপুর
152. চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে?
- ক. ৩০০ কোটি টাকা
- খ. ৪০০ কোটি টাকা
- গ. ৫০০ কোটি টাকা
- ঘ. ৬০০ কোটি টাকা
153. মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে?
- ক. ১৭ টি
- খ. ১৮ টি
- গ. ১৯ টি
- ঘ. ২১ টি
154. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
- ক. জয়পুরহাট
- খ. কুমিল্লা
- গ. রাঙামাটি
- ঘ. দিনাজপুর
155. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
- ক. ফখরুদ্দিন মোবারক শাহ
- খ. ইলিয়াস শাহ
- গ. সম্রাট আকবর
- ঘ. সম্রাট বাবর
156. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
- ক. ২ কোটি ৪০ লক্ষ একর
- খ. ২ কোটি ৫০ লক্ষ একর
- গ. ২ কোটি ২৫ লক্ষ একর
- ঘ. ২ কোটি ২০ লক্ষ একর
157. দক্ষিণ তালপট্রি কোন নদীর মোহনায় অবস্থিত?
- ক. রূপসা
- খ. বলেশ্বর
- গ. হাড়িয়াভাঙ্গা
- ঘ. ভৈরব
158. বাংলাদেশের GDP- তে কৃষিখাতের অবদান কত?
- ক. ৭০ শতাংশ
- খ. ২৩ শতাংশ
- গ. ৭৫ শতাংশ
- ঘ. ৭৭ শতাংশ
159. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
- ক. বায়তুল মোকাররম-ঢাকা
- খ. শাহ মখদুম মসজিদ-রাজশাহী
- গ. জাতীয় ঈদগাহ-ঢাকা
- ঘ. শোলাকিয়া-কিশোরগঞ্জ
160. বাংলা একাডেমির পথম মহারিচালক কে ছিলেন?
- ক. প্রফেসর আব্দুল হাই
- খ. মুহাম্মদ শহীদুল্লাহ
- গ. কাজী মোতাহার হোসেন
- ঘ. ড.এনামুল হক
161. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. বগুড়া
- গ. কুমিল্লা
- ঘ. চট্রগ্রাম
162. ‘মানবাধিকার দিবস’ পালিত হয় কবে?
- ক. ২৬ জুন
- খ. ১ আগষ্ট
- গ. ১ মে
- ঘ. ১০ ডিসেম্বর
163. বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্তিত?
- ক. দিনাজপুর
- খ. রংপুর
- গ. ঈশ্বরদী
- ঘ. যশোর
164. স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
- ক. ডিভিডেন্ড
- খ. ডিভ্যালু
- গ. ডিম্যাট
- ঘ. ডিসকাউন্ট
165. ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. শেখ নিয়ামত শাকের
- খ. জহির রায়হান
- গ. সুভাষ দত্ত
- ঘ. খান আতা
166. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
- ক. বিয়াম
- খ. নায়েম
- গ. টিটিসি
- ঘ. ইউজিসি
167. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
- ক. ইসলাম খান
- খ. ইব্রাহীম খান
- গ. শায়েস্তা খান
- ঘ. মীর জুমলা
168. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
- ক. ১৯৯৮
- খ. ১৯৯৯
- গ. ২০০০
- ঘ. ২০০১