৪৩তম বিসিএস
101. বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?
- ক. ১৯৭৩
- খ. ১৯৭৪
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৭৬
102. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
- ক. ১৮
- খ. ১৯
- গ. ২০
- ঘ. ২১
103. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন -
- ক. আইনমন্ত্রী
- খ. আইন সচিব
- গ. অ্যাটর্নি জেনারেল
- ঘ. প্রধান বিচারপতি
- ক. প্রধান নির্বাচন কমিশনার
- খ. চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
- গ. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- ঘ. কনট্রোলার ও অডিটর জেনারেল
105. বাংলাদেশ সংবিধান হাতে লেখায় দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
- ক. হাশেম খান
- খ. এ.কে.এম. আব্দুর রউফ
- গ. আবুল বারক আলভী
- ঘ. সমরজিৎ রায় চৌধুরী
106. বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?
- ক. ২ টাকা
- খ. ১০ টাকা
- গ. ৫০ টাকা
- ঘ. ১০০ টাকা
107. ’সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
- ক. শ্রম বাজার
- খ. চাকুরি বাজার
- গ. স্টক মার্কেট
- ঘ. কৃষি বাজার
108. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
- ক. আয়কর
- খ. ভূমিকর
- গ. আমদানি - রপ্তানি শুল্ক
- ঘ. মূল্য সংযোজন কর
109. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম -
- ক. এনএলডি সরকার
- খ. ন্যাশনাল ইউনিটি সরকার
- গ. বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
- ঘ. অং সান স চি সরকার
110. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
- ক. মালয়েশিয়া
- খ. ফিলিপাইন
- গ. ভিয়েতনাম
- ঘ. কম্বোডিয়া
111. ‘নাথুলা পাস’ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
- ক. ভারত - নেপাল
- খ. ভারত - পাকিস্তান
- গ. ভারত - চীন
- ঘ. ভারত - ভুটান
112. বাংলাদেশ কোনটির সদস্য নয়?
- ক. BCIM - EC
- খ. OAS
- গ. OIC
- ঘ. BIMSTEC
113. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
- ক. কিলো - ক্লাস
- খ. মিং - ক্লাস
- গ. ডলফিন - ক্লাস
- ঘ. শ্যাং - ক্লাস
114. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
- ক. এডেন উপসাগরের পাশে
- খ. প্রশান্ত মহাসাগরে
- গ. দক্ষিণ আমেরিকায়
- ঘ. দক্ষিণ চনি সাগরে
115. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
- ক. আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
- খ. আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
- গ. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
- ঘ. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
116. United Nations Framework Convention on Climate Change এর মূল আলোচ্য বিষয় -
- ক. জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
- খ. গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
- গ. সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
- ঘ. বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
117. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
- ক. UNDP
- খ. World Bank
- গ. IMF
- ঘ. BRICS
118. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম -
- ক. তুর্কমেন
- খ. উইঘুর
- গ. তাজিক
- ঘ. কাজাখ
119. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
- ক. ১১
- খ. ১৫
- গ. ১৭
- ঘ. ২১
120. Trafalgar Square এর অবস্থান -
- ক. রাশিয়ায়
- খ. ইংল্যান্ডে
- গ. ফ্রান্সে
- ঘ. চীনে
121. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় -
- ক. উত্তর আমেরিকায়
- খ. দক্ষিণ আমেরিকায়
- গ. মধ্য আফ্রিকায়
- ঘ. মধ্য আমেরিকায়
- ক. ৮ ডিসেম্বর
- খ. ১০ ডিসেম্বর
- গ. ১১ ডিসেম্বর
- ঘ. ১২ ডিসেম্বর
123. আকাবা একটি -
- ক. সমুদ্র বন্দর
- খ. বিমান বন্দর
- গ. স্থল বন্দর
- ঘ. নদী বন্দর
124. ইরান - ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
- ক. UNIMOG
- খ. UNIIMOG
- গ. UNGOMAP
- ঘ. UNICEF
125. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
- ক. ১৫ সেপ্টেম্বর
- খ. ১৫ অক্টোবর
- গ. ১৫ নভেম্বর
- ঘ. ১৫ ডিসেম্বর