৪৩তম বিসিএস

26. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  • ক. হিত্তিক ও তুখারিক
  • খ. তামিল ও দ্রাবিড়
  • গ. আর্য ও অনার্য
  • ঘ. মাগবী ও গৌড়ী

27. রুখের তেস্তুলি কুমীরে খাই” এর অর্থ কী?

  • ক. তেজি কুমিরকে রুখে দিই
  • খ. বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
  • গ. গাছের তেঁতুল কুমিরে খায়
  • ঘ. ভুল থেকে শিক্ষা নিতে হয়

29. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?

  • ক. বেগম রোকেয়া
  • খ. কাদম্বরী দেবী
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. নুরুন্নাহার ফয়জুন্নেসা

30. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

  • ক. মওলানা ভাসানী
  • খ. আবুল ফজল
  • গ. শহীদুল্লা কায়সার
  • ঘ. শেখ মুজিবুর রহমান

32. মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ কে রচনা করেন এই কাব্যাংশ?

  • ক. সুধীন্দ্রনাথ দত্ত
  • খ. প্রেমেন্দ্র মিত্র
  • গ. সমর সেন
  • ঘ. জীবনানন্দ দাশ

33. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  • ক. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
  • খ. কোরেশী মাগন ঠাকুর
  • গ. সুলতান বরবক শাহ
  • ঘ. জমিদার নিজাম শাহ

35. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • ক. কাদো নদী কাদো
  • খ. নেকড়ে অরণ্যে
  • গ. রাঙা প্রভাত
  • ঘ. প্রদোষে প্রাকৃতজন

36. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি ক?

  • ক. রফিক আজাদ
  • খ. শঙ্খ ঘোষ
  • গ. শক্তি চট্টোপাধ্যায়
  • ঘ. শামসুর রাহমান

37. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. পর্তুগিজ
  • খ. ফরাসি
  • গ. আরবি
  • ঘ. ফারসি

39. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?

  • ক. জীবননামের ইচ্ছা
  • খ. বেঁচে থাকার ইচ্ছা
  • গ. জীবনকে জানার ইচ্ছা
  • ঘ. জীবন - জীবিকার পথ

40. বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?

  • ক. বিষমীভবন
  • খ. সমীভবন
  • গ. ব্যঞ্জনদ্বিত্ব
  • ঘ. ব্যঞ্জন - বিকৃতি

41. 'Attested' শব্দের বাংলা পরিভাষা কী?

  • ক. প্রত্যায়িত
  • খ. সত্যায়িত
  • গ. প্রত্যয়িত
  • ঘ. সত্যয়িত

43. ভুল বানান কোনটি?

  • ক. ভূবন
  • খ. অন্তঃসার
  • গ. মুহূর্ত
  • ঘ. অদ্ভুত

44. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’ - এটি কোন ধরনের বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. খণ্ড বাক্য

45. ‘চিকিৎসা শাস্ত্র’ কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. বহুব্রীহি
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. তৎপুরুষ

46. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

  • ক. চৌবেরিয়া গ্রাম, নদীয়া
  • খ. কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
  • গ. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
  • ঘ. দেবানন্দপুর গ্রাম, হুগলি

47. মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় -

  • ক. ১৯ ফেব্রুয়ারি, ১৯২৬
  • খ. ১৯ জানুয়ারি ১৯২৬
  • গ. ১৯ মার্চ, ১৯৬
  • ঘ. ৬ মার্চ, ১৯২৭

48. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?

  • ক. এস. ওয়াজেদ আলী
  • খ. আবুল হাসেম
  • গ. আবুল মনসুর আহমদ
  • ঘ. আবুল হুসেন

49. ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে - কে এই দামাল ছেলে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কামাল পাশা
  • গ. চিত্তরঞ্জন দাস
  • ঘ. সুভাষ বসু

50. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?

  • ক. শনিবারের চিঠি
  • খ. রবিবারের ডাক
  • গ. বিজলি
  • ঘ. বঙ্গদর্শন


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics