৪৩তম বিসিএস
126. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়?
- ক. ফ্রান্স
- খ. জার্মানি
- গ. নেদারল্যান্ড
- ঘ. হাঙ্গেরি
127. 'The lady with the Lamp' নামে পরিচিত -
- ক. হেরেন কেলার
- খ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- গ. মাদার তেরেসা
- ঘ. সরোজিনী নাইডু
128. নিম্নের কোন দুর্যোগ 'Hydro-meteorological' দুর্যোগ হিসেবে পরিচিত?
- ক. বন্যা
- খ. খরা
- গ. ঘূর্ণিঝড়
- ঘ. ভূমিধস
129. বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?
- ক. বান্দরবান
- খ. কুষ্টিয়া
- গ. কুমিল্লা
- ঘ. বরিশাল
130. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
- ক. চীন
- খ. পাকিস্তান
- গ. থাইল্যান্ড
- ঘ. মায়ানমার
131. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
- ক. দক্ষিণ - পশ্চিমাঞ্চলে
- খ. পশ্চিমাঞ্চলে
- গ. উত্তর - পশ্চিমাঞ্চলে
- ঘ. উত্তর - পূর্বাঞ্চলে
132. ‘সোয়াচ অব কোন গ্রাইন্ড’ কী?
- ক. একটি দেশের নাম
- খ. ম্যানগ্রোভ বন
- গ. একটি দ্বীপ
- ঘ. সাবমেরিন ক্যানিয়ন
133. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন - প্রবণ?
- ক. বোয়ালমারী
- খ. নড়িয়া
- গ. আলমডাঙ্গা
- ঘ. নিকলি
134. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
- ক. পার্বত্য বন
- খ. শালবন
- গ. মধুপুর বন
- ঘ. ম্যানগ্রোভ বন
135. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
- ক. সিলেটৈ
- খ. কুমিল্লা
- গ. রাজশাহী
- ঘ. দিনাজপুর
136. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
- ক. নিঝুম দ্বীপ
- খ. সেন্টমার্টিন
- গ. হাতিয়া
- ঘ. কুতুবদিয়া
137. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
- ক. ভূমিকম্প
- খ. ভূমিধস
- গ. টর্নেডো
- ঘ. খরা
138. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় -
- ক. অ্যানোড
- খ. ক্যাথোডে
- গ. অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে
- ঘ. বর্ণিত কোনটিতেই নয়
139. পানির অণু একটি -
- ক. প্যারাচুম্বক
- খ. ডায়াচুম্বক
- গ. ফেরোচুম্বক
- ঘ. অ্যান্টিফেরোচুম্বক
140. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
- ক. শূন্য
- খ. অসীম
- গ. অতিক্ষুদ্র
- ঘ. যে কোনো মান
141. কোভিড - ১৯ যে ধরনের ভাইরাস -
- ক. DNA
- খ. DNA + RNA
- গ. mRNA
- ঘ. RNA
142. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় -
- ক. ডায়াস্টল
- খ. সিস্টল
- গ. ডায়াসিস্টল
- ঘ. কোনটিই নয়
143. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
- ক. ডেঙ্গুজ্বর
- খ. স্মলপক্স
- গ. কোভিড - ১৯
- ঘ. পোলিও
144. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠর ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
- ক. ২৬.৫ সে.
- খ. ৩৫ সে
- গ. ৩৭.৫ সে.
- ঘ. ৪০.৫ সে.
145. ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
- ক. ৪৬
- খ. ১৬
- গ. ২৪
- ঘ. ৫৪
146. DNS সার্ভারের কাজ হচ্ছে-----কে ----- এ পরিবর্তন করা।
- ক. Email, DNS
- খ. MAC Address, IP
- গ. Domain name, IP
- ঘ. Email, IP
147. নিচের কোনটি Open Source DBMS?
- ক. MySQL
- খ. Microsoft SQL Server
- গ. Microsoft Access
- ঘ. Oracle
148. নিচের কোনটি Output device নয়?
- ক. Monitor
- খ. Microphone
- গ. Printer
- ঘ. Speaker
149. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
- ক. http
- খ. www
- গ. url
- ঘ. html
150. নিচের কোন প্রযুক্তি 'Pay as you go' সার্ভিস মডেল অনুসরণ করে?
- ক. Internet of things (IoT)
- খ. Cloud computing
- গ. client server systems
- ঘ. Big data analysis