১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২

26. চলিতরীতির শব্দ নয় কোনটি?

  • ক. করবার
  • খ. করার
  • গ. করিবার
  • ঘ. করে

27. 'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. একই স্বভাবের
  • খ. মূর্খ
  • গ. কপট ব্যাক্তি
  • ঘ. দীর্ঘজীবী

28. কোন বানানটি সঠিক?

  • ক. সমীচীন
  • খ. সমিচিন
  • গ. সমীচিন
  • ঘ. সমিচীন

29. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?

  • ক. হাইফেন
  • খ. কমা
  • গ. দাঁড়ি
  • ঘ. লোপ চিহ্ন

30. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?

  • ক. সাধুরীতি
  • খ. চলিতরীতি
  • গ. কথ্যরীতি
  • ঘ. বানানরীতি

31. `For good' এর সঠিক অর্থ কোনটি ?

  • ক. ভালো হওয়া
  • খ. গড়িমসি
  • গ. ক্ষণতরে
  • ঘ. চিরতরে

32. অনুবাদ কোনটির সহায়ক ?

  • ক. ভাষার উন্নতি
  • খ. জ্ঞান চর্চার
  • গ. ভাষার শৃঙ্খলার
  • ঘ. কাব্য রচনার

33. What not, want not এর সঠিক অনুবাদ কোনটি ?

  • ক. অপচয় করলে অভাবে পড়তে হয়
  • খ. অপচয় অভাবের মূল কারণ
  • গ. অপচয় করোনা অভাবও হবেনা
  • ঘ. অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী

35. নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?

  • ক. নিষ্কর
  • খ. পরস্পর
  • গ. সন্তাপ
  • ঘ. ষষ্ঠ

36. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ ?

  • ক. বহুব্রীহি
  • খ. দ্বিগু
  • গ. তৎপুরুষ
  • ঘ. কর্মধারয়

37. আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্মে শূন্য
  • খ. কর্তায় শূন্য
  • গ. কর্তায় ষষ্ঠী
  • ঘ. কর্মে ষষ্ঠী

38. সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে ?

  • ক. হিন্দি
  • খ. সংস্কৃত
  • গ. প্রাকৃত
  • ঘ. ইংরেজী

39. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি ?

  • ক. ছেলেরা ফুটবল খেলছে
  • খ. মুষলধারে বৃষ্টি পড়ছে
  • গ. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
  • ঘ. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

41. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি ?

  • ক. ব্যারোমিটার
  • খ. সিসমোগ্রাফ
  • গ. ম্যানোমিটার
  • ঘ. সেক্সট্যান্ট

42. ২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ______

  • ক. ফ্রান্সে
  • খ. ব্রাজিলে
  • গ. রাশিয়ায়
  • ঘ. ইংল্যান্ডে

43. বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি ?

  • ক. বিজ্ঞান যাদুঘর
  • খ. বরেন্দ্র গবেষণা যাদুঘর
  • গ. জাতীয় যাদুঘর
  • ঘ. ঢাকা নগর যাদুঘর

44. CNG এর পূর্ণরূপ কী ?

  • ক. Converted Natural Gas
  • খ. Compressed Natural Gas
  • গ. Conversed Natural Gas
  • ঘ. Connected Natural Gas

45. সিডর কি ?

  • ক. ঘূর্ণিঝড়
  • খ. সুনামি
  • গ. টাইফুন
  • ঘ. সাইক্লোন

46. গুগল কি ?

  • ক. সার্চ ইঞ্জিন
  • খ. সফটওয়্যার প্রতিষ্ঠান
  • গ. ওয়েব সাইট
  • ঘ. হার্ডওয়্যার প্রতিষ্ঠান

47. আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা ?

  • ক. কাতার
  • খ. আফগানিস্তান
  • গ. আলজেরিয়া
  • ঘ. আরব আমিরাত

48. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত ?

  • ক. এশিয়া
  • খ. আফ্রিকা
  • গ. ইউরোপ
  • ঘ. আমেরিকা

49. জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে ?

  • ক. ২৪ আগষ্ট
  • খ. ২৪ সেপ্টেম্বর
  • গ. ২৪ অক্টোবর
  • ঘ. ২৪ নভেম্বর

50. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?

  • ক. ময়মনসিংহ
  • খ. সিলেট
  • গ. খুলনা
  • ঘ. রংপুর


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics