১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২

51. গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত ?

  • ক. তালিকাভুক্ত ব্যাংক
  • খ. বাণিজ্যিক ব্যাংক
  • গ. ক্ষুদ্র ব্যাংক
  • ঘ. তফসিল বহির্ভূত ব্যাংক

52. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?

  • ক. ভেড়ামারা , কুষ্টিয়া
  • খ. কেরাণীগঞ্জ , ঢাকা
  • গ. রামপাল , বাগেরহাট
  • ঘ. ঈশ্বরদী , পাবনা

53. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি , ______ আমি কি ভুলিতে পারি" _____ গানটির গীতিকার কে ?

  • ক. আলতাফ মাহমুদ
  • খ. গাজী মাজহারুল আনোয়ার
  • গ. আব্দুল গাফফার চৌধুরী
  • ঘ. আলাউদ্দীন আলী

55. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস সনাক্ত করেন কবে ?

  • ক. ১৯৭৫ সালে
  • খ. ১৯৭৬ সালে
  • গ. ১৯৭৭ সালে
  • ঘ. ১৯৭৮ সালে

58. ৩৭৫ এর ২০% = কত ?

  • ক. ৭৫
  • খ. ৬২.০
  • গ. ৬০.০
  • ঘ. ৩৭.০

62. ‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি ?

  • ক. সবিতা
  • খ. তপন
  • গ. আদিত্য
  • ঘ. বিধু

63. খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি ?

  • ক. মহাজন
  • খ. পরতন্ত্র
  • গ. তিরোভাব
  • ঘ. শাঁস

64. ‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় কোনটি ?

  • ক. শৈল
  • খ. অদ্রি
  • গ. মেদিনী
  • ঘ. অচল

65. ‘দীপ্তি পাচ্ছে এমন’-এক কথায় কী হবে ?

  • ক. দ্বীপ্যমান
  • খ. দীপ্তমান
  • গ. দীপ্যমান
  • ঘ. দেদীপ্যমান

66. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ?

  • ক. বিদ্বান
  • খ. গায়ক
  • গ. কোকিল
  • ঘ. দাদা

67. কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয় ?

  • ক. সন্তান
  • খ. সৎমা
  • গ. ঢাকী
  • ঘ. ঘোষজা

68. অনূঢ়া কোনটির বাক্য সংকোচন ?

  • ক. যে নারীর কোন সন্তান হয় না
  • খ. যে নারী বীর সন্তান প্রসব করে
  • গ. যে নারীর সন্তান বাঁচে না
  • ঘ. যে মেয়ের বিয়ে হয়নি

69. ‘হরতাল’ কোন ভাষার শব্দ ?

  • ক. গুজরাটি
  • খ. তুর্কি
  • গ. পর্তুগীজ
  • ঘ. বার্মিজ

70. উক্তি- এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

  • ক. বচ্ + ক্ত
  • খ. বচ্+ উক্তি
  • গ. বচ্+ ক্তি
  • ঘ. বচ্+ তি

71. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে ?

  • ক. ১৯৭০ সালের ১০ এপ্রিল
  • খ. ১৯৭০ সালের ১৭ এপ্রিল
  • গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
  • ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল

74. বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি ?

  • ক. ড . ফারজানা ইসলাম
  • খ. খালেদা একরাম
  • গ. রাশেদা কে চৌধুরী
  • ঘ. ড . শিরীন শারমিন চৌধুরী


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics