১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২
76. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী ?
- ক. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
- খ. পরিবহন ও সেতু মন্ত্রণালয়
- গ. সড়ক পরিবহন মন্ত্রণালয়
- ঘ. পরিবহন ও সড়ক মন্ত্রণালয়
77. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা ?
- ক. সাধারণ পরিষদ
- খ. নিরাপত্তা পরিষদ
- গ. জাতিসংঘ সচিবালয়
- ঘ. আন্তর্জাতিক আদালত
79. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি ?
- ক. ১০ ই ডিসেম্বর
- খ. ১১ ই ডিসেম্বর
- গ. ১৫ ই মার্চ
- ঘ. ১৭ ই মার্চ
80. কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?
- ক. নাইট্রাস অক্সাইড
- খ. কার্বন ডাই - অক্সাইড
- গ. ক্লোরোফ্লোরো কার্বন
- ঘ. নাইট্রোজেন
81. চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে ?
- ক. ১০০ ডিগ্রী
- খ. ১১৫ ডিগ্রী
- গ. ১৩৫ ডিগ্রী
- ঘ. ১৪০ ডিগ্রী
82. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে এর বাহুর সংখ্যা কত ?
- ক. ৪
- খ. ৫
- গ. ৬
- ঘ. ৮
- ক. ২৫ লিটার
- খ. ৩০ লিটার
- গ. ৩৫ লিটার
- ঘ. ৪০ লিটার
84. সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মাণ 80 ডিগ্রী হলে, অপর কোণদ্বয়ের মান কত ?
- ক. 50 ডিগ্রী ও 50 ডিগ্রী
- খ. 60 ডিগ্রী ও 40 ডিগ্রী
- গ. 45 ডিগ্রী ও 45 ডিগ্রী
- ঘ. 40 ডিগ্রী ও 40 ডিগ্রী
85. দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটিকে অপরটির কি বলে ?
- ক. সন্নিহিত কোণ
- খ. পূরক কোণ
- গ. বিপ্রতীপ কোণ
- ঘ. সম্পূরক কোণ
86. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত ?
- ক. ৪%
- খ. ৫%
- গ. ৭%
- ঘ. ৮%
87. দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত ?
- ক. ১
- খ. ২
- গ. ৪
- ঘ. ১৪
88. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত ?
- ক. 70
- খ. 80
- গ. 90
- ঘ. 100
93. a^2 - 3a, a^2 - 9, a^2 - 4a + 3 এর গ.সা.গু কত?
- ক. a(a-3)
- খ. a-3
- গ. (a-1)(a-3)
- ঘ. a(a-1)(a-3)