১৮তম বিসিএস প্রিলি
51. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস্য -
- ক. খনিজ তেল
- খ. প্রাকৃতিক গ্যাস
- গ. পাহাড়ি নদী
- ঘ. উপরের সবগুলোই
52. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
- ক. শীতলক্ষ্যা
- খ. বুড়িগঙ্গা
- গ. ধরলা
- ঘ. বংশী
53. তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ এর হিসাব মত)?
- ক. প্রায় ৫০ ভাগ
- খ. প্রায় ৫৪ ভাগ
- গ. প্রায় ৫৬ ভাগ
- ঘ. প্রায় ৬০ ভাগ
54. কী?
- ক. একটি দার্শনিক মতবাদ
- খ. প্রাণিবিদ্যার একটি তত্ত্ব
- গ. ভূ-বিদ্যার একটি তত্ত্ব
- ঘ. পদার্থবিদ্যার একটি তত্ত্ব
55. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জম্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে?
- ক. শেলী
- খ. ডলি
- গ. মলি
- ঘ. নেলী
56. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. তুরস্ক
- ঘ. সিরিয়া
- ক. চিকিৎসক
- খ. দার্শনিক
- গ. জ্যোতির্বিদ
- ঘ. সেনাপতি
58. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
- ক. তেলের খনির মালিক হয়ে
- খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
- গ. জাহাজের ব্যবসা করে
- ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে
59. স্টিফেন হকিং বিশ্বের একজন খুবই বিখ্যাত-
- ক. দার্শনিক
- খ. পদার্থবিদ
- গ. রাসায়নবিদ
- ঘ. কবি
60. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
- ক. চার্চিল
- খ. কিসিঞ্জার
- গ. দ্য গল
- ঘ. রুজভেল্ট
61. ২০০০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়?
- ক. বেইজিং
- খ. সিডনি
- গ. টোকিও
- ঘ. মেলবোর্ন
62. সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
- ক. ২০
- খ. ২৩
- গ. ২১
- ঘ. ২২
- ক. হীরা
- খ. গ্রাফাইট পাথর
- গ. পিতল
- ঘ. ইস্পাত
64. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
- ক. ‘ট্রিগভে লাই
- খ. কুর্ট ওয়ার্ন্ডহেইম
- গ. দ্যাগ হ্যামারাশোল্ড
- ঘ. উথান্ট
65. ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
- ক. মাইকেল এঞ্জেলো
- খ. লিওনার্দো দ্য ভিঞ্চি
- গ. ভ্যানগঘ
- ঘ. পাবলো পিকাসো
66. কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত?
- ক. সুদান
- খ. তিউনিসিয়া
- গ. ইয়েমেন
- ঘ. আফগানিস্তান
67. ২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে?
- ক. ২০ মিলিয়ন
- খ. ১২ মিলিয়ন
- গ. ১০ মিলিয়ন
- ঘ. ২৩ মিলিয়ন