প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ রাজশাহী বিভাগ

1. ইস্পাত লোহা থেকে ভিন্ন, কারণ এতে-

  • ক. লোহাকে টেম্পার করা হয়েছে
  • খ. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
  • গ. সকল বিজাতীয় পদার্থ বের করে দেয়া হয়েছে
  • ঘ. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে

2. জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয়-

  • ক. গ্লিসারিন
  • খ. ফর্মালিন
  • গ. ভিনেগার
  • ঘ. সাবান

3. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

  • ক. অক্সিজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. নাইট্রোজেন
  • ঘ. কোনোটিই নয়

5. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে

  • ক. ৬০ দিনে
  • খ. ৩০ দিনে
  • গ. ১৮ দিনে
  • ঘ. ৩৬ দিনে

6. হলে = কত?

  • ক. 29
  • খ. 27
  • গ. 25
  • ঘ. 21

10. কোনটি শুদ্ধ বানান?

  • ক. Ocasion
  • খ. Occasion
  • গ. Ocassion
  • ঘ. Occassion

12. 'Harry Potter and the Half Blood Prince' বইটির রচয়িতা কে?

  • ক. J.K. Rowling
  • খ. Sir Walter Scott
  • গ. Verginia woolf
  • ঘ. Alexander Dumas

13. 'লাঠালাঠি' শব্দটি কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. কর্মধারয়
  • গ. তৎপুরুষ
  • ঘ. দ্বিগু

14. ‘ঢাকের কাঠি' বাগধারটির অর্থ-

  • ক. সাহায্যকারী
  • খ. তোষামুদে
  • গ. বাদক
  • ঘ. স্বাস্থ্যহীন লোক

15. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. মোহিতলাল মজুমদার

17. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

  • ক. দিনাজপুর
  • খ. রংপুর
  • গ. লালমনিরহাট
  • ঘ. কুড়িগ্রাম

18. নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. রাষ্ট্রপতি
  • গ. প্রধান বিচারপতি
  • ঘ. পররাষ্ট্রমন্ত্রী

21. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. মহানন্দা
  • খ. আত্রাই
  • গ. গড়াই
  • ঘ. করতোয়া

22. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

  • ক. ক্লোরিন
  • খ. ব্রোমিন
  • গ. সালফার
  • ঘ. আয়োডিন


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics