প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ রাজশাহী বিভাগ

26. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫ । বর্তমানে কার বয়স কত?

  • ক. পি. ৫৬ বছর, পু. ২৪ বছর
  • খ. পি. ৫৬ বছর, প. ৩৪ বছর
  • গ. পি. ৪৬ বছর, পু. ৩৬ বছর
  • ঘ. পি. ৬৬ বছর, পু. ২৪ বছর

28. 'Is he eating fruit ?' বাক্যটির passive form হবে-

  • ক. Is fruit eaten by him?
  • খ. Is fruit being eaten by him?
  • গ. Is fruit eating by him?
  • ঘ. Is fruit be eating by him?

29. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. You are a pride of Bangladesh.
  • খ. You are pride of Bangladesh.
  • গ. You are a pride of the Bangladesh.
  • ঘ. You are the pride of Bangladesh.

31. ‘হৃদয় আমার নাচেরে আজিকে' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৭মী
  • খ. অধিকরণে ২য়া
  • গ. কর্মে ষষ্ঠী
  • ঘ. করণে ২য়া

32. কোনটি শুদ্ধ বানান?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বন্দ
  • গ. দন্দ
  • ঘ. দন্দ্ব

33. ‘তিলে তৈল হয়’- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?

  • ক. কর্তৃকারকে প্রথমা
  • খ. অপাদান কারকে সপ্তমী
  • গ. সম্প্রদান কারকে চতুর্থী
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী

34. “গাহি সাম্যের গান -মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

35. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?

  • ক. বিষবৃক্ষ
  • খ. ঘরে-বাইরে
  • গ. গণদেবতা
  • ঘ. আরণ্যক


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics