প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ খুলনা বিভাগ
28. প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি?
- ক. ৫৫
- খ. ২৯
- গ. ৫১
- ঘ. ৫৩
29. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
- ক. ২৫ বছর
- খ. ৩০ বছর
- গ. ৩৫ বছর
- ঘ. ৪০ বছর
30. পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. নবাবগঞ্জ
- খ. নওগাঁ
- গ. কুমিল্লা
- ঘ. বগুড়া
31. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
- ক. ৩০ বছর
- খ. ৪০ বছর
- গ. ২৫ বছর
- ঘ. ৩৫ বছর
32. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
- ক. দৈর্ঘ্য x প্রস্থ
- খ. ভূমি × উচ্চতা
- গ. (ভূমি × উচ্চতা)
- ঘ. এর কোনোটিই নয়
33. একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বর্ধিত হয়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
- ক. ১৫০০
- খ. ১৪৫০
- গ. ১৪০০
- ঘ. ১৫৫০
35. Iron is a useful metal. এখানে 'Iron' শব্দটি কোন প্রকারের noun?
- ক. Proper Noun
- খ. Collective Noun
- গ. Common Noun
- ঘ. Material Noun
36. Which one of the following sentences is redundant?
- ক. Nazrul is both a poet and a singer.
- খ. The ruling will affect both tourists and residents.
- গ. The ruling will affect tourists as well as residents.
- ঘ. The ruling will affect both tourists as well as residents.
37. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
- ক. ভালো-ভালো আম
- খ. বাড়ি-বাড়ি যাব
- গ. যে-যে যাবে
- ঘ. লাল-লাল ফুল
39. কানে কানে যে কথা = কানাকানি; কোন সমাসের উদাহরণ ?
- ক. অলুক বহুব্রীহি
- খ. অব্যয়ীভাব
- গ. ব্যতিহার বহুব্রীহি
- ঘ. সপ্তমী তৎপুরুষ
40. বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয় লেখক হচ্ছেন-
- ক. বদরুদ্দীন ওমর
- খ. কবীর চৌধুরী
- গ. আবদুল্লাহ আল-মুতী
- ঘ. আশরাফ সিদ্দীকি