১৫তম বিসিএস প্রিলি

26. Which of the following is a correct sentence?

  • ক. He was too clever not to miss the point
  • খ. He was so clever to miss the point
  • গ. He was too clever to miss the point
  • ঘ. He was too clever to graps the point

27. The 'Poet Laureate' is

  • ক. the best poet of the country
  • খ. a winner of the Noble Prize in poetry
  • গ. the Court Poet of England
  • ঘ. a classic poet.

28. Which of the following school of literary writings is connected with a medical theory?

  • ক. Comedy of Manners
  • খ. Theater of the Absurd
  • গ. Heroic Tragedy
  • ঘ. Comedy of Humours

31. What is the synonym of 'Incredible'?

  • ক. Unbelievable
  • খ. Unthinkable
  • গ. Unlikely
  • ঘ. Unthinking

32. What is the antonym of 'famous'?

  • ক. Opaque
  • খ. Illiterate
  • গ. Obscure
  • ঘ. Immature

33. 'Plebiscite' is a term releted to -

  • ক. Medicine
  • খ. Technology
  • গ. Law
  • ঘ. Politics

34. People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?

  • ক. The patriots will always be remembered by people
  • খ. The patriots are always being remembered.
  • গ. People are always remembered by the patriots.
  • ঘ. The patriots are always remembered.

36. Which of the following ages in literary history is the latest?

  • ক. The Augustan Age
  • খ. The Victorian Age
  • গ. The Georgian Age
  • ঘ. The Restoration Age

37. Many islands make up -.

  • ক. an isles
  • খ. an archipelago
  • গ. a peninsula
  • ঘ. a continent

38. The first English dictionary was completed by -

  • ক. Iazak Walton
  • খ. Samuel Johnson
  • গ. Samuel Butler
  • ঘ. Sir Thomas Browne

39. আকাশ নীল দেখায় কেন?

  • ক. নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে
  • খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
  • গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
  • ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে।

40. ‘ স্ট্রোক আকম্মিক অজ্ঞান’ যা মৃত্যুর কারণ হতে পারে - এটা কী?

  • ক. হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
  • খ. মস্তিষ্কে রক্তপ্রবাহের বাধা
  • গ. হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
  • ঘ. ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

41. কোনটি রক্তের কাজ নয়?

  • ক. কলা হতে ফুসফুসে বর্জ্যপদার্থ বহন করা
  • খ. ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
  • গ. হরমোন বিতরণ করা
  • ঘ. জারক রস বিতরণ করা

43. গ্রিন হাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?

  • ক. উত্তাপ অনেক বেড়ে যাবে
  • খ. নিম্নভূমি নিমজ্জিত হবে
  • গ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
  • ঘ. বৃষ্টিপাত কমে যাবে

44. নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব কীভাবে?

  • ক. যথাযথভাবে হাল ঘুরায়ে
  • খ. নদী স্রোত এর সুকৌশল ব্যবহারে
  • গ. পাল ব্যবহার করে
  • ঘ. গুণ টানার সময়ে টানটি সামনের দিকে রেখে

45. বাংলাদেশে তড়িৎ এর কম্পাংক প্রতিসেকেন্ডে ৫০ সাইকেল। এর তাৎপর্য কী?

  • ক. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
  • খ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার একক দৈর্ঘ্য অতিক্রম করে
  • গ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
  • ঘ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে

46. আলট্রাসনোগ্রাফি কী?

  • ক. নতুন ধরনের এক্স রে
  • খ. ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
  • গ. শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
  • ঘ. শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ

47. নিত্য ব্যবহার্য অ্যারোসলের কৌটায় লেখা থাকে সিএফসিবিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?

  • ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে
  • খ. গ্রিন হাউস এফেক্টে অবদান রাখে
  • গ. ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে
  • ঘ. দাহ্য বলে অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে

48. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

  • ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
  • খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
  • গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
  • ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে।


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics