১৫তম বিসিএস প্রিলি
51. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
- ক. IJO
- খ. APEC
- গ. SAARC
- ঘ. ADB
52. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
- ক. ৮,০০০ কি.মি.
- খ. ৫,২০০ কি.মি.
- গ. ১১,০০০ কি.মি.
- ঘ. ৮,৫০০ কি.মি.
53. বাংলাদেশের GDP তে কৃষি খাতের অবদান কত শতাংশ?
- ক. ৮০
- খ. ৭৫
- গ. ৩২
- ঘ. ১০
54. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
- ক. নাফ
- খ. কর্ণফুলী
- গ. নবগঙ্গা
- ঘ. ভাগীরথী
55. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
- ক. চট্রগ্রাম
- খ. সিলেট
- গ. ঢাকা
- ঘ. রাজশাহী
56. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
- ক. আবাসিক
- খ. কৃষি
- গ. পরিবহন
- ঘ. শিল্প
57. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
- ক. ৮
- খ. ১০
- গ. ১২
- ঘ. ১৩
58. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
- ক. নারিকেল জিঞ্জিরা
- খ. সোনাদিয়া
- গ. কুতুবদিয়া
- ঘ. নিঝুম দ্বীপ
59. বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে মহিলা সদস্যের সংখ্যা কত?
- ক. ৩০
- খ. ৩২
- গ. ৩৫
- ঘ. ৪০
60. বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর কত?
- ক. ৭৫%
- খ. ৫৬%
- গ. ৩৫%
- ঘ. ৬০%
61. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
- ক. চট্রগ্রাম
- খ. খুলনা
- গ. কক্সবাজার
- ঘ. রাজশাহী
62. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন -
- ক. ব্যামফিল্ড ফুলার
- খ. লর্ড মিন্টো
- গ. লর্ড কার্জন
- ঘ. ওয়ারেন হেস্টিং
63. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
- ক. নবাব সিরাজউদ্দৗলা
- খ. নবাব মুর্শিদকুলি খাঁ
- গ. সুবাদার ইসলাম খান
- ঘ. নবাব শায়েস্তা খান
- ক. দিনাজপুর
- খ. পঞ্চগড়
- গ. জয়পুরহাট
- ঘ. লালমনিরহাট
65. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
- ক. তিতুমীর
- খ. সৈয়দ আহমদ বেলেলাভ
- গ. দুদু মিয়া
- ঘ. হাজী শরীয়তউল্লাহ
68. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
- ক. ৬ ঘণ্টা
- খ. ৫ ১/২ ঘণ্টা
- গ. ৬ ১/২ ঘণ্টা
- ঘ. ৫ ঘণ্টা
69. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
- ক. অষ্টম
- খ. দশম
- গ. দ্বাদশ
- ঘ. চতুর্দশ
70. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
- ক. ১৯৭৮-৭৯
- খ. ১৯৭৯-৮০
- গ. ১৯৮০-৮১
- ঘ. ১৯৮১-৮২
71. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে>
- ক. ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
- খ. ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
- গ. ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
- ঘ. ২০ সেপ্টেম্বর, ১৯৯৩
- ক. অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
- খ. পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
- গ. একটি বিশ্ব উন্নয়নসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
- ঘ. পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
73. রিও-ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
- ক. ১৫০
- খ. ১৫৬
- গ. ১৭৮
- ঘ. ১৭৯
74. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
- ক. ১৯৯১ সাল
- খ. ১৯৯৯২ সাল
- গ. ১৯৯৩ সাল
- ঘ. ১৯৯৪ সাল
75. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
- ক. ফুনসিনপেক
- খ. সি.পি.পি
- গ. খেমাররুজ
- ঘ. কে.পি.এল.এন.এফ