প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ১৪ জেলা
27. "সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? দানে সপ্তমী
- ক. কর্তায় দ্বিতীয়া
- খ. কর্মে দ্বিতীয়া
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
28. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশ অবস্থিত ?
- ক. ইংল্যান্ড
- খ. বেলজিয়াম
- গ. সুইডেন
- ঘ. ইতালি
29. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
- ক. নিঝুম দ্বীপ
- খ. সেন্টমার্টিন
- গ. মহেশখালী
- ঘ. ছেড়া দ্বীপ
30. আগামীকালের তিনদিন পর যেদিন আসবে তার শনিবার গতকালের পূর্বের দিনটি কি ছিল?
- ক. বৃহস্পতিবার
- খ. বুধবার
- গ. শনিবার
- ঘ. সোমবার
31. চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম ?
- ক. জীবনানন্দ দাশ
- খ. বেগম সুফিয়া কামাল
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. নির্মলেন্দু গুণ
32. x3+1 এবং x2-1 এর গ.সা.গু কত?
- ক. X+1
- খ. X-1
- গ. (X+1)( X-1) (X2-X+1)
- ঘ. X( X-1)
34. যদি x+1/x =5 হয় ,তবে x/(x^2 +x+1) এর মান কত?
- ক. 1/6
- খ. 1/4
- গ. 1/5
- ঘ. 1/7
36. কোন স্থানে যত লোক আছে তত ৫ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
- ক. ১২৫
- খ. কোনোটিই নয়
- গ. ২৫
- ঘ. ৫৫
40. x4+x2+1 এর একটি উৎপাদক x2+x+1 অপর উৎপাদকটি কত?
- ক. x2-x+1
- খ. x2+1
- গ. x+1
- ঘ. x2+x+1
41. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
- ক. ক্যাপ্টেন
- খ. সিপাহী
- গ. ল্যান্স নায়েক
- ঘ. লেফটেন্যান্ট
42. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
- ক. ১/১১
- খ. ৯/১১
- গ. সুনামী
- ঘ. ব্ল্যাক সেপ্টেম্বর
43. URL হলো -
- ক. ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা
- খ. কতগুলো নেটওয়ার্ক এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
- গ. শুধু একটি LAN এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
- ঘ. একটি নেটওয়ার্কের ডোমেইন
44. জাহাজ নির্মাণ শিল্পে সর্বোপেক্ষা উন্নত দেশ কোনটি?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. বাংলাদেশ
- ঘ. রাশিয়া
45. এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়?
- ক. ইন্দোনেশিয়া
- খ. শ্রীলঙ্কা
- গ. ভারত
- ঘ. ভিয়েতনাম
46. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -
- ক. সুনীল গঙ্গোপাধ্যায়
- খ. এম আর আখতার মুকুল
- গ. আব্দুল হান্নান
- ঘ. আব্দুল গাফফার চৌধুরী
47. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নান কি?
- ক. বঙ্গবন্ধু স্যাটেলাইট
- খ. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
- গ. আকাশ স্যাটেলাইট -১
- ঘ. বাংলা স্যাটেলাইট -১
48. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমেদ
- খ. এ এইচ এম কামারুজ্জামান
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী
50. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
- ক. বুধ
- খ. শুক্র
- গ. বৃহস্পতি
- ঘ. মঙ্গল