প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ১৪ জেলা

26. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে

  • ক. মশারি
  • খ. লুঙ্গি
  • গ. চাদর
  • ঘ. গামছা

27. "সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? দানে সপ্তমী

  • ক. কর্তায় দ্বিতীয়া
  • খ. কর্মে দ্বিতীয়া
  • গ. অপাদানে সপ্তমী
  • ঘ. অধিকরণে সপ্তমী

29. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. সেন্টমার্টিন
  • গ. মহেশখালী
  • ঘ. ছেড়া দ্বীপ

31. চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম ?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. বেগম সুফিয়া কামাল
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. নির্মলেন্দু গুণ

41. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?

  • ক. ক্যাপ্টেন
  • খ. সিপাহী
  • গ. ল্যান্স নায়েক
  • ঘ. লেফটেন্যান্ট

43. URL হলো -

  • ক. ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা
  • খ. কতগুলো নেটওয়ার্ক এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
  • গ. শুধু একটি LAN এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
  • ঘ. একটি নেটওয়ার্কের ডোমেইন

44. জাহাজ নির্মাণ শিল্পে সর্বোপেক্ষা উন্নত দেশ কোনটি?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. বাংলাদেশ
  • ঘ. রাশিয়া

46. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -

  • ক. সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ. এম আর আখতার মুকুল
  • গ. আব্দুল হান্নান
  • ঘ. আব্দুল গাফফার চৌধুরী

47. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নান কি?

  • ক. বঙ্গবন্ধু স্যাটেলাইট
  • খ. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
  • গ. আকাশ স্যাটেলাইট -১
  • ঘ. বাংলা স্যাটেলাইট -১

48. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

  • ক. তাজউদ্দীন আহমেদ
  • খ. এ এইচ এম কামারুজ্জামান
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics