প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ১৪ জেলা

59. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-

  • ক. পুরাঘটিত বর্তমান
  • খ. সাধারণ অতীত
  • গ. নিত্যবৃত্ত অতীত
  • ঘ. ঘটমান বর্তমান

60. শুদ্ধ বানান কোনটি?

  • ক. ভবিষ্যৎ
  • খ. দীর্ঘজীবি
  • গ. সমীচিন
  • ঘ. আশির্বাদ

63. মন না মতি বাগধারাটির অর্থ কী ?

  • ক. অরাজগ
  • খ. অপদার্থ
  • গ. মূল্যবান
  • ঘ. অস্থির মানব মন

64. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. অধিকরণে দ্বিতীয়া
  • খ. অধিকরণে সপ্তমী
  • গ. কর্তায় সপ্তমী
  • ঘ. অপাদানে তৃতীয়া

65. শব্দ ও ধাতুর মূলকে বলে-

  • ক. কারক
  • খ. প্রকৃতি
  • গ. বিভক্তি
  • ঘ. ধাতু

66. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  • ক. সং+বিধান
  • খ. সম+ধান
  • গ. সং+অবিধান
  • ঘ. সম্+বিধান

67. বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
  • খ. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
  • গ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
  • ঘ. অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি

68. 'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  • ক. সার্ব+ভৌম
  • খ. সর্বভূমি+ ষ্ঞ
  • গ. সার্বভৌ+ ম
  • ঘ. ষ্ঞ+ সর্বভূমি

69. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?

  • ক. সাদৃশ্য অর্থে
  • খ. ব্যাঙ্গার্থে
  • গ. ক্ষুদ্রার্থে
  • ঘ. ক্ষুদ্রার্থে

70. 'শ্বশ্রু' এর অর্থ কি ?

  • ক. শশুর
  • খ. দাড়ি-গোঁফ
  • গ. অশ্রু
  • ঘ. শাশুড়ি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics