প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ১৪ জেলা
51. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে -
- ক. ৫:৩:১
- খ. ৩:১:০.৫
- গ. ৪:২:১
- ঘ. ১০:১২:১
52. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
- ক. পক
- খ. জিব্রাল্টার
- গ. হরমুজ
- ঘ. বসফরাস
53. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি -
- ক. লোহা
- খ. বাতাস
- গ. পানি
- ঘ. শূণ্যতায়
54. বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত?
- ক. হালদা
- খ. যমুনা
- গ. সুরমা
- ঘ. মেঘনা
55. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
- ক. হরমোন
- খ. লালা
- গ. পিত্তরস
- ঘ. পেপসিন
56. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় -
- ক. ১৯৬১
- খ. ১৯৫২
- গ. ১৯৫০
- ঘ. ১৯৫১
57. যদি কোনো জলীয় দ্রবন নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি -
- ক. ক্ষার
- খ. ক্ষারক
- গ. অম্ল
- ঘ. কোনটিই নয়
58. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?
- ক. ইলেক্ট্রোমেডিসিন
- খ. ই - ট্রিটমেন্ট
- গ. টেলিমেডিসিন
- ঘ. জায়মা প্লাজমা
59. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-
- ক. পুরাঘটিত বর্তমান
- খ. সাধারণ অতীত
- গ. নিত্যবৃত্ত অতীত
- ঘ. ঘটমান বর্তমান
- ক. দেবতার গ্রাস
- খ. পুরাতন ভৃত্য
- গ. নিষ্ফল উপহার
- ঘ. দুই বিঘা জমি
62. 'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
- ক. সমষ্টি
- খ. ভবিষ্যৎ
- গ. সৃষ্টি
- ঘ. বৃদ্ধি
63. মন না মতি বাগধারাটির অর্থ কী ?
- ক. অরাজগ
- খ. অপদার্থ
- গ. মূল্যবান
- ঘ. অস্থির মানব মন
64. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অধিকরণে দ্বিতীয়া
- খ. অধিকরণে সপ্তমী
- গ. কর্তায় সপ্তমী
- ঘ. অপাদানে তৃতীয়া
66. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. সং+বিধান
- খ. সম+ধান
- গ. সং+অবিধান
- ঘ. সম্+বিধান
67. বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- খ. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
- গ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- ঘ. অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
68. 'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. সার্ব+ভৌম
- খ. সর্বভূমি+ ষ্ঞ
- গ. সার্বভৌ+ ম
- ঘ. ষ্ঞ+ সর্বভূমি
69. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?
- ক. সাদৃশ্য অর্থে
- খ. ব্যাঙ্গার্থে
- গ. ক্ষুদ্রার্থে
- ঘ. ক্ষুদ্রার্থে
71. (a-b),(a2-ab),(a2-b2) এর লসাগু কোনটি ?
- ক. a2-b2
- খ. a(a-b)
- গ. (a-b)
- ঘ. a(a2-b2)
- ক. ২২ টাকা দরে
- খ. ২০ টাকা দরে
- গ. ১৮ টাকা দরে
- ঘ. ১৫ টাকা দরে
75. শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে ?
- ক. ১০০০
- খ. ১
- গ. ১০০
- ঘ. ১০