বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান
27. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
- ক. চাদের অমাবস্যা
- খ. খোয়াবনামা
- গ. কাশবনের কন্যা
- ঘ. জননী
28. Fill in the gap. Runa wants to go home and ____
- ক. so we are
- খ. so we would
- গ. we do so
- ঘ. so do we
29. দু'টি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দু'টি সর্বসম নাও হতে পারে?
- ক. দুই বাহু ও এক কোণ
- খ. তিনটি বাহু
- গ. এক বাহু ও দুই কোণ
- ঘ. তিন কোণ
- ক. আকার ও আকৃতি সমান
- খ. আকার ও পরিমাণ সমান
- গ. আকার সমান নয়
- ঘ. আকার, আকৃতি এবং পরিমাণ সমান
33. চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
- ক. চন্দ্রগুপ্ত মৌর্য
- খ. প্রথম চন্দ্রগুপ্ত
- গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- ঘ. সমুদ্রগুপ্ত
34. যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কী বলে?
- ক. ভাব বিশেষণ
- খ. বিশেষ্যর বিশেষণ
- গ. বিশেষণ
- ঘ. নাম বিশেষণ
36. Fill in the gap. Hardly ______ entered the office when he realized that he had forgotten his wallet.
- ক. he had
- খ. He was
- গ. had he
- ঘ. did he
37. Identify the correct spelling-
- ক. Equilibrium
- খ. Equalibrium
- গ. equiliebrium
- ঘ. Option 4
39. একটি ঘড়িতে ৮টা বাজে। ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
- ক. ১২০∘
- খ. ১৫০∘
- গ. ৯০∘
- ঘ. ১২৫∘
- ক. ৯ মিটার
- খ. ৮ মিটার
- গ. ৬ মিটার
- ঘ. ১২ মিটার
44. হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা কে?
- ক. সেলিনা হোসেন
- খ. পান্না কায়সার
- গ. আলাউদ্দিন আল আজাদ
- ঘ. সালমা হোসেন
- ক. ৫২ টাকা
- খ. ৫০ টাকা
- গ. ৪৮ টাকা
- ঘ. ৪০ টাকা
48. 'ক' ও 'খ' ১২ দিনে করে একটি কাজ। 'ক' একা কাজটি ২০ দিনে করতে পারে। 'খ' একা কাজটি কতদিনে করতে পারে?
- ক. ৩০ দিনে
- খ. ২৫ দিনে
- গ. ৩৫ দিনে
- ঘ. ৪০ দিনে
49. ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
- ক. বৈদেশিক বাণিজ্য
- খ. মুদ্রা বা অর্থ
- গ. রাজস্ব
- ঘ. কেন্দ্রীয় সরকার
50. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়?
- ক. ৩টি
- খ. ৫টি
- গ. ২টি
- ঘ. ৪টি