বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান

26. কত টাকার ২৩ অংশ ৯০ টাকার ১৩ অংশের সমান?

  • ক. ২০ টাকা
  • খ. ৩০ টাকা
  • গ. ৪৫ টাকা
  • ঘ. ৫০ টাকা

27. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?

  • ক. চাদের অমাবস্যা
  • খ. খোয়াবনামা
  • গ. কাশবনের কন্যা
  • ঘ. জননী

28. Fill in the gap. Runa wants to go home and ____

  • ক. so we are
  • খ. so we would
  • গ. we do so
  • ঘ. so do we

30. The noun form of 'wide' is -

  • ক. width
  • খ. wider
  • গ. with do
  • ঘ. wideth

31. কোনটি 'কপোল' শব্দের সমার্থক?

  • ক. কপাল
  • খ. ললাট
  • গ. গন্ডদেশ
  • ঘ. গাল

32. ≅ প্রতীকের অর্থ হলো-

  • ক. আকার ও আকৃতি সমান
  • খ. আকার ও পরিমাণ সমান
  • গ. আকার সমান নয়
  • ঘ. আকার, আকৃতি এবং পরিমাণ সমান

33. চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?

  • ক. চন্দ্রগুপ্ত মৌর্য
  • খ. প্রথম চন্দ্রগুপ্ত
  • গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • ঘ. সমুদ্রগুপ্ত

34. যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কী বলে?

  • ক. ভাব বিশেষণ
  • খ. বিশেষ্যর বিশেষণ
  • গ. বিশেষণ
  • ঘ. নাম বিশেষণ

35. 'আমরণ' কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. অব্যয়ীভাব
  • গ. বহুব্রীহি
  • ঘ. তৎপুরুষ

37. Identify the correct spelling-

  • ক. Equilibrium
  • খ. Equalibrium
  • গ. equiliebrium
  • ঘ. Option 4

38. 'ধীর' শব্দটির বিশেষ্য কী?

  • ক. ধীরস্থির
  • খ. ধীরস্থিরতা
  • গ. ধৈর্য
  • ঘ. ধীরতা

42. কোনটি কৃৎ প্রত্যয়?

  • ক. বহতা
  • খ. দাপট
  • গ. জ্যান্ত
  • ঘ. মৌন

43. 'নদী' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. অম্বু
  • খ. বারিদ
  • গ. বারিধি
  • ঘ. সরিৎ

44. হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. সেলিনা হোসেন
  • খ. পান্না কায়সার
  • গ. আলাউদ্দিন আল আজাদ
  • ঘ. সালমা হোসেন

45. বাংলা ধাতু কোনটি?

  • ক. ক
  • খ. মাগ
  • গ. কাট্
  • ঘ. গম্

49. ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

  • ক. বৈদেশিক বাণিজ্য
  • খ. মুদ্রা বা অর্থ
  • গ. রাজস্ব
  • ঘ. কেন্দ্রীয় সরকার


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics