বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মিডওয়াইফ

27. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

  • ক. চিত্র
  • খ. ভাষা
  • গ. আচরণ
  • ঘ. ইঙ্গিত

28. কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়?

  • ক. কিউলেক্স
  • খ. এনোফিলিস
  • গ. এডিস
  • ঘ. Sandfly

29. কোন এসিড পাকস্থলিতে থাকে?

  • ক. Acetic acid
  • খ. Hydrochloric acid
  • গ. Sulphuric acid
  • ঘ. Formic acid

30. প্রসব পরবর্তী জটিলতা কোনটি?

  • ক. Antepartum hemorrhage
  • খ. Premature rupture of membrane
  • গ. Antepartum eclampsia
  • ঘ. Post Partum Hemorrhage

32. ইউরোপীয় "রুটির ঝুড়ি” কোনটি?

  • ক. ইউক্রেন
  • খ. বেলজিয়াম
  • গ. ইতালি
  • ঘ. গ্রীস

33. ক্যালসিয়ামের প্রধান উৎস কী?

  • ক. কলা
  • খ. আম
  • গ. দুধ
  • ঘ. মুরগী

35. He told me that he _____ in Spain the previous year.

  • ক. Has been working
  • খ. had worked
  • গ. had been worked
  • ঘ. had been working

36. কোনটি গ্রন্থির রাজা?

  • ক. এড্রেনাল
  • খ. থাইরয়েড
  • গ. পিটুইটারি
  • ঘ. থাইমাস

37. "বাংলার মুক্তিসনদ" নামে পরিচিত কোনটি?

  • ক. ৬ দফা
  • খ. ৭ ই মার্চেও ভাষণ
  • গ. লাহোর প্রস্তাব
  • ঘ. কোনটিই নয়

41. কোনটি শুদ্ধ?

  • ক. বুদ্ধিজীবী
  • খ. বুদ্ধিজিবী
  • গ. বুদ্ধিজিবি
  • ঘ. বুদ্ধীজীবী

42. দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয়?

  • ক. ১৯৯৩ সালে
  • খ. ১৯৯৬ সালে
  • গ. ১৯৯৪ সালে
  • ঘ. ১৯৯৭ সালে

43. ইসরাইল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?

  • ক. ১৩ ই সেপ্টেম্বর ১৯৯৩
  • খ. ১১ই সেপ্টেম্বর ১৯৯৪
  • গ. ১২ই সেপ্টেম্বর ১৯৯৫
  • ঘ. ১৩ই অক্টোবর ১৯৯৬

44. 'ব্রজবুলি' ভাষার প্রবর্তক কে?

  • ক. চন্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. আলাওল
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

45. Mr. Rahman had his car _____ with only tk 500/-.

  • ক. wash
  • খ. washing
  • গ. to wash
  • ঘ. washed

46. 'Paradise Lost' was written by-

  • ক. John Keats
  • খ. William Shakespeare
  • গ. John Milton
  • ঘ. John Donne

47. অপরাজেয় কথাশিল্পী হলেন-

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. তারাশঙ্কও বন্দ্যোপাধ্যায়
  • ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

48. ডায়াবেটিস রোগ হয়-

  • ক. ইনসুলিনের অভাবে
  • খ. থাইরক্সিনের অভাবে
  • গ. ইস্ট্রোজেনের অভাবে
  • ঘ. গ্রোথ হরমোনের অভাবে

49. মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না?

  • ক. ৭ নম্বর সেক্টর
  • খ. ১০ নম্বর সেক্টর
  • গ. ৩ নম্বর সেক্টর
  • ঘ. ১ নম্বর সেক্টর

50. It has been raining _____ dogs since morning.

  • ক. cats and
  • খ. rats and
  • গ. seriously
  • ঘ. continuously


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics