বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মিডওয়াইফ

51. 'মর্সিয়া' শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. তুর্কি
  • ঘ. হিন্দি

52. The antonym of 'gentle' is-

  • ক. Harsh
  • খ. Modest
  • গ. Clever
  • ঘ. rude

53. 'আমির হামজা' রচনা করেন কে?

  • ক. আলাওল
  • খ. ফকির গরিবুল্লাহ
  • গ. সৈয়দ হামজা
  • ঘ. রেজাউদ্দৌলা

54. Hot Air oven এ জীবানুমুক্ত করা হয়-

  • ক. All glass material
  • খ. Culture Media
  • গ. O.T Dress
  • ঘ. Sharp Instrument

55. গর্ভাবস্থায় মায়ের ঝুকিপূর্ণ সনাক্তকরণ Sign কি?

  • ক. উচ্চ রক্তচাপ
  • খ. সর্দি কাশি
  • গ. ডায়ারিয়া
  • ঘ. শ্বাসকষ্ট

56. খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়-

  • ক. পাকস্থলিতে
  • খ. ক্ষুদ্রান্ত্রে
  • গ. মুখগব্বরে
  • ঘ. বৃহদান্ত্রে

57. 'মোমবাতি' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

  • ক. সমাস
  • খ. সন্ধি
  • গ. প্রত্যয়
  • ঘ. উপসর্গ

58. কোন শব্দে বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে?

  • ক. নিখুঁত
  • খ. আনমনা
  • গ. অবহেলা
  • ঘ. নিমরাজি

59. নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কী?

  • ক. গর্ভকালীন সেবা
  • খ. নবজাতকের সেবা
  • গ. যৌন সংক্রমণ প্রতিরোধ
  • ঘ. Antenatal Checkup

60. 'তিমির হননের কবি' কে?

  • ক. বিষ্ণু দে
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. বুদ্ধদেব বসু

61. বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. চীন
  • গ. ভারত
  • ঘ. জাপান

62. Spinal Nerve কয়টি?

  • ক. 31 জোড়া
  • খ. ৩০ জোড়া
  • গ. ১২ জোড়া
  • ঘ. ৩৫ জোড়া

63. রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি?

  • ক. হেপাটাইটিস A
  • খ. হেপাটাইটিস B
  • গ. ম্যালেরিয়া
  • ঘ. হেপাটাইটিস C

64. She could have been more careful, _____ ?

  • ক. can't she?
  • খ. won't she?
  • গ. couldn't she?
  • ঘ. didn't she?

65. যৌনরোগ কোনটি?

  • ক. Syphilis
  • খ. UTI
  • গ. diabetes
  • ঘ. ক্যান্সার

66. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কী?

  • ক. ভয়েস অব লিবার্টি
  • খ. ওরা ১১ জন
  • গ. দ্য স্পিচ
  • ঘ. স্টপ জেনোসাইড

67. Puerperal Period কয়দিন?

  • ক. ১৫ দিন
  • খ. ২৪ দিন
  • গ. ৪২ দিন
  • ঘ. ৫০ দিন

69. Placenta Manually Remove করার জন্য কোনটি প্রয়োজন?

  • ক. Spinal Anesthesia
  • খ. General Anesthesia
  • গ. Local Anesthesia
  • ঘ. উপরের কোনটি নয়

71. Exclusive Breast Feeding কয়দিন পর্যন্ত?

  • ক. ৫ মাস
  • খ. ৬ মাস
  • গ. 12 মাস
  • ঘ. ৪ মাস

72. বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি?

  • ক. ৫টি
  • খ. ৪টি
  • গ. ৩টি
  • ঘ. ২টি

73. 'Break a leg' means-

  • ক. Bad luck
  • খ. to hurt
  • গ. Good luck
  • ঘ. to be failed

74. Why are you so hungry? "oh, I _____ breakfast this morning."

  • ক. hadn't
  • খ. didn't
  • গ. Didn't have
  • ঘ. Haven't


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics