কর্নফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি টেকনিশিয়ান
51. ডিজেল ইঞ্জিনের Suction Stroke প্রবেশ করে-
- ক. Air & Fuel
- খ. Only Air
- গ. Only Fuel
- ঘ. None of these
53. রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে?
- ক. রিভার্স কার্নোট সাইকেল
- খ. কার্নোাট সাইকেল
- গ. জুল সাইকেল
- ঘ. এরিসন সাইকেল
54. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বুঝায়?
- ক. ইলেকট্রন ও প্রোটন
- খ. প্রোটন ও নিউট্রন
- গ. নিউট্রন ও ইলেকটন
- ঘ. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
57. স্টেইনলেস স্টীল নিম্নের কোনটির অ্যালয়-
- ক. আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
- খ. আয়রন ও নিকেল
- গ. আয়রন, নিকেল ও মলিবডেনাম
- ঘ. আয়রন, ক্রোনিয়াম ও মলিবডেনাম
58. ট্রানজিস্টর মূলত কি হিসাবে ব্যবহৃত হয়?
- ক. অ্যামপ্লিফায়ার
- খ. রেষ্ট্রিফায়ার
- গ. অসিলেটর
- ঘ. ভোল্টেজ রেগুলেটর
59. The nuclear radiators produced in a reactor which must be shielded are:
- ক. Electrons
- খ. α, β & γ rays
- গ. Neutron & γ rays
- ঘ. None
60. ১ TR means that the heat removing capacity is -
- ক. ২১ KJ/inin
- খ. ২১০ KJ/min
- গ. ৪২০ KJ/min
- ঘ. ৬২০ KJ/min
61. The human body feels comfortable when the heat stored in the body is -
- ক. Positive
- খ. negative
- গ. Zero
- ঘ. None
62. যখন একটি সরু ব্যাস বিশিষ্ট নল পানিতে ডুবানো হয়, তখন নলে উর্ধ্বাপামী পৃষ্ঠদেশ হয়-
- ক. concave
- খ. convex
- গ. both
- ঘ. None
63. ইলেকট্রোডের E-6013 এ 60 দ্বারা কী বোঝানো হয়?
- ক. welding position
- খ. tensile strength
- গ. type of flux
- ঘ. None
64. গাড়িতে Distributor কি করে থাকে?
- ক. কারেন্ট Distribute করে
- খ. স্পার্ক Distribute করে
- গ. ক্ষমতা Distribute করে
- ঘ. Spark timing ঠিক করে
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. উইলিয়াম কেরি
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
67. Choose the correct sentence.
- ক. The rich are not always happy.
- খ. Rich are not always happy.
- গ. The rich is not always happy.
- ঘ. Rich is not always happy.
68. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ক. ১৬
- খ. ১৮
- গ. 20
- ঘ. 24
69. কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
- ক. ইসলাম খান
- খ. রাজা মানসিংহ
- গ. মীর জুমলা
- ঘ. শায়েস্তা খান
70. বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি?
- ক. ব্যারোমিটার
- খ. ম্যানোমিটার
- গ. অ্যামিটার
- ঘ. ফেদোমিটার
71. গভীর নলকূপ থেকে পানি উঠানোর জন্য কোন পাম্পটি বেশি উপযোগী?
- ক. Centrifugal
- খ. Reciprocating
- গ. Airlift
- ঘ. কোনটি নয়
- ক. (২২৫ - ৪৫০) mm
- খ. (৪৫০-৫০০) mm
- গ. (৩২৫-৪০০) mm
- ঘ. (৩২৫-৪২৫) mm
73. ইলেকট্রোড ও . . . মধ্যে কি পরিমাণ ফাঁক রাখা হয়?
- ক. 18inch
- খ. 32inch
- গ. 23inch
- ঘ. None
74. অতিরিক্ত কারেন্ট ব্যবহার করলে ওয়েল্ড মেটালে কোনটি সৃষ্টি হয়?
- ক. আন্ডার কাট
- খ. ধাতুমল
- গ. ফাটল
- ঘ. স্প্যাটার
75. মূল ধাতু অসমভাবে উত্তপ্ত হলে কোন ত্রুটি দেখা যায়?
- ক. Distort ion
- খ. আন্ডার কাট
- গ. স্প্যাটার
- ঘ. কোনটি নয়