কর্নফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি টেকনিশিয়ান

52. কার্বুরেটর কোন ইঞ্জিনের ব্যবহার করা হয়?

  • ক. পেট্রোল
  • খ. ডিজেল
  • গ. গ্যাস
  • ঘ. স্টীম

53. রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে?

  • ক. রিভার্স কার্নোট সাইকেল
  • খ. কার্নোাট সাইকেল
  • গ. জুল সাইকেল
  • ঘ. এরিসন সাইকেল

54. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বুঝায়?

  • ক. ইলেকট্রন ও প্রোটন
  • খ. প্রোটন ও নিউট্রন
  • গ. নিউট্রন ও ইলেকটন
  • ঘ. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন

55. পরমাণুর সবচেয়ে হালকা কণিকা?

  • ক. নিউট্রন
  • খ. ইলেকট্রন
  • গ. প্রোটন
  • ঘ. সবগুলোর ওজন সমান

57. স্টেইনলেস স্টীল নিম্নের কোনটির অ্যালয়-

  • ক. আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
  • খ. আয়রন ও নিকেল
  • গ. আয়রন, নিকেল ও মলিবডেনাম
  • ঘ. আয়রন, ক্রোনিয়াম ও মলিবডেনাম

58. ট্রানজিস্টর মূলত কি হিসাবে ব্যবহৃত হয়?

  • ক. অ্যামপ্লিফায়ার
  • খ. রেষ্ট্রিফায়ার
  • গ. অসিলেটর
  • ঘ. ভোল্টেজ রেগুলেটর

59. The nuclear radiators produced in a reactor which must be shielded are:

  • ক. Electrons
  • খ. α, β & γ rays
  • গ. Neutron & γ rays
  • ঘ. None

60. ১ TR means that the heat removing capacity is -

  • ক. ২১ KJ/inin
  • খ. ২১০ KJ/min
  • গ. ৪২০ KJ/min
  • ঘ. ৬২০ KJ/min

64. গাড়িতে Distributor কি করে থাকে?

  • ক. কারেন্ট Distribute করে
  • খ. স্পার্ক Distribute করে
  • গ. ক্ষমতা Distribute করে
  • ঘ. Spark timing ঠিক করে

65. বাংলা গদ্যের জনক কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. উইলিয়াম কেরি
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

66. The synonym for patient' is-

  • ক. sad
  • খ. calm
  • গ. Impatient
  • ঘ. futful

67. Choose the correct sentence.

  • ক. The rich are not always happy.
  • খ. Rich are not always happy.
  • গ. The rich is not always happy.
  • ঘ. Rich is not always happy.

69. কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

  • ক. ইসলাম খান
  • খ. রাজা মানসিংহ
  • গ. মীর জুমলা
  • ঘ. শায়েস্তা খান

70. বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি?

  • ক. ব্যারোমিটার
  • খ. ম্যানোমিটার
  • গ. অ্যামিটার
  • ঘ. ফেদোমিটার

72. ইলেকট্রোডের দৈর্ঘ্য-

  • ক. (২২৫ - ৪৫০) mm
  • খ. (৪৫০-৫০০) mm
  • গ. (৩২৫-৪০০) mm
  • ঘ. (৩২৫-৪২৫) mm

75. মূল ধাতু অসমভাবে উত্তপ্ত হলে কোন ত্রুটি দেখা যায়?

  • ক. Distort ion
  • খ. আন্ডার কাট
  • গ. স্প্যাটার
  • ঘ. কোনটি নয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics