ঔষধ প্রশাসন অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
26. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?
- ক. সিপাহী
- খ. ল্যান্স নায়েক
- গ. লেফটেন্যান্ট
- ঘ. ক্যাপ্টেন
27. ঔষধনীতির প্রধান উদ্দেশ্য হলো-
- ক. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা।
- খ. ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা।
- গ. ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া।
- ঘ. বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধা দেয়া
28. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কবে জারি করা হয়?
- ক. ১০ এপ্রিল, ১৯৭১
- খ. ১৭ এপ্রিল, ১৯৭১
- গ. ০৭ মার্চ, ১৯৭১
- ঘ. ২৫ মার্চ, ১৯৭১
30. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
- ক. চতুর্থ তফসিল
- খ. পঞ্চম তফসিল
- গ. ষষ্ঠ তফসিল
- ঘ. সপ্তম তফসিল
31. জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রীসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
- ক. ২ মার্চ, ২০২২
- খ. ৩ মার্চ, ২০২২
- গ. ৪ মার্চ, ২০২২
- ঘ. ৫ মার্চ, ২০২২
32. ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ঘোষণা করেন কবে?
- ক. ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
- খ. ২৩ মার্চ, ১৯৬৬
- গ. ২৬ মার্চ, ১৯৬৬
- ঘ. ৩১ মার্চ, ১৯৬৬
33. ২০২২ সালে G-20 শীর্ষক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. সিঙ্গাপুর
- খ. জাকার্তা
- গ. ম্যানিলা
- ঘ. বালি
34. জার্মানির প্রধম নারী চ্যান্সেলর কে?
- ক. মার্গারেট
- খ. লিনা হেডরিভ
- গ. অ্যাঞ্জেলা মারকেল
- ঘ. পেট্রা কেসি
36. Fill in the blanks with appropriate articles. He has left for _________USA.
- ক. an
- খ. the
- গ. a
- ঘ. None
37. Fill in the blanks with appropriate article. I met__________ one-eyed man.
- ক. an
- খ. a
- গ. None
- ঘ. the
38. Fill in the blanks with appropriate preposition. He died _________ Heart Failure.
- ক. on
- খ. in
- গ. of
- ঘ. for