বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ টেলিভিশন উপ সহকারী প্রকৌশলী

26. কোনটি বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ?

  • ক. আমার ছেলেবেলা
  • খ. আমার দেখা নয়া চীন
  • গ. আশি দিনে বিশ্বভ্রমণ
  • ঘ. পৃথিবীর পথে

27. বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি?

  • ক. মহাশ্মশান
  • খ. ত্রয়ীকাব্য
  • গ. বৃত্রসংহার কাব্য
  • ঘ. মেঘনাদবধ কাব্য

28. 'আকান' কোন দেশের ভাষা?

  • ক. অ্যান্ডোরা
  • খ. ঘানা
  • গ. বুরুন্ডি
  • ঘ. গায়ানা

29. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?

  • ক. ভূমধ্য সাগরে
  • খ. প্রশান্ত মহাসাগরে
  • গ. বঙ্গোপসাগরে
  • ঘ. দক্ষিণ চীন সাগরে

32. 3-ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক বৃদ্ধি করা যায়-

  • ক. রোটর রেজিস্ট্যান্স হ্রাস করে
  • খ. রোটর রেজিস্ট্যান্স বৃদ্ধি করে
  • গ. রোটর রিয়্যাকট্যান্স হ্রাস করে
  • ঘ. রোটর রিয়্যাকট্যান্স বৃদ্ধি করে

33. অ্যামপ্লিচুড মডুলেশন (Amplitude Modulation)-এ ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকুয়েন্সি ও ফেজ -

  • ক. পরিবর্তন হয়
  • খ. পরিবর্তন হয় না
  • গ. দ্বিগুণ হয়
  • ঘ. কোনটাই না

34. নিচের কোন মোটরের স্টার্টিং টর্ক বেশি?

  • ক. ডি সি সিরিজ মোটর
  • খ. ডি সি শান্ট মোটর
  • গ. ডি সি কম্পাউন্ড মোটর
  • ঘ. সিনক্রোনাস মোটর

35. দুটি ক্লাস বি পরিবর্ধক একত্রিত করে আমরা কি তৈরি করতে পারি?

  • ক. পুশ-পুল এমপ্লিফায়ার অসিলেটর
  • খ. এলসি কাপলিং
  • গ. আরসি কাপলিং
  • ঘ. টিসি কাপলিং

37. মোটরে উৎপন্ন ভোল্টেজের অভিমুখ সাপ্লাই ভোল্টেজের কিরূপ হয়?

  • ক. 90° ল্যাগিং
  • খ. সমমুখী
  • গ. বিপরীত মুখী
  • ঘ. 90°লিডিং

38. কার ছদ্মনাম 'বনফুল'?

  • ক. শিবরাম চক্রবর্তী
  • খ. শ্যামল গঙ্গোপাধ্যায়
  • গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

39. জীবনানন্দ দাশ – এর কাব্য কোনটি?

  • ক. সিন্ধু-হিন্দোল
  • খ. সোনার তরী
  • গ. ধূসর পাণ্ডুলিপি
  • ঘ. নক্সী কাঁথার মাঠ

40. 'অজ' কোন উপসর্গের উদাহরণ

  • ক. দেশি
  • খ. বিদেশি
  • গ. খাঁটি বাংলা
  • ঘ. সংস্কৃত

41. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?

  • ক. মৃণাল হক
  • খ. শামীম সিকদার
  • গ. নিতুন কুন্ডু
  • ঘ. সৈয়দ মাইনুল হোসেন

42. ইবনে সিনা হলেন একজন -

  • ক. মনোবিজ্ঞানী
  • খ. চিকিৎসাবিজ্ঞানী
  • গ. জীববিজ্ঞানী
  • ঘ. কৃষিবিজ্ঞানী

43. প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

  • ক. মেক্সিকো সিটি
  • খ. কোপেন হেগেন
  • গ. জোহান্সবার্গ
  • ঘ. বেইজিং

45. icentify the imperative sentence:

  • ক. What a wonderful picture it is!
  • খ. Get some cold water from the fridge.
  • গ. May God bless you.
  • ঘ. They bought some utensils from the shop.

46. Identify the correct passive form: 'Do you see the flower?

  • ক. Is the flower was seen by you?
  • খ. Is the flower being seen by you?
  • গ. Has the flower seen by you?
  • ঘ. Is the flower seen by you?

48. What is the synonym for 'incredible'?

  • ক. unlikely
  • খ. Unbelievable
  • গ. Unthinkable
  • ঘ. unthinking

50. নিম্নলিখিত কোন ইলেকট্রনিক উপাদানটি আলো থেকে ভোল্টেজ রূপান্তরের নীতির সাথে কাজ করে?

  • ক. ব্রিজ রেক্টিফায়ার
  • খ. জেনার ডায়োড
  • গ. অর্ধওয়েভ রেক্টিফায়ার
  • ঘ. সোলার সেল


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics