বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ টেলিভিশন উপ সহকারী প্রকৌশলী

77. কোনটি ইনপুট এসি সিগন্যালের ক্লিপিংয়ের জন্য ব্যবহৃত হয়?

  • ক. এফইটি
  • খ. ডায়োড
  • গ. ট্রানজিস্টর
  • ঘ. ট্রায়োড

78. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র 'নাইন মান্থস টু ফ্রিন্ডম' এর পরিচালক কে?

  • ক. জহির রায়হান
  • খ. তারেক মাসুদ
  • গ. মশিউদ্দিন শাকের
  • ঘ. এস সুখদেব

79. চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে?

  • ক. ১৯০৭
  • খ. ১৯০৬
  • গ. ১৯০৫
  • ঘ. ১৯০৪

80. মানুষের রক্তের PH কত?

  • ক. ৬.৩৫
  • খ. ৮.৩০
  • গ. 7.35
  • ঘ. ৭.১৫

81. The word 'sibling' means-

  • ক. a brother
  • খ. A sister
  • গ. a brother or sister
  • ঘ. a brother and a sister

82. ফিডার লাইনে বুস্টার ব্যবহার করা হয়

  • ক. পাওয়ার বাড়ানোর জন্য
  • খ. ভোল্টেজ বাড়ানোর জন্য
  • গ. পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ানোর জন্য
  • ঘ. কারেন্ট বাড়ানোর জন্য

83. 'অকাল বোধন' বাগধারাটির অর্থ কী?

  • ক. সুসময়ের আবির্ভাব
  • খ. অসময়ে প্রস্থান
  • গ. অসময়ে আবির্ভাব
  • ঘ. অসময়ে যাত্রা

85. পিত্তের বর্ণের জন্য দায়ী?

  • ক. বিলরুবিন
  • খ. জারক রস
  • গ. প্রোটিন
  • ঘ. ইউরিক এসিড

86. কোন অসিলেটর সবচেয়ে স্থিতিশীল?

  • ক. আরসি ফেজ শিফট অসিলেটর
  • খ. কলপিট অসিলেটর
  • গ. ক্রিস্টাল অসিলেটর
  • ঘ. হার্টলে অসিলেটর

87. একজন বীর মুক্তিযোদ্ধার জীবনভিত্তিক উপন্যাস-

  • ক. জননী
  • খ. দেয়াল
  • গ. মা
  • ঘ. রাইফেল রোটি আওরাত

88. আয়তন অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ -

  • ক. লুক্সেমবার্গ
  • খ. সামোয়া
  • গ. বাহামা
  • ঘ. ভ্যাটিকান সিটি

89. সর্বাপেক্ষা নরম খনিজের নাম কী?

  • ক. জিপসাম
  • খ. কোরানডাম
  • গ. টোপাজ
  • ঘ. ট্যালক

90. The idioms 'for good' means -

  • ক. for betterment
  • খ. permanently
  • গ. for the time being
  • ঘ. For future prosperity

91. In the English alphabet, the letter B-A, the missing word is -

  • ক. follows
  • খ. ascends
  • গ. percedes
  • ঘ. runs after

93. শুদ্ধ বানান কোনটি-

  • ক. পুবালি
  • খ. আশীষ
  • গ. শিরচ্ছেদ
  • ঘ. সান্তনা

94. বাংলাদেশের জাতীয় সংসদের ১ নম্বর আসন কোনটি?

  • ক. কক্সবাজার-৩
  • খ. ভোলা-২
  • গ. পঞ্চগড়-১
  • ঘ. সিলেট-৪

95. 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-কার লেখা নাটক?

  • ক. এস এম সোলায়মান
  • খ. সেলিম আল দীন
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. মোমতাজউদ্দীন আহমেদ

96. কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?

  • ক. লিথিয়াম
  • খ. টাইটেনিয়াম
  • গ. দস্তা
  • ঘ. নিকেল

97. 'এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি' কার লেখা গানের লাইন-

  • ক. অতুলপ্রসাদ সেন
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

98. একটি রিলে (Relay) কে সক্রিয় করার উপায় হতে পারে-

  • ক. কারেন্ট
  • খ. ভোল্টেজ
  • গ. ফ্রিকুয়েন্সি
  • ঘ. এর যে কোন একটি

99. What is the correct active form It has to be done by me".

  • ক. I must do it
  • খ. I have to do it
  • গ. I should to do it
  • ঘ. I must have done it.

100. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে-

  • ক. নলেজ বেজড সিস্টেম
  • খ. নলেজ সিস্টেম
  • গ. কম্পিউটার সিস্টেম
  • ঘ. ইন্টারনেট সিস্টেম


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics