বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ টেলিভিশন উপ সহকারী প্রকৌশলী

51. ব্রেক ডাউন অবস্থায় কাজ করার জন্য ব্যবহার করা হয়-

  • ক. সাধারণ P-N ডায়োড
  • খ. ভ্যারেক্টর ডায়োড
  • গ. জিনার ডায়োড
  • ঘ. ট্যানেল ডায়োড

54. বৃহৎ ট্রান্সফরমারে তেল ব্যবহার করার কারণ-

  • ক. কয়েলসমূহকে ইনসুলেট করা
  • খ. ট্রান্সফরমারকে ঠান্ডা করা
  • গ. ক এবং খ
  • ঘ. কোনটিই নয়

57. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. বাংলার মাটি বাংলার জল
  • খ. রূপসী বাংলা
  • গ. বিষের বাশি
  • ঘ. গীতাঞ্জলি

59. 'স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতাটি কার লেখা-

  • ক. শামসুর রাহমান
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. মহাদেব সাহা

62. 'চাঁদ' শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. সবিতা
  • খ. রবি
  • গ. প্রভাকর
  • ঘ. সুধাকর

63. 'মশারি'- এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে

  • ক. মশা+রি
  • খ. মশা+আরি
  • গ. মশা+অরি
  • ঘ. মশা+অরী

64. 'বীরত্ব' শব্দটি কোন পদ?

  • ক. ক্রিয়া
  • খ. সর্বনাম
  • গ. বিশেষণ
  • ঘ. বিশেষ্য

65. বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কী?

  • ক. কিলোওয়াট-ঘন্টা
  • খ. কিলোওয়াট
  • গ. ওয়াট
  • ঘ. জুল

66. তারামন বিবিকে সরকার কোন খেতাবে ভূষিত করেন?

  • ক. বীরশ্রেষ্ঠ
  • খ. বীরউত্তম
  • গ. বীরপ্রতীক
  • ঘ. বীরবিক্রম

67. তিস্তা নদী যমুনা নদীর সঙ্গে মিলিত হয়-

  • ক. ফুলবাড়ী
  • খ. নীলফামারী
  • গ. ফুলছড়ি
  • ঘ. গোবিন্দগঞ্জ

68. টানজিস্টরের কোন ধরনের সংযোগে পাওয়ার গেইন সবচেয়ে বেশি?

  • ক. কমন ইমিটার
  • খ. কমন বেস
  • গ. কমন কালেক্টর
  • ঘ. কোনটিই নয়

70. ওভারহেড লাইনের স্যাগ(sag) বাড়ালে টেনশন-

  • ক. কমবে
  • খ. বাড়বে
  • গ. অপরিবর্তত থাকবে
  • ঘ. কোনটি নয়

71. সংকেতের মাত্রা বৃদ্ধি করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় -

  • ক. সংশোধক
  • খ. অ্যাটেনুয়েটর
  • গ. পরিবর্ধক
  • ঘ. ইনভার্টার

72. ট্রান্সফরমারের অল-ডে (efficiency) দক্ষতাকে বলা হয়-

  • ক. এনার্জি efficiency
  • খ. পাওয়ার efficiency
  • গ. কারেন্ট efficiency
  • ঘ. কোনটিই নয়

73. Ihana is learning to play - piano.

  • ক. a
  • খ. an
  • গ. the
  • ঘ. noun of the above.

75. Which one is correct?

  • ক. The old man was died yesterday
  • খ. The old man had died yesterday
  • গ. The old man has died yesterday
  • ঘ. The old man died yesterday


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics