বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিবসহকারী পরিচালক প্রশাসন
76. আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর -
- ক. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
- খ. বিক্ষেপণ বেশি
- গ. প্রতিফলন বেশি
- ঘ. শোষণ বেশি
77. নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক. স্থিতি শক্তি
- খ. তড়িৎ শক্তি
- গ. যান্ত্রিক শক্তি
- ঘ. গতিশক্তি
78. নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?
- ক. মাউস
- খ. মনিটর
- গ. সিপিইউ
- ঘ. পাওয়ার পয়েন্ট
79. মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
- ক. পেপসিন
- খ. ট্রিপসিন
- গ. টায়ালিন
- ঘ. অ্যামাইলেজ
80. নিম্নে কোনটি জীবন্ত জীবাশ্ম?
- ক. রাজকাঁকড়া
- খ. প্লাটিপাস
- গ. স্কোনোডেন
- ঘ. ভেড়া
83. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ -। পরবর্তী সংখ্যাটি কত?
- ক. ১০১
- খ. ১০২
- গ. ৭৫
- ঘ. ৫৯
84. SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা -
- ক. ৬০ বার
- খ. ১২০ বার
- গ. ১৮০ বার
- ঘ. ৭৬০ বার
85. ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
- ক. ২০
- খ. ১৯০
- গ. ৩৮০
- ঘ. ৭৬০
- ক. ৪৮ ফুট
- খ. ৪১ ফুট
- গ. ৪৪ ফুট
- ঘ. ৪৩ ফুট
88. ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
- ক. ২১
- খ. ২৩
- গ. ২৪
- ঘ. ২২
- ক. ১ মি.২০ সে.
- খ. ১ মি. ৩০ সে.
- গ. ৩ মি.
- ঘ. ৫ মি.
90. কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মানের অনুমতি দেয়?
- ক. সম্রাট জাহাঙ্গীর
- খ. সম্রাট শাহজাহান
- গ. সম্রাট আওরঙ্গজেব
- ঘ. সম্রাট ফররুখ শিয়র
91. সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -
- ক. ক্যাপ্টেন হকিন্স
- খ. এডওয়ার্ডস
- গ. স্যার টমাস রো
- ঘ. উইলিয়াম কেরি
92. মীরজুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?
- ক. আসাম যুদ্ধে
- খ. পিলখানা যুদ্ধে
- গ. পলাশীর যুদ্ধে
- ঘ. রাজমহলের যুদ্ধে
93. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -
- ক. পরী বিবি
- খ. ইরান দুখত
- গ. জাহানারা
- ঘ. বিবি মরিয়ম
94. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
- ক. শের শাহ
- খ. আকবর
- গ. জাহাঙ্গীর
- ঘ. আওরঙ্গজেব
95. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় -
- ক. ৭ জানুয়ারি ১৯৯৫
- খ. ২ নভেম্বর ১৯৯৬
- গ. ২৮ অক্টোবর ১৯৯৭
- ঘ. ৬ ডিসেম্বর ১৯৯৭
96. ভূমিকম্পের সাথে কি ঘটার আশঙ্কা আছে?
- ক. বন্যা
- খ. জলোচ্ছ্বাস
- গ. সুনামি
- ঘ. অগ্নুৎপাত
97. জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?
- ক. অমাবস্যায়
- খ. একাদশীতে
- গ. অষ্টমীতে
- ঘ. পঞ্চমীতে
- ক. শীতলক্ষ্যা
- খ. বুড়িগঙ্গা
- গ. ধরলা
- ঘ. বংশী
99. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে?
- ক. ট্রপোমণ্ডল
- খ. স্ট্রাটোমণ্ডল
- গ. মেসোমণ্ডল
- ঘ. তাপমণ্ডল