প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক

76. মধ্যযুগের প্রথম কবি কে?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. দৌলত কাজী
  • ঘ. বড়ু চণ্ডীদাস

77. কোন জোড়টি ‘উর্মি’ শব্দের সমার্থক -

  • ক. তরঙ্গ, তুঙ্গ
  • খ. ঢেউ, প্রথ্বীশ
  • গ. কল্লোল, মনোজ
  • ঘ. বীচি, হিল্লোল

78. জীবনান্দন দাশের প্রথম কাব্য কোনটি?

  • ক. রূপসী বাংলা
  • খ. ঝরা পালক
  • গ. ধূসর পান্ডুলিপি
  • ঘ. বনলতা সেন

79. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র রচয়িতা কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বিদ্যাপতি

80. বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. বিজয় গুপ্ত
  • গ. মুকুন্দরাম চক্রবর্তী
  • ঘ. কানা হরিদত্ত

81. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?

  • ক. বেতালপঞ্চবিংশতি
  • খ. সীতার বনবাস
  • গ. অতি অল্প হইল
  • ঘ. শকুন্তলা

82. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?

  • ক. পিপীলিকা, নির্নিমেষ
  • খ. পিপিলিকা, নির্নিমেস
  • গ. পিপীলিকা, নির্ণিমেষ
  • ঘ. পিপিলিকা, নির্নিমেশ

83. সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?

  • ক. কালকুট
  • খ. অনিলা দেবী
  • গ. মজলুম আদিব
  • ঘ. মৈনাক

84. বাংলা ভাষায় প্রথম ঔপন্যাসিক কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. প্যারীচাঁদ মিত্র

88. ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হলো -

  • ক. সমক্ষ
  • খ. প্রত্যক্ষ
  • গ. নিরপেক্ষ
  • ঘ. পরোক্ষ

89. কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?

  • ক. চক্রবাক
  • খ. মৃত্যুক্ষুধা
  • গ. আলেয়া
  • ঘ. সাম্যবাদী

91. 'Annexe' শব্দের বাংলা পরিভাষা কোনটি?

  • ক. গ্রন্থপঞ্জি
  • খ. নির্ঘন্ট
  • গ. ক্রোড়পত্র
  • ঘ. পরিশিষ্ট

92. রামায়ণের অনুবাদক নয় কে?

  • ক. কবীন্দ্র পরমেশ্বর
  • খ. কৃত্তিদাস
  • গ. নিত্যানন্দ আচার্য
  • ঘ. চন্দ্রাবতী

93. আরাকান রাজসভার কবি ছিলেন -

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. দোনাগাজী
  • গ. আলাওল
  • ঘ. ফকির গরীবুল্লাহ

94. মুক্তিযুদ্ধ-কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি?

  • ক. যাত্রা
  • খ. দুই সৈনিক
  • গ. রাইফেল রোটি আওরাত
  • ঘ. নীল ময়ূরের যৌবন


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics