প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক
51. দুধে বিদ্যমান শর্করা কোনটি?
- ক. ল্যাকটোজ
- খ. গ্যালাকটোজ
- গ. ফ্রুকটোজ
- ঘ. এলাকটোজ
52. একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
- ক. ১০২
- খ. ১০৪
- গ. ১০৬
- ঘ. ১০৮
53. কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙ্গে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাগ করে দেয়া যায়?
- ক. ৫
- খ. ১০
- গ. ১২
- ঘ. ১৫
55. ২ - ৫ - ১২ - ১৯ .... ধারাটির ১২তম পদ?
- ক. -৬০
- খ. -৬৫
- গ. -৭০
- ঘ. -৭৫
56. ০, ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যার এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত?
- ক. ২৪৪৭
- খ. ২৩৪৭
- গ. ২২০৭
- ঘ. ২১৪৭
57. টাকায় ৩টি করে বরই কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক. ২০%
- খ. ৩০%
- গ. ৪০%
- ঘ. ৫০%
58. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?
- ক. ২ লিটার
- খ. ৪ লিটার
- গ. ৬
- ঘ. ৮ লিটার
60. অপু ,দীপু ও নিপু একটি কাজ যথাক্রেমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে?
- ক. ১২ দিন
- খ. ৯ দিন
- গ. ৬ দিন
- ঘ. ৩ দিন
61. ৬০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত?
- ক. ২
- খ. ১৪
- গ. ১৬
- ঘ. ১৮
- ক. ৩ জন
- খ. ৫ জন
- গ. ৭ জন
- ঘ. ৯ জন
63. সকালে রংধনু সৃষ্টির কারণ -
- ক. বায়ুস্তর
- খ. ধূলিকণা
- গ. বায়ুমন্ডল
- ঘ. বৃষ্টির কণা
- ক. শব্দ তরঙ্গ
- খ. প্রতিধ্বনি
- গ. বস্তুর কম্পন
- ঘ. বস্তুর তাপমাত্রা
65. একটি সংখ্যা ৩০১ থেকে হতে যত বড়, ৩৮১ হতে তত ছোট, সংখ্যা কত?
- ক. ৩৪০
- খ. ৩৪১
- গ. ৩৪২
- ঘ. ৩৪৩
67. খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?
- ক. ১৫%
- খ. ২০%
- গ. ২৫%
- ঘ. ৩০%
68. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০, তাদের সমষ্টি কত?
- ক. ১৪
- খ. ১৫
- গ. ১৬
- ঘ. ১৭
69. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, ছোট সংখ্যাটি কত?
- ক. ৯৯
- খ. ৯৮
- গ. ১০০
- ঘ. ১০১
70. ‘লেজে খেলানো’ বাগধারাটির অর্থ কী?
- ক. ভয়ংকর কিছু করা
- খ. সতর্কতার সাথে কাজ করা
- গ. গুরুত্বহীন কর্ম
- ঘ. বশীভূত করে রাখা
71. ‘টপ্পা’ কী?
- ক. বিশেষ ধরনের নৃত্য
- খ. বিশেষ ধরনের গান
- গ. বিশেষ ধরনের বাদ্যযন্ত্র
- ঘ. বিশেষ ধরনের পোশাক
72. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
- ক. সংস্কৃত লিপি
- খ. চীনা লিপি
- গ. আরবি লিপি
- ঘ. ব্রাহ্মী লিপি
74. বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কোন সালে?
- ক. ১৯০০
- খ. ১৮০০
- গ. ১৯৫২
- ঘ. ১৯৭১
- ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
- খ. হরপ্রসাদ শাস্ত্রী
- গ. ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. ডক্টর সুকুমার সেন