১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজসমপর্যায়
76. করোনারী থ্রম্বসিস অসুখটি -
- ক. যকৃতের
- খ. হৃৎপিণ্ডের
- গ. অগ্ন্যাশয়ের
- ঘ. কিডনির
77. নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?
- ক. ভাত
- খ. মাছ
- গ. দুধ
- ঘ. ফল
79. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
- ক. ইন্টারকম
- খ. ইন্টারনেট
- গ. ই-মেইল
- ঘ. ইন্টারস্পীড
80. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
- ক. যশোর
- খ. কুষ্টিয়া
- গ. মেহেরপুর
- ঘ. চুয়াডাঙ্গা
81. বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি?
- ক. পাট
- খ. তৈরি পোশাক
- গ. হিমায়িত মৎস্য
- ঘ. চা
82. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
- ক. আলফা রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. গামা রশ্মি
- ঘ. আল্ট্রাভায়োলেট রশ্মি
83. ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?
- ক. CO2
- খ. SO2
- গ. CO
- ঘ. CFC
- ক. জনাব আব্দুল্লাহ হামিদ খান
- খ. অধ্যক্ষ আখতার হামিদ খান
- গ. জনাব আলতাফ হামিদ খান
- ঘ. অধ্যক্ষ আব্দুল লতিফ খান
85. ২০১৭ সালে ICC Champion ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. ভারত
- খ. ইংল্যান্ড
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. নিউজিল্যান্ড
86. বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক. রাশিয়া
- খ. লন্ডন
- গ. ব্রাজিল
- ঘ. বেলজিয়াম
87. গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত?
- ক. চীন
- খ. জাপান
- গ. রাশিয়া
- ঘ. যুক্তরাজ্য
There are no comments yet.