১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজসমপর্যায়
1. ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতার নাম -
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. বিদ্যাপতি
- গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
2. বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. মোহিতলাল মজুমদার
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
4. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ - কি ধরনের রচনা?
- ক. ছোটগল্প
- খ. কাব্যনাটক
- গ. উপন্যাস
- ঘ. পত্রোপন্যাস
5. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- ক. পূর্ণচ্ছেদ
- খ. দৃষ্টান্তছেদ
- গ. পাদচ্ছেদ
- ঘ. অর্ধাছেদ
- ক. অন্যগৃহ
- খ. মিলের অভাব
- গ. স্ত্রীর অভাব
- ঘ. প্রকৃষ্ট গতি
- ক. ডাষ্টবিন
- খ. দারিদ্রতা
- গ. দূষণীয়
- ঘ. নুপুর
10. ‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
- ক. হুতাশন
- খ. কৃশানু
- গ. বায়ুসখা
- ঘ. দ্যুতি
11. ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. বুদ্ধদেব বসু
- খ. শাসমুর রহমান
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শওকত ওসমান
14. উদ্যম বিহনে কার পুরে মনোরথ - এখানে ‘উদ্যম বিহনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ৭মী
- খ. অধিকরণে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. কর্মে ৭মী
15. ‘বীর সন্তান প্রসব করে যে নারী’ এর এক কথায় প্রকাশ -
- ক. বীরভোগ্যা
- খ. রত্নগর্ভা
- গ. বীরপ্রসূ
- ঘ. স্বর্নমাতা
16. ‘ক্রিয়ারকাল ও পুরুষ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
17. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
- ক. সমীভবন
- খ. বিষমীভবন
- গ. অসমীভবন
- ঘ. ধ্বনিবিপর্যয়
18. ‘উপকণ্ঠ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. কণ্ঠের সমীপে
- খ. কণ্ঠের সদৃশ
- গ. উপ যে কণ্ঠ
- ঘ. কণ্ঠ পর্যন্ত
19. ‘তামার বিষ’ বাগধারটির অর্থ কী?
- ক. অর্থের অভাব
- খ. অর্থের প্রাচুর্য
- গ. অর্থের কু-প্রভাব
- ঘ. অর্থের অহঙ্কার
20. প্রথম বাঙলা ভাষার ব্যাকরণ কে লেখেন?
- ক. রামমোহন রায়
- খ. ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
- গ. উইলিয়াম কেরী
- ঘ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
21. ‘দুর্যোগ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. দুহঃ + যোগ
- খ. দুঃ + যোগ
- গ. দুর + যোগ
- ঘ. দুরঃ + যোগ
23. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
- ক. ৪ ভাগে
- খ. ৩ ভাগে
- গ. ৫ ভাগে
- ঘ. ৬ ভাগে
24. ‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
- ক. গ্রিক
- খ. তুর্কী
- গ. ফারসি
- ঘ. পর্তুগিজ
25. Identify the correct sentence -
- ক. She had faith on and hopes for the future
- খ. She had faith and hopes for the future
- গ. She had faith and hopes in the future
- ঘ. She had faith and hopes in future