১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজসমপর্যায়
51. দুটি সংখ্যার ল.সা.গু. ১৪৪ এবং গ.সা.গু. ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?
- ক. ১৮
- খ. ৩৬
- গ. ১২
- ঘ. ২৪
52. ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
- ক. ৬১
- খ. ৬৯
- গ. ৭১
- ঘ. ৭৩
- ক. ৬০ টাকা
- খ. ৪৮ টাকা
- গ. ২৪ টাকা
- ঘ. ১২ টাকা
54. একটি ক্রমিক সমানুপাতরে ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, এর মধ্য সমানুপাতী কত?
- ক. ১২
- খ. ৮
- গ. ১৪
- ঘ. ২০
55. শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?
- ক. ৭
- খ. ৬.৫০
- গ. ৬
- ঘ. ৮
56. একটি কাজ ‘ক’ ৩ দিনে এবং ‘খ’ ৬ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
- ক. ৫ দিন
- খ. ৪ দিন
- গ. ৩ দিন
- ঘ. ২ দিন
57. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?
- ক. ২৭ বর্গমিটার
- খ. ৩০ বর্গমিটার
- গ. ‘১৮ বর্গমিটার
- ঘ. ৯ মিটার
58. যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত?
- ক. 16
- খ. 8
- গ. 34
- ঘ. 12
61. a2 - c2 - 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?
- ক. (a+b+c) (a - b + c)
- খ. (a - b - c) (a - b + c)
- গ. (a - b - c) (a + b - c)
- ঘ. (a + b + c) (a - b -c)
63. বরেন্দ্র বলতে বোঝায় কোনটি?
- ক. পূর্ববঙ্গ
- খ. পশ্চিমবঙ্গ
- গ. উত্তরবঙ্গ
- ঘ. দক্ষিণবঙ্গ
64. বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?
- ক. মধুমতি
- খ. বাইগার
- গ. কুমার
- ঘ. ভৈরব
65. তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে?
- ক. ৮
- খ. ৯
- গ. ১০
- ঘ. ১১
66. পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?
- ক. অক্সালিক এসিড
- খ. সাইট্রিক এসিড
- গ. ফরমিক এসিড
- ঘ. নাইট্রিক এসিড
67. বাংলাদেশে সাহিত্যে সবোচ্র্চ পুরস্কার কোনটি?
- ক. একুশে পদক
- খ. স্বাধীনতা দিবস পুরস্কার
- গ. বাংলা একাডেমি পুরস্কার
- ঘ. শিশু একাডেমি পুরস্কার
68. দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অন্তর্গত?
- ক. পঞ্চগড়
- খ. কুড়িগ্রাম
- গ. লালমনিরহাট
- ঘ. নীলফামারী
- ক. রিংগিট
- খ. রুবল
- গ. লিরা
- ঘ. ক্রোনা
70. চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?
- ক. পানিবাহিত
- খ. পতঙ্গবাহিত
- গ. বায়ুবাহিত
- ঘ. রক্তবাহিত
71. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন -
- ক. লক্ষ্মণ সেন
- খ. ইলিয়াস শাহ
- গ. আকবর
- ঘ. বিজয় সেন
- ক. লর্ড কার্জন
- খ. লর্ড হার্ডিঞ্জ
- গ. লর্ড ক্যানিং
- ঘ. লর্ড ওয়েলেসলী
73. ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল?
- ক. ৬টি
- খ. ১১টি
- গ. ২১টি
- ঘ. ৮টি
74. মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন?
- ক. ১৯৭০
- খ. ১৯৬৯
- গ. ১৯৬৮
- ঘ. ১৯৬৬
75. বাংলাদেশে মণিপুরি নাচ কোন অঞ্চলের ঐতিহ্য
- ক. সিলেট
- খ. ময়মনসিংহ
- গ. রাজশাহী
- ঘ. কুষ্টিয়া