সমাজসেবা অধিদপ্তরের হাউজ পেরেন্ট কাম টিচার
51. গণতন্ত্র, জনকল্যাণ ও পুঁজিবাদ - এ তিনের সমন্বয়ে গড়া কল্যাণ রাষ্ট্রের ধারণার প্রবক্তা কে?
- ক. টি এইচ মার্শাল
- খ. জন মিল
- গ. ম্যালকম রিজ
- ঘ. এডাম স্মিথ
52. এমবাপ্পে কোন দেশের ফুটবল খেলোয়াড়?
- ক. ব্রাজিল
- খ. জার্মানি
- গ. ফ্রান্স
- ঘ. মিশর
53. ‘ওয়ানগালা’ বাংলাদেশের কোন উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব?
- ক. রাখাইন
- খ. সাঁওতরাল
- গ. চাকমা
- ঘ. গারো
54. মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্তমানে কততম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বরত আছেন?
- ক. ১৯ তম
- খ. ২০ তম
- গ. ২১ তম
- ঘ. ২২ তম
- ক. জনাব ফারুক খান
- খ. জনাব রাশেদ খান মেনন
- গ. জনাব নূর মোহাম্মদ
- ঘ. জনাব মোঃ নাসিম
56. তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা?
- ক. সিরিয়া
- খ. ইরান
- গ. মিশর
- ঘ. লিবিয়া
57. BIMSTEC কোন সনে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৯৬
- খ. ১৯৯৭
- গ. ১৯৯৮
- ঘ. ২০০১
58. বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়?
- ক. ১২ মার্চ
- খ. মার্চ মাসের ২য় মঙ্গলবার
- গ. মার্চ মাসের ৩য় মঙ্গলবার
- ঘ. মার্চ মাসের ৪র্থ মঙ্গলবার
59. বলিভার কোন দেশের মুদ্রার নাম?
- ক. বলিভিয়া
- খ. ভেনিজুয়েলা
- গ. ব্রাজিল
- ঘ. রাশিয়া
60. ভারতীয় জনপ্রিয় লোকগীতি ‘কাজরি’ কোন সময়ের গান?
- ক. বসন্তকাল
- খ. শীতকাল
- গ. বর্ষাকাল
- ঘ. গ্রীষ্মকাল
61. নিচের কোন সংস্থাটি বিশ্বে সমাজ সেবা প্রদান করে?
- ক. UNFPA
- খ. IMF
- গ. UNICEF
- ঘ. IDB
62. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে -
- ক. RAM
- খ. ROM
- গ. Hardware
- ঘ. Software
63. আত্মজীবনীমূলক বই 'Beyond the Lines' এর রচয়িতা কে?
- ক. ওয়ারেন বাফেট
- খ. বিল ক্লিনটন
- গ. বারাক ওবামা
- ঘ. কুলদিপ নায়ার
There are no comments yet.