সমাজসেবা অধিদপ্তরের হাউজ পেরেন্ট কাম টিচার
1. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
- ক. উইলিয়াম কেরী
- খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
- গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. এন. বি. হেলহেড
2. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ভাষাতত্ত্বে
- খ. ধ্বনিতত্ত্বে
- গ. রূপতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
3. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কী কী?
- ক. ঐ, ঔ
- খ. ঈ, উ
- গ. ও, উ
- ঘ. এ, ঐ
4. ‘এ এক বিরাট সত্য’ - এ বাক্যে ‘সত্য’ কোনপদ?
- ক. বিশেষণ
- খ. বিশেষ্য
- গ. ভাববিশেষণ
- ঘ. ক্রিয়া
5. ‘আছো তুমি জগৎ মাঝারে’ - এখানে ‘মাঝারে’ অনুসর্গটির অর্থবোধকতা কী?
- ক. মধ্যে
- খ. ব্যাপ্তি
- গ. বাইরে
- ঘ. নিকট
6. ‘ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে’ তাকে এক কথায় বলে :
- ক. অবিসংবাদী
- খ. নির্ভাবনা
- গ. অপরিণামদর্শী
- ঘ. অবিমৃশ্যকারী
7. ‘নিতান্ত মন্দভাগ্য’ বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
- ক. আটকপালে
- খ. ছাপোষা
- গ. ইঁদুর কপালে
- ঘ. ব্যাঙের আধুলি
9. 'Penny wise, pound foolish' এর সঠিক অনুবাদ হলো :
- ক. পেনিতে জ্ঞানী, পাউন্ডে বোকা
- খ. বজ্র আঁটুনি ফসকা গেরো
- গ. দেখতে বোকা কিন্তু চালাক
- ঘ. কম জ্ঞানী বেশি বোকা
11. ‘মতৈক্য’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. মত + এক
- খ. মত + ঐক্য
- গ. মত + এক
- ঘ. মতঃ + ঐক
13. ‘সোনার তরী’ বিষের বাশি’ নকশীকাঁথার মাঠ’ এ গুলো কোন শ্রেণির বিশেষ্য?
- ক. সংজ্ঞাবাচক
- খ. গুণবাচক
- গ. বস্তুবাচক
- ঘ. ভাববাচক
14. ‘এক থালাতে খাব মোরা’ কোন কারকে কোন বিভক্তি :
- ক. অধিকরণে ৭মী
- খ. কর্মে ১মা
- গ. করণে ৭মী
- ঘ. অপাদানে ৭মী
- ক. স্বপ্ন
- খ. উদ্বোধন
- গ. বলাকা
- ঘ. পৃথিবী
16. ‘যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়’ বাক্যটি গঠন অনুসারে -
- ক. যৌগিক বাক্য
- খ. সরল বাক্য
- গ. জটিল বাক্য
- ঘ. আশ্রিত বাক্য
18. ‘তিরিশ বসন্তের ফুল’ কাব্যগ্রন্থটির রচয়িতা :
- ক. হুমায়ূন আহমেদ
- খ. আশরাফ সিদ্দিকী
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. আল মাহমুদ
19. ‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানান সই?
- ক. নিকর
- খ. মালা
- গ. দাম
- ঘ. রাজি
20. 'Manifesto' এর বাংলা প্রতিশব্দ :
- ক. শ্বেতপত্র
- খ. ইশতেহার
- গ. প্রকল্প
- ঘ. অভিজ্ঞান
21. Synonym of the word 'perquisite' is :
- ক. extra pay
- খ. benefits
- গ. rights
- ঘ. requirements
22. Synonym of the word 'perfidious' is -
- ক. trust worthy
- খ. treacherous
- গ. heinous
- ঘ. perfectionist
24. Antonym of the word 'agony' is -
- ক. aging
- খ. count
- গ. distress
- ঘ. happiness
25. The idiom 'Through thick and thin' means -
- ক. come to a close
- খ. in all situation
- গ. live within one's income
- ঘ. stretch to limit