৩১তম বিসিএস প্রিলি
51. পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
- ক. মালয়েশিয়া
- খ. ইন্দোনেশিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. মিয়ানমার
- ক. সলসব্যারী
- খ. রোডেসিয়া
- গ. জিবুতি
- ঘ. জায়ারে
53. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
- ক. ১৭৮৯
- খ. ১৭৯১
- গ. ১৭৯৫
- ঘ. ১৮০০
54. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাজ্য
- ঘ. রাশিয়া
55. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
- ক. দাউদ খাঁ
- খ. জহির শাহ
- গ. নাদির শাহ
- ঘ. নজীবুল্লাহ
56. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. সৌদি আরব
- ঘ. আলজেরিয়া
57. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
- ক. ইসরাইল ও জর্ডান
- খ. ভারত ও পাকিস্তান
- গ. চীন ও তাইওয়ান
- ঘ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
58. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
- ক. কলাম্বিয়া
- খ. নিকারাগুয়া
- গ. কোস্টারিকা
- ঘ. এল সালভাদর
59. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
- ক. অস্ট্রেলিয়া
- খ. কানাডা
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. চীন
60. কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?
- ক. লোহা
- খ. সিলিকন
- গ. জার্মেনিয়াম
- ঘ. গ্যালিয়াম
61. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
- ক. ভর সংখ্যা সমান থাকে
- খ. নিউট্রন সংখ্যা সমান থাকে
- গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
- ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে
62. ভারী পানি (Heavy water)- এর সংকেত হচ্ছে-
- ক. 2H2O2
- খ. H2O
- গ. D2
- ঘ. HD2O2
- ক. ইলেকট্রন বর্জন
- খ. ইলেকট্রন গ্রহণ
- গ. ইলেকট্রন আদান-প্রদান
- ঘ. তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ
64. বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
- ক. ট্রান্সমিটারের সাহায্যে
- খ. স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
- গ. স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
- ঘ. এডাপটারের সাহায্যে
- ক. নিউট্রন ও মিটার
- খ. জুল ও ডাইন
- গ. ওয়াট ও পাউন্ড
- ঘ. প্যাসকেল ও কিলোগ্রাম
- ক. মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
- খ. দুইখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
- গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
- ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
67. কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inter gas) আটটি ইলেকট্রন নেই?
- ক. হিলিয়াম
- খ. নিয়ন
- গ. আর্গন
- ঘ. জেনন
- ক. রেশমের চাষ
- খ. মৎস্য চাষ
- গ. মৌমাছির চাষ
- ঘ. পাখিপালন বিদ্যা
69. বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব- ব্যাখ্যা উপস্থাপন করেছেন-
- ক. স্টিফেন হকিং
- খ. জি লেমেটার
- গ. আব্দুস সালাম
- ঘ. এডুইন হাবল
70. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
- ক. স্ট্রাটোস্ফিয়ার
- খ. ট্রাপোস্ফিয়ার
- গ. আয়োনোস্ফিয়ার
- ঘ. ওজোন স্তর
71. অপটিক্যার ফাইবার (Optical fibre) হচ্ছে-
- ক. খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল
- খ. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
- গ. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
- ঘ. সূক্ষ্ম প্লাষ্টিক ঘটিত হল
72. কম্পিউটার টু কম্পিউটারের তথ্যে আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
- ক. ই-মেইল
- খ. ইন্টারকম
- গ. ইন্টারনেট
- ঘ. টেলিকমিউনিকেশন
73. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-
- ক. ক্রনোমিটার
- খ. কম্পাস
- গ. সিসমোগ্রাফ
- ঘ. সেক্সট্যান্ট
- ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
- খ. চন্দ্র প্রথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
- গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
- ঘ. সুর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
- ক. অসম্পৃত এলকোহল
- খ. জৈব এসিড
- গ. পলিমার
- ঘ. এমিনো এসিড