আন্তর্জাতিক বিষয়াবলী

1001. কিরগিজস্থানের বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?

  • ক. Omurbek Babanov
  • খ. Almazbek Atambayev
  • গ. Daniar Usenov
  • ঘ. Kurmanbek Bakiyev

উত্তরঃ Almazbek Atambayev

বিস্তারিত

1003. পারমাণবিক বোমা বহনে সক্ষম Hwasong-10 ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?

  • ক. চীন
  • খ. রাশিয়া
  • গ. উত্তর কোরিয়া
  • ঘ. জার্মানি

উত্তরঃ উত্তর কোরিয়া

বিস্তারিত

1005. পেরুর বর্তমান (২০১৭) ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?

  • ক. Ana Jara
  • খ. Rosario Fernández
  • গ. Mercedes Aráoz Fernández
  • ঘ. None of the above

উত্তরঃ Mercedes Aráoz Fernández

বিস্তারিত

1006. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. চীন
  • গ. জাপান
  • ঘ. রাশিয়া

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

1007. The President is Missing উপন্যাসের লেখক কে?

  • ক. বারাক হোসেন ওবামা
  • খ. জেমস প্যাটারসন
  • গ. বিল ক্লিনটন
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

1008. ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর প্রথম নারী প্রেসিডেন্ট কে?

  • ক. Gabriela Cuevas Barron (Mexico)
  • খ. Fatima Sadiq (Pakistan)
  • গ. Najma Heptulla (India)
  • ঘ. None of the above

উত্তরঃ Najma Heptulla (India)

বিস্তারিত

1009. OPEC'র বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?

  • ক. ১৩টি
  • খ. ১২টি
  • গ. ১৫টি
  • ঘ. ১৪টি

উত্তরঃ ১৪টি

বিস্তারিত

1012. ২৫ মে ২০১৭ কোন দেশ OPEC'র ১৪তম সদস্যপদ লাভ করে?

  • ক. নিরক্ষীয় গিনি
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. গ্যাবন
  • ঘ. রাশিয়া

উত্তরঃ নিরক্ষীয় গিনি

বিস্তারিত

1013. বাংলা একাডেমি প্রবর্তিত ২০১৭ সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?

  • ক. মোহাম্মদ মনিরুজ্জামান
  • খ. মিতা হক
  • গ. হায়াৎ মামুদ
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

1014. ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান (২০১৭) ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট কে?

  • ক. Gabriela Cuevas Barron (Mexico)
  • খ. Fatima Sadiq (Pakistan)
  • গ. Najma Heptulla (India)
  • ঘ. None of the above

উত্তরঃ Gabriela Cuevas Barron (Mexico)

বিস্তারিত

1015. UNESCO'র ১১তম ও বর্তমান (২০১৭) মহাপরিচালক কে?

  • ক. আদ্রেঁ আজুলে (ফ্রান্স)
  • খ. সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)
  • গ. ইরিনা বোকোভা (বুলগেরিয়া)
  • ঘ. বাবাটুন্ডে ওসোতিমোহিন (নাইজেরিয়া)

উত্তরঃ আদ্রেঁ আজুলে (ফ্রান্স)

বিস্তারিত

1016. ২০১৭ সালের (১৪২৩ বঙ্গাব্দের) আনন্দ পুরস্কার পান কে?

  • ক. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
  • খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
  • গ. অধ্যাপক আনিসুজ্জামান
  • ঘ. জয় গোস্বামী

উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান

বিস্তারিত

1017. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে লোহা ও ইস্পাত আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. রাশিয়া
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. চীন

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

1018. ৯ জুন ২০১৭ কোন দেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সদস্যপদ লাভ করে?

  • ক. ভারত ও পাকিস্তান
  • খ. আফগানিস্তান ও বেলারুশ
  • গ. ইরান ও মঙ্গোলিয়া
  • ঘ. আর্মেনিয়া ও আজারবাইজান

উত্তরঃ ভারত ও পাকিস্তান

বিস্তারিত

1019. UNFPA'র ৫ম ও বর্তমান (২০১৭) নির্বাহী পরিচালক কে?

  • ক. আদ্রেঁ আজুলে (ফ্রান্স)
  • খ. নাটালিয়া কানেম (তাঞ্জানিয়া)
  • গ. নাফিস সাদিক (পাকিস্তান)
  • ঘ. বাবাটুন্ডে ওসোতিমোহিন (নাইজেরিয়া)

উত্তরঃ নাটালিয়া কানেম (তাঞ্জানিয়া)

বিস্তারিত

1021. AIIB'র বর্তমান সদস্য দেশ কতটি?

  • ক. ৭৭টি
  • খ. ৭৫টি
  • গ. ৭০টি
  • ঘ. ৬৮টি

উত্তরঃ ৭৭টি

বিস্তারিত

1022. Interpol-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?

  • ক. ১৯৫টি
  • খ. ১৯২টি
  • গ. ১৯০টি
  • ঘ. ১৮৯টি

উত্তরঃ ১৯২টি

বিস্তারিত

1023. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে মোটরগাড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ইতালি
  • খ. জার্মানি
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. জাপান

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

1024. NATO'র বর্তমান সদস্য দেশ কতটি?

  • ক. ৩০টি
  • খ. ২৯টি
  • গ. ২৫টি
  • ঘ. ২৭টি

উত্তরঃ ২৯টি

বিস্তারিত

1025. ২৭ সেপ্টেম্বর ২০১৭ কোন দেশ Interpol-এর ১৯১তম সদস্যপদ লাভ করে?

  • ক. মার্শাল দ্বীপপুঞ্জ
  • খ. তিউনিসিয়া
  • গ. ফিলিস্তিন
  • ঘ. সলোমন দ্বীপপুঞ্জ

উত্তরঃ ফিলিস্তিন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects