আন্তর্জাতিক বিষয়াবলী
26. ১ জানুয়ারি ২০১৫ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশ ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে?
- ক. সার্বিয়া
- খ. অস্ট্রিয়া
- গ. লিথুয়ানিয়া
- ঘ. সুইডেন
উত্তরঃ লিথুয়ানিয়া
27. ৭২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র কোনটি?
- ক. বার্ডম্যান
- খ. বয়হুড
- গ. গন গার্ল
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বয়হুড
28. ২০১৫ সালে ডি এস সি সাহিত্য পুরস্কার লাভ করে কে?
- ক. ঝুম্পা লাহিড়ী
- খ. শিরিন এবাদী
- গ. অরুন্ধতী রায়
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ ঝুম্পা লাহিড়ী
29. ২০১৪ সালের ৬৩তম মিস ইউনিভার্স কে?
- ক. পলিন ভেগা
- খ. পলিন থেরন
- গ. শার্লী ভেগা
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ পলিন ভেগা
30. ২০১৫ সালে কোন বিদেশী দম্পতি ভারতের পদ্মভূষণ পদক লাভ করে?
- ক. বিল গেটস ও মেলিন্ডা গেটস
- খ. বিল টারনার ও মেলিন্ডা টারনার
- গ. টনি হিল ও মেরী হিল
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিল গেটস ও মেলিন্ডা গেটস
31. সোনিয়া গান্ধীর জীবনীভিত্তিক বিতর্কিত বই 'দ্যা রেড শাড়ির' লেখক কোন দেশের?
- ক. স্পেন
- খ. ইতালি
- গ. জার্মানি
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ স্পেন
32. বিশ্বে প্রথম 'কৃত্রিম অগ্ন্যাশয়' স্থাপন করা হয় কোন দেশে?
- ক. জাপান
- খ. চীন
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ অস্ট্রেলিয়া
33. সর্বশেষ ২০১৫ সালে আবিস্কৃত অ্যান্টিবায়টিক এর নাম কি?
- ক. টিক্সোব্যাক্টিন
- খ. হেক্সাব্যাক্টিন
- গ. কিয়োটোব্যাক্টিন
- ঘ. র্যাক্টোব্যাক্টিন
উত্তরঃ টিক্সোব্যাক্টিন
34. বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ড্রোনের নাম কি?
- ক. ট্রেটাড্রোন
- খ. মেটাড্রোন
- গ. হেক্সাড্রোন
- ঘ. পেন্টাড্রোন
উত্তরঃ হেক্সাড্রোন
35. বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি?
- ক. দ্য গ্লোব
- খ. দ্য লিডার
- গ. গ্লোব ভান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দ্য গ্লোব
36. বর্তমানে বিশ্বের দীর্ঘজীবি শাসক কে?
- ক. রানী দ্বিতীয় এলিজাবেথ
- খ. ভুমিবল আদুলাদেজ
- গ. মাহাথির মোহাম্মদ
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ রানী দ্বিতীয় এলিজাবেথ
37. বর্তমানে বিশ্বের দীর্ঘকালীন শাসক কে?
- ক. রানী দ্বিতীয় এলিজাবেথ
- খ. ভূমিবল আদুলাদেজ
- গ. মাহাথির মোহাম্মদ
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ ভূমিবল আদুলাদেজ
38. ২৪তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. তেহরান (ইরান)
- খ. সিডনি (অস্ট্রেলিয়া)
- গ. বার্জু (মাল্টা)
- ঘ. নয়াদিল্লি (ভারত)
উত্তরঃ বার্জু (মাল্টা)
39. বিশ্ব বাণিজ্য সংস্থা এর মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. কেপটাউন, সাউথ আফ্রিকা
- খ. নাইরোবি, কেনিয়া
- গ. হারারে, জিম্বাবুয়ে
- ঘ. ক্রেমলিন, রাশিয়া
উত্তরঃ নাইরোবি, কেনিয়া
40. ২০১৪ সালের বিশ্বের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- ক. হংকং
- খ. চীন
- গ. রাশিয়া
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ হংকং
41. ২০১৪ সালের বিশ্বের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ১৩৫
- খ. ১৩৬
- গ. ১৩২
- ঘ. ১৩১
উত্তরঃ ১৩১
42. সাধারণ জিন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ফসলের নাম কি?
- ক. বিডি ফসল
- খ. বিটি ফসল
- গ. ব্রি ফসল
- ঘ. ট্রি ফসল
উত্তরঃ বিটি ফসল
43. গার্ড অব অনারে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?
- ক. দিপালী রায়
- খ. পূজা ঠাকুর
- গ. শারদা রানী
- ঘ. দিপালী ঠাকুর
উত্তরঃ পূজা ঠাকুর
44. গার্ড অব অনারে নেতৃত্ব দেয়া প্রথম নারী কোন দেশের?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. আমেরিকা
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ভারত
45. মার্কিন কংগ্রেসে প্রথম কৃষাঙ্গ নারী কোন রাজ্য থেকে নির্বাচিত হন?
- ক. মিসিসিপি
- খ. আলাস্কা
- গ. উটাহ
- ঘ. নিউ অরলিন্স
উত্তরঃ উটাহ
46. মার্কিন কংগ্রেসে প্রথম কৃষাঙ্গ নারীর নাম কি?
- ক. মিয়া হ্যাম
- খ. মিয়া লাভ
- গ. ডায়ানা প্যান্টি
- ঘ. পলিন ভেগা
উত্তরঃ মিয়া লাভ
47. সৌদি আরবের নতুন বাদশাহর নাম কি?
- ক. আবদুল্লাহ বিন আবদুল আজিজ
- খ. মুকরিন বিন আবদুল আজিজ আল সউদ
- গ. সালমান বিন আবদুল আজিজ
- ঘ. আবদুল আজিজ ইবনে সউদ
উত্তরঃ সালমান বিন আবদুল আজিজ
48. সৌদি বাদশাহ আবদুল বিন আবদুল আজিজ কবে মৃত্যু বরণ করেন?
- ক. ১ জানুয়ারি ২০১৫
- খ. ১০ জানুয়ারি ২০১৫
- গ. ১২ জানুয়ারি ২০১৫
- ঘ. ২৩ জানুয়ারি ২০১৫
উত্তরঃ ২৩ জানুয়ারি ২০১৫
49. ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে আর্জেন্টিনার নির্বাচিত প্রেসিডেন্ট কে?
- ক. দানিয়েল সিয়োলি
- খ. মাওরিসিয়ো মাকরি
- গ. ক্রিস্টিনা ফার্নানদেজ দ্য কিচনার
- ঘ. ওপরের কেউ না
উত্তরঃ মাওরিসিয়ো মাকরি
50. আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ কবে মারা যান?
- ক. ২২শে জানুয়ারী ২০১৫
- খ. ২৩শে মার্চ ২০১৫
- গ. ২৩শে এপ্রিল ২০১৫
- ঘ. ২১ ফেব্রুয়ারী ২০১৫
উত্তরঃ ২৩শে এপ্রিল ২০১৫