আন্তর্জাতিক বিষয়াবলী

101. ২০১৫ সালে গণিতশাস্ত্রে অবদানের জন্য প্রদত্ত "অ্যাবেল" পুরস্কার লাভ করেন--

  • ক. লুইস নীরেন বার্গ
  • খ. জন ফোর্বস ন্যাশ জুনিয়র
  • গ. ক ও খ উভয়েই
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ ক ও খ উভয়েই

বিস্তারিত

102. বিশ্বের কোন দেশ সর্বাধিক শরণার্থী আশ্রয় প্রদান করে?

  • ক. তুরস্ক
  • খ. পাকিস্তান
  • গ. লেবানন
  • ঘ. ইরান

উত্তরঃ তুরস্ক

বিস্তারিত

104. বর্তমানে (২০১৭) গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. রাশিয়া
  • গ. কানাডা
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

105. বিশ্বকাপ ক্রিকেট (২০১৫) ফাইনাল খেলে কোন দুটি দেশ?

  • ক. ভারত ও দক্ষিন আফ্রিকা
  • খ. ভারত ও অস্ট্রেলিয়া
  • গ. নিউজিল্যান্ড ও দক্ষিন আফ্রিকা
  • ঘ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

বিস্তারিত

106. ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

  • ক. ৬ষ্ঠ
  • খ. ৫ম
  • গ. ৪র্থ
  • ঘ. ৩য়

উত্তরঃ ৪র্থ

বিস্তারিত

107. বিশ্বকাপ ক্রিকেট (২০১৫) উইকেটের হ্যাট্রিক হয় কতটি?

  • ক. একটি
  • খ. তিনটি
  • গ. দুটি
  • ঘ. একটিও না

উত্তরঃ দুটি

বিস্তারিত

108. বর্তমানে (২০১৫) চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. পাকিস্তান
  • খ. ভিয়েতনাম
  • গ. ভারত
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ থাইল্যান্ড

বিস্তারিত

109. বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) সেঞ্চুরি হয় কতটি?

  • ক. ৩৫ টি
  • খ. ৪০ টি
  • গ. ৩০টি
  • ঘ. ৩৮টি

উত্তরঃ ৩৮টি

বিস্তারিত

110. বর্তমানে (২০১৬) চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ব্রাজিল
  • খ. ভারত
  • গ. চীন
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

111. বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ডাবল সেঞ্চুরি হয় কতটি?

  • ক. একটি
  • খ. তিনটি
  • গ. দুটি
  • ঘ. একটিও না

উত্তরঃ দুটি

বিস্তারিত

112. বর্তমানে (২০১৫) চিনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. গুয়েতেমালা
  • খ. অস্ট্রেলিয়া
  • গ. থাইল্যান্ড
  • ঘ. ব্রাজিল

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

113. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করে কে?

  • ক. ক্রিস গেইল
  • খ. রোহিত শর্মা
  • গ. এ বি ডি ভিলিয়ার্স
  • ঘ. বিরেন্দর শেওয়াগ

উত্তরঃ ক্রিস গেইল

বিস্তারিত

114. বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি'র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?

  • ক. জার্মানি
  • খ. জাপান
  • গ. চীন
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

115. বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেলায় খেলোয়াড় ও আম্পায়ার হিসেবে অংশগ্রহণ করেন কে?

  • ক. আলিম দার
  • খ. ডেভিড শেফার্ড
  • গ. কুমার ধর্মসেনা
  • ঘ. স্টিভ বাকনার

উত্তরঃ কুমার ধর্মসেনা

বিস্তারিত

119. বর্তমানে (২০১৫) প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির অর্থনীতিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. পাপুয়া নিউগিনি
  • খ. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
  • গ. তুর্কমেনিস্তান
  • ঘ. ইথিওপিয়া

উত্তরঃ পাপুয়া নিউগিনি

বিস্তারিত

121. ২০১৪ সালে কোন দেশে সর্বাধিক বিনিয়োগ এসেছে?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. চীন
  • ঘ. জাপান

উত্তরঃ চীন

বিস্তারিত

122. ২৫ মে ২০১৫ কোন দেশ ইকনোমিক কম্যুনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ECCAS)- এর পুনরায় যোগদান করে?

  • ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  • খ. দক্ষিন সুদান
  • গ. রুয়ান্ডা
  • ঘ. আলজেরিয়া

উত্তরঃ রুয়ান্ডা

বিস্তারিত

124. এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU)- এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?

  • ক. লিডা বোরহান-আজাদ
  • খ. আজাদ আবুল কালাম
  • গ. ড. আতিউর রহমান
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ লিডা বোরহান-আজাদ

বিস্তারিত

125. এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU)- এর বর্তমান (২০১৫) চেয়ারম্যান কে?

  • ক. লিডা বোরহান-আজাদ
  • খ. অর্জুন বাহাদুর থাপা
  • গ. ড. আতিউর রহমান
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ ড. আতিউর রহমান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects