আন্তর্জাতিক বিষয়াবলী
51. বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে?
- ক. ২৮ শে ফেব্রুয়ারী
- খ. ২৭ শে ফেব্রুয়ারী
- গ. ১ মার্চ
- ঘ. ২ মার্চ
উত্তরঃ ১ মার্চ
53. ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দরের নাম কি?
- ক. কাজী নজরুল ইসলাম বিমানবন্দর
- খ. অমর্ত্য সেন বিমানবন্দর
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর বিমানবন্দর
- ঘ. নরেন্দ্র মোদি বিমানবন্দর
উত্তরঃ কাজী নজরুল ইসলাম বিমানবন্দর
54. স্বাধীন ও আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বা জনক কে?
- ক. হো চিং
- খ. লি চিং চু
- গ. লি কুয়ান ইউ
- ঘ. লি হেসিয়েন লং
উত্তরঃ লি কুয়ান ইউ
55. বিশ্বের প্রথম সৌরবিমানের উদ্ভাবক কোন দেশ?
- ক. রাশিয়া
- খ. চীন
- গ. ভারত
- ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ সুইজারল্যান্ড
56. কোন দেশ প্রথম হাইড্রোজেন চালিত ট্রাম চালু করতে যাচ্ছে?
- ক. যুক্তরাজ্য
- খ. রাশিয়া
- গ. জার্মানি
- ঘ. চীন
উত্তরঃ চীন
57. বর্তমানে (২০১৫) বিশ্বের শীর্ষ ধনী ব্যাক্তি কে?
- ক. কার্লোস স্লিম হেলু
- খ. ওয়ারেন বাফেট
- গ. অ্যামানসিও ওর্তেগা
- ঘ. বিল গেটস
উত্তরঃ বিল গেটস
58. EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
- ক. মস্কো, রাশিয়া
- খ. টরেন্টো, কানাডা
- গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
- ঘ. টোকিও, জাপান
উত্তরঃ সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
59. EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের কম ব্যয়বহুল বা সস্তা শহর কোনটি?
- ক. মস্কো, রাশিয়া
- খ. টরেন্টো, কানাডা
- গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
- ঘ. করাচি, পাকিস্তান
উত্তরঃ করাচি, পাকিস্তান
60. মার্সারের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট বা ভালো শহর কোনটি?
- ক. করাচি, পাকিস্তান
- খ. মুম্বাই, ভারত
- গ. ভিয়েনা, অস্ট্রিয়া
- ঘ. অকল্যান্ড, নিউজিল্যান্ড
উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া
61. মার্সারের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ শহর কোনটি?
- ক. পোর্ট অব প্রিন্স, হাইতি
- খ. করাচি, পাকিস্তান
- গ. বাগদাদ, ইরাক
- ঘ. বাঙ্গুই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
উত্তরঃ বাগদাদ, ইরাক
62. আই এইচ এস জেনস-এর মতে, বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- ক. রাশিয়া
- খ. যুক্তরাষ্ট্র
- গ. পাকিস্তান
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
63. 'ফেয়ারফ্যাক্স মিডিয়া' কোন দেশ ভিত্তিক?
- ক. ভারত
- খ. যুক্তরাষ্ট্র
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ অস্ট্রেলিয়া
65. ২০১৫ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
- ক. জন ফোবর্স ন্যাশ
- খ. লুইস নীরেনবার্গ
- গ. ক ও খ উভয়েই
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক ও খ উভয়েই
66. ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়--
- ক. ফিলিস্তিন ও হিজবুল্লাহ
- খ. আফগানিস্তান ও তালেবান
- গ. ইরান ও হিজবুল্লাহ
- ঘ. উত্তর কোরিয়া ও হামাস
উত্তরঃ ইরান ও হিজবুল্লাহ
68. ২৬তম আরবলীগ শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. ২৭-২৮ মার্চ ২০১৫; ইরাক
- খ. ৩০-৩১ মার্চ ২০১৫; ওমান
- গ. ২৮-২৯ মার্চ ২০১৫; মিশর
- ঘ. ২৫-২৬ মার্চ ২০১৫; আরব আমিরাত
উত্তরঃ ২৮-২৯ মার্চ ২০১৫; মিশর
69. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ১২৪ টি
- খ. ১২১ টি
- গ. ১২৫ টি
- ঘ. ১২০ টি
উত্তরঃ ১২৪ টি
70. জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
- ক. ১৬৫
- খ. ১৭০
- গ. ১৬৭
- ঘ. ১৭২
উত্তরঃ ১৭০
71. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)- এর বর্তমান (২০১৬) সদস্য সংখ্যা কতটি?
- ক. ১৫৯
- খ. ১৬২
- গ. ১৬৪
- ঘ. ১৬৮
উত্তরঃ ১৬৮
72. ৬ মার্চ ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) -এর ১৩৪তম সদস্য পদ লাভ করে?
- ক. জিবুতি
- খ. আফগানিস্তান
- গ. গায়ানা
- ঘ. গিনি
উত্তরঃ জিবুতি
73. ২৯ মে ২০১৫ যুক্তরাষ্ট্র কোন দেশকে তার কালো তালিকা থেকে বাদ দেয়?
- ক. আফগানিস্তান
- খ. ইরাক
- গ. কিউবা
- ঘ. লিবিয়া
উত্তরঃ কিউবা
74. মরিশাসের প্রথম নারী ও মুসলিম প্রেসিডেন্ট কে?
- ক. মারিয়ানো রাজয়
- খ. শিরিন এবাদী
- গ. চার্লস মিশেল
- ঘ. আমিনা ফিরদৌস গারিব ফাকিম
উত্তরঃ আমিনা ফিরদৌস গারিব ফাকিম