আন্তর্জাতিক বিষয়াবলী
126. এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU)- এর সহযোগী দেশ কোনটি?
- ক. পাকিস্তান
- খ. আফগানিস্তান
- গ. আলজেরিয়া
- ঘ. সার্বিয়া
উত্তরঃ আফগানিস্তান
127. ৮-৯ জুলাই ২০১৬ ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. বার্লিন, জার্মানি
- খ. টোকিও, জাপান
- গ. ওয়ারশ, পোল্যান্ড
- ঘ. ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তরঃ ওয়ারশ, পোল্যান্ড
128. বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে?
- ক. ২৮ মে ২০১৫
- খ. ২৬ জুন ২০১৫
- গ. ১৫ মে ২০১৫
- ঘ. ৩০ মে ২০১৫
উত্তরঃ ২৮ মে ২০১৫
129. বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি ১৯৭৪ কার্যকর হয় কবে?
- ক. ২৮ মে ২০১৫
- খ. ২৬ জুন ২০১৫
- গ. ৬ জুন ২০১৫
- ঘ. ৩০ মে ২০১৫
উত্তরঃ ৬ জুন ২০১৫
130. যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?
- ক. অধ্যাপক লুইস রিচার্ডসন
- খ. অধ্যাপক ক্যামেলিয়া রিচার্ডসন
- গ. অধ্যাপক জেনেলিয়া রিচার্ডসন
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ অধ্যাপক লুইস রিচার্ডসন
- ক. ডায়েট
- খ. কংগ্রেস
- গ. সংসদ
- ঘ. লেজিসলেটিভ কাউন্সিল
উত্তরঃ লেজিসলেটিভ কাউন্সিল
132. দক্ষিণ চীন সাগরের দ্বন্দ্ব নিয়ে নেদারল্যান্ডসের সালিশি আদালতে সম্প্রতি (২০১৫) মামলা করেছে কোন দেশ?
- ক. ব্রুনাই
- খ. মালয়েশিয়া
- গ. ফিলিপাইন
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ ফিলিপাইন
133. নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
- ক. চিত্রালেখা যাদব
- খ. সুস্মিতা ভাণ্ডারী
- গ. ওনসারি ঘারতি মাগার
- ঘ. বিদ্যাদেবী ভাণ্ডারী
উত্তরঃ বিদ্যাদেবী ভাণ্ডারী
134. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের বর্তমান (২০১৫) স্পিকার কে?
- ক. ড্যানিয়েল ওয়েবস্টার
- খ. জন বোয়েনার
- গ. পল রায়ান
- ঘ. কেভিন ম্যাকার্থি
উত্তরঃ পল রায়ান
135. সুপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়াইজে-১৮ কোন দেশের?
- ক. রাশিয়া
- খ. যুক্তরাষ্ট্র
- গ. যুক্তরাজ্য
- ঘ. চীন
উত্তরঃ চীন
136. পোল্যান্ডের বর্তমান (২০১৫) ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
- ক. কাজিমিরা প্রুন্সকিন
- খ. বিয়াতা মারিয়া এসজিদলো
- গ. ইভা কোপাজ
- ঘ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
উত্তরঃ বিয়াতা মারিয়া এসজিদলো
137. তাঞ্জানিয়ার বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
- ক. পিটার মাউরার
- খ. থমাস জন
- গ. জিওজি কনরট
- ঘ. জন মাগুফুলি
উত্তরঃ জন মাগুফুলি
138. ফিজির বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
- ক. ফ্রান্সিস গুডি
- খ. ইরথিন কাজিন
- গ. জর্জ করনট
- ঘ. জন মাগুফুলি
উত্তরঃ জর্জ করনট
139. বর্তমানে (২০১৫) তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. সৌদি আরব
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
140. ২৭ নভেম্বর ২০১৫ কমনওয়েলথ চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক. নরেন্দ্র মোদি (ভারত)
- খ. মুহাম্মাদু বুহারি (নাইজেরিয়া)
- গ. ম্যালকম টার্নবুল (অস্ট্রেলিয়া)
- ঘ. জোসেফ মাস্কাট (মাল্টা)
উত্তরঃ জোসেফ মাস্কাট (মাল্টা)
141. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর নতুন চেয়ারম্যান কে?
- ক. এস এম কৃষ্ণা
- খ. ভেঙ্কইয়া নাইডু
- গ. শশাঙ্ক মনোহর
- ঘ. শারদ পাওয়ার
উত্তরঃ শশাঙ্ক মনোহর
142. ১৪ অক্টোবর ২০১৫ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর ১৬৬তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ক. ভানুয়াতু
- খ. জিবুতি
- গ. অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা
- ঘ. গায়ানা
উত্তরঃ অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা
144. ১৩ অক্টোবর ২০১৫ কোন দেশ আর্কটিক চুক্তিতে অন্তর্ভুক্ত হয়?
- ক. মঙ্গোলিয়া
- খ. কাজাখস্তান
- গ. পাকিস্তান
- ঘ. আইসল্যান্ড
উত্তরঃ আইসল্যান্ড
146. ৩ নভেম্বর ২০১৫ ইউনেস্কো'র দশম সহযোগী সদস্যপদ লাভ করে--
- ক. অ্যাঙ্গুইলা
- খ. সিন্ট মার্টেন
- গ. ফারো দ্বীপপুঞ্জ
- ঘ. মন্টসেরাট
উত্তরঃ মন্টসেরাট
147. ৩০ নভেম্বর ২০১৫ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর ১৬২তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ক. আফগানিস্তান
- খ. লাইবেরিয়া
- গ. ইরান
- ঘ. কাজাখস্তান
উত্তরঃ কাজাখস্তান
148. দশম জি-২০ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১৫-১৬ নভেম্বর ২০১৫
- খ. ১২-১৩ নভেম্বর ২০১৫
- গ. ১২-১৩ নভেম্বর ২০১৫
- ঘ. ১০-১১ নভেম্বর ২০১৫
উত্তরঃ ১৫-১৬ নভেম্বর ২০১৫
149. দশম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. কান, ফ্রান্স
- খ. আনতোলিয়া, তুরস্ক
- গ. ব্রিসবেন, অস্ট্রেলিয়া
- ঘ. সিউল, দক্ষিণ কোরিয়া
উত্তরঃ আনতোলিয়া, তুরস্ক
150. ২০১৬ সালে ১১তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. চীন
- খ. ফ্রান্স
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ চীন