আন্তর্জাতিক বিষয়াবলী
76. ডেনমার্কের (২০১৫) নতুন প্রধানমন্ত্রী কে?
- ক. মার্ক রুটে
- খ. ম্যানুয়েল ডালাস
- গ. লার্স লোয়েক্কি রাসমুসেন
- ঘ. হেল থার্নিং স্মিদ
উত্তরঃ লার্স লোয়েক্কি রাসমুসেন
77. বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নাম কি?
- ক. BXIE-1
- খ. XIEB
- গ. XIEB-1
- ঘ. BXIE
উত্তরঃ BXIE
78. 'ইন্ডিয়াস ডটার' বা 'ভারত-কন্যা' প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
- ক. লেসলি উডউইন
- খ. মাইকেল ডওসন
- গ. ঝুম্মা লাহিড়ী
- ঘ. রাজকুমার হিরানী
উত্তরঃ লেসলি উডউইন
79. বিশ্বে ওষুধের সবচেয়ে বড় বাজার কোন দেশ?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. চীন
- গ. যুক্তরাজ্য
- ঘ. ভারত
উত্তরঃ যুক্তরাষ্ট্র
80. আইভরি কোস্টের লৌহমানবী হিসেবে খ্যাত কে?
- ক. সিমোন কালানা
- খ. সিমোন বাগবো
- গ. তাওহিয়া বাগবো
- ঘ. লাবিব লাওয়ানা
উত্তরঃ সিমোন বাগবো
81. কলম্বো পরিকল্পনা-এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
- ক. আব্দুল মান্নান (বাংলাদেশ)
- খ. অর্জুন বাহাদুর থাপা (নেপাল)
- গ. ভূপেন সিং (ভারত)
- ঘ. ফিনলে দর্জি (ভুটান)
উত্তরঃ ফিনলে দর্জি (ভুটান)
82. বিশ্বের প্রথম ডটকম ডোমেইনের রেজিস্ট্রেশন হয় কবে?
- ক. ১৫ মার্চ ১৯৮৫
- খ. ২০ মার্চ ১৯৮৫
- গ. ২৫ মার্চ ১৯৮৫
- ঘ. ১২ মার্চ ১৯৮৫
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫
83. নীলনদের উপর কোন দেশ 'মহা রেনেসাঁ বাঁধ' নির্মাণ করছে?
- ক. ব্রুনাই
- খ. নাইজেরিয়া
- গ. ইথিওপিয়া
- ঘ. জর্ডান
উত্তরঃ ইথিওপিয়া
84. পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
- ক. ১৫১ টি
- খ. ১৪৫ টি
- গ. ১৫৫ টি
- ঘ. ১৬০ টি
উত্তরঃ ১৫১ টি
- ক. জর্ডান
- খ. ঘানা
- গ. উগান্ডা
- ঘ. সান ম্যারিনো
উত্তরঃ সান ম্যারিনো
86. এশীয় সহযোগিতা সংলাপ (ACD)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
- ক. ৩৩ টি
- খ. ৩৪ টি
- গ. ৩৫ টি
- ঘ. ২৯ টি
উত্তরঃ ৩৩ টি
87. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ১৮৭ টি
- খ. ১৮৪ টি
- গ. ১৮৩ টি
- ঘ. ১৮২ টি
উত্তরঃ ১৮৭ টি
88. ১২ জুন ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)- এর ১৮৬তম সদস্যপদ লাভ করে?
- ক. সোমালিয়া
- খ. কসোভো
- গ. পূর্ব তিমুর
- ঘ. কুক আইল্যান্ডস
উত্তরঃ কুক আইল্যান্ডস
89. বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
- ক. ১৮২ টি
- খ. ১৭৯ টি
- গ. ১৭৫ টি
- ঘ. ১৮৩ টি
উত্তরঃ ১৮২ টি
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. ইতালি
- ঘ. রাশিয়া
উত্তরঃ ইতালি
91. ২৪ শে মার্চ ২০১৫ কোন দেশ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর ১৮০তম সদস্য পদ লাভ করে?
- ক. সোমালিয়া
- খ. ফিলিস্তিন
- গ. কসোভো
- ঘ. পূর্ব তিমুর
উত্তরঃ ফিলিস্তিন
92. গার্ডিয়ান -এর প্রথম নারী সম্পাদক কে?
- ক. ক্যাথেরিন ক্রিচনার
- খ. ক্যাথেরিন ম্যালিস
- গ. ক্যাথেরিন ভিয়েনার
- ঘ. ক্যাথেরিন ওয়েডার
উত্তরঃ ক্যাথেরিন ভিয়েনার
93. ৭ম ব্রিকস শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১২-১৩ জুলাই ২০১৫
- খ. ১১-১২ জুলাই ২০১৫
- গ. ১০-১১ জুলাই ২০১৫
- ঘ. ৮-৯ জুলাই ২০১৫
উত্তরঃ ৮-৯ জুলাই ২০১৫
94. ক্যাথেরিন ভিয়েনার "গার্ডিয়ান" -এর কততম প্রধান সম্পাদক?
- ক. নবম
- খ. দশম
- গ. দ্বাদশ
- ঘ. ত্রয়োদশ
উত্তরঃ দ্বাদশ
95. ৭ম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. কেপটাউন (দক্ষিণ আফ্রিকা)
- খ. বেইজিং (চীন)
- গ. উফা (রাশিয়া)
- ঘ. নয়াদিল্লি (ভারত)
উত্তরঃ উফা (রাশিয়া)
96. ১ জুলাই ২০১৫ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক. মার্ক ওয়া (অস্ট্রেলিয়া)
- খ. জগমোহন ডালমিয়া (ভারত)
- গ. আ হ ম মুস্তফা কামাল (বাংলাদেশ)
- ঘ. জহির আব্বাস (পাকিস্তান)
উত্তরঃ জহির আব্বাস (পাকিস্তান)
97. কোন দেশের কাছে সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে?
- ক. চীন
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. রাশিয়া
উত্তরঃ রাশিয়া
99. ২০১৫ সালে "স্থাপত্যের নোবেল" হিসেবে খ্যাত প্রিৎজকার পুরস্কার লাভ করেন কে?
- ক. বারাক হোসেন ওবামা
- খ. ফ্রেই অটো
- গ. ফ্রেডারিক হ্যানসেন
- ঘ. জেনারেল জন ক্যাম্পবেল
উত্তরঃ ফ্রেই অটো
100. বিশ্বের কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী?
- ক. সুদান
- খ. সোমালিয়া
- গ. আফগানিস্তান
- ঘ. সিরিয়া
উত্তরঃ সিরিয়া