আন্তর্জাতিক বিষয়াবলী

176. ২০১৭ সালে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
  • খ. নয়াদিল্লি (ভারত)
  • গ. পোর্ট ভিলা, ভানুয়াতু
  • ঘ. ওয়েলিংটন, নিউজিল্যান্ড

উত্তরঃ পোর্ট ভিলা, ভানুয়াতু

বিস্তারিত

177. বিশ্বে বাল্টিক রাষ্ট্র কতটি?

  • ক. ৫টি
  • খ. ৭টি
  • গ. ৩টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

178. এস্তোনিয়ার রাজধানীর নাম কি?

  • ক. ভিলনিয়াস
  • খ. রিগা
  • গ. তাল্লিন
  • ঘ. লিমা

উত্তরঃ তাল্লিন

বিস্তারিত

179. লাটভিয়ার রাজধানীর নাম কি?

  • ক. ভিলনিয়াস
  • খ. রিগা
  • গ. তাল্লিন
  • ঘ. লিমা

উত্তরঃ রিগা

বিস্তারিত

180. লিথু্যানিয়ার রাজধানীর নাম কি?

  • ক. ভিলনিয়াস
  • খ. রিগা
  • গ. তাল্লিন
  • ঘ. লিমা

উত্তরঃ ভিলনিয়াস

বিস্তারিত

181. লাটভিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?

  • ক. আন্নোলি টুয়োলিক্কি
  • খ. এরনা সোলবার্গ
  • গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
  • ঘ. লাইমদোতা স্টারুজুমা

উত্তরঃ ভাইরা ভাইক ফ্রেইবার্গ

বিস্তারিত

182. লাটভিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

  • ক. আন্নোলি টুয়োলিক্কি
  • খ. এরনা সোলবার্গ
  • গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
  • ঘ. লিইমদোতা স্টারুজুমা

উত্তরঃ লিইমদোতা স্টারুজুমা

বিস্তারিত

183. লিথুয়ানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?

  • ক. কাজিমিরা প্রুন্সকিন
  • খ. ডালিয়া গ্রেবাস্কুট
  • গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
  • ঘ. লাইমদোতা স্টারুজুমা

উত্তরঃ ডালিয়া গ্রেবাস্কুট

বিস্তারিত

184. লিথুয়ানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

  • ক. কাজিমিরা প্রুন্সকিন
  • খ. ডালিয়া গ্রেবাস্কুট
  • গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
  • ঘ. লাইমদোতা স্টারুজুমা

উত্তরঃ কাজিমিরা প্রুন্সকিন

বিস্তারিত

185. এস্তোনিয়ার আইনসভার নাম কি?

  • ক. মজলিস
  • খ. পার্লামেন্ট
  • গ. স্টেট অ্যাসেম্বলি
  • ঘ. সীম

উত্তরঃ স্টেট অ্যাসেম্বলি

বিস্তারিত

186. লাটভিয়ার আইনসভার নাম কি?

  • ক. মজলিস
  • খ. পার্লামেন্ট
  • গ. স্টেট অ্যাসেম্বলি
  • ঘ. সীম

উত্তরঃ পার্লামেন্ট

বিস্তারিত

187. লিথুয়ানিয়ার আইনসভার নাম কি?

  • ক. মজলিস
  • খ. পার্লামেন্ট
  • গ. স্টেট অ্যাসেম্বলি
  • ঘ. সীম

উত্তরঃ সীম

বিস্তারিত

188. BRICS-এর অষ্টম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. উফা, রাশিয়া
  • খ. গোয়া, ভারত
  • গ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
  • ঘ. ঢাকা, বাংলাদেশ

উত্তরঃ গোয়া, ভারত

বিস্তারিত

189. AIIB-তে চীনের বর্তমান (২০১৫) শেয়ার কত?

  • ক. ৩৫.৭৫%
  • খ. ৩০.৩৪%
  • গ. ৩৫.৩৪%
  • ঘ. ৩৩.৩৪%

উত্তরঃ ৩০.৩৪%

বিস্তারিত

190. 'ইনকা' সভ্যতা গড়ে উঠেছিল কোথায়--

  • ক. উত্তর আমেরিকায়
  • খ. দক্ষিণ আমেরিকায়
  • গ. ইউরোপে
  • ঘ. এশিয়ায়

উত্তরঃ দক্ষিণ আমেরিকায়

বিস্তারিত

191. 'নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের করিডোর--

  • ক. ভারত-পাকিস্তান
  • খ. পাকিস্তান-আফগানিস্তান
  • গ. আজারবাইজান-আর্মেনিয়া
  • ঘ. ইতালি-জার্মানি

উত্তরঃ আজারবাইজান-আর্মেনিয়া

বিস্তারিত

192. 'লাল করিডোর' অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে--

  • ক. পাকিস্তান
  • খ. ভারত
  • গ. ইরান
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ ভারত

বিস্তারিত

193. চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম--

  • ক. লিয়াওনিং
  • খ. ঝাওজিং
  • গ. লি পিনিং
  • ঘ. লিয়াওপিং

উত্তরঃ লিয়াওনিং

বিস্তারিত

194. আগস্ট বিপ্লব সংগঠিত হয় কোন সালে, কোথায়--

  • ক. ১৯৪০ সালে, ইংল্যান্ডে
  • খ. ১৯৪৫ সালে, আমেরিকায়
  • গ. ১৯৪৫ সালে, ভিয়েতনামে
  • ঘ. ১৯৪৫ সালে, ফ্রান্সে

উত্তরঃ ১৯৪৫ সালে, ভিয়েতনামে

বিস্তারিত

195. Force-17 কোন দেশের গেরিলা সংগঠন---

  • ক. পাকিস্তান
  • খ. নাইজেরিয়া
  • গ. আফগানিস্তান
  • ঘ. সিরিয়া

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

196. কবে প্যারিসে রক্তাক্ত হামলা সংগঠিত হয়?

  • ক. ১০ নভেম্বর ২০১৫
  • খ. ১৫ নভেম্বর ২০১৫
  • গ. ১৩ নভেম্বর ২০১৫
  • ঘ. ৮ নভেম্বর ২০১৫

উত্তরঃ ১৩ নভেম্বর ২০১৫

বিস্তারিত

198. P5 + 1 এর পূর্বনাম কি?

  • ক. P5 + 2
  • খ. EU2
  • গ. P5
  • ঘ. EU3

উত্তরঃ EU3

বিস্তারিত

199. P5 + 1 এর নামকরণ করা হয় কবে?

  • ক. ২০০৮ সালে
  • খ. ২০০৭ সালে
  • গ. ২০০৬ সালে
  • ঘ. ২০০৫ সালে

উত্তরঃ ২০০৬ সালে

বিস্তারিত

200. ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমন্সের আসন সংখ্যা কত?

  • ক. ৬৩০ টি
  • খ. ৬৪৫ টি
  • গ. ৬৫০ টি
  • ঘ. ৬৬০ টি

উত্তরঃ ৬৫০ টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects