আন্তর্জাতিক বিষয়াবলী

251. এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রস্তাবক কে?

  • ক. জিন লিকুন (চীন)
  • খ. শি জিনপিং (চীন)
  • গ. নরেন্দ্র মোদি (ভারত)
  • ঘ. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)

উত্তরঃ শি জিনপিং (চীন)

বিস্তারিত

252. AIIB গঠিত হয় কবে?

  • ক. ২৪ অক্টোবর ২০১৪
  • খ. ২৫ অক্টোবর ২০১৪
  • গ. ২৫ নভেম্বর ২০১৪
  • ঘ. ২০ ডিসেম্বর ২০১৪

উত্তরঃ ২৪ অক্টোবর ২০১৪

বিস্তারিত

253. AIIB- এর সদর দপ্তর কোথায়?

  • ক. মস্কো, রাশিয়া
  • খ. নয়াদিল্লি, ভারত
  • গ. ঢাকা, বাংলাদেশ
  • ঘ. বেইজিং, চীন

উত্তরঃ বেইজিং, চীন

বিস্তারিত

255. AIIB- তে বাংলাদেশের শেয়ার কত শতাংশ?

  • ক. ০.৬৫%
  • খ. ০.৭০%
  • গ. ০.৬৪%
  • ঘ. ০.৬৭%

উত্তরঃ ০.৬৭%

বিস্তারিত

256. AIIB- তে সর্বাধিক শেয়ার কোন দেশের?

  • ক. রাশিয়া
  • খ. বাংলাদেশ
  • গ. ভারত
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

257. ১০ জুলাই ২০১৫ সাংহাই সহযোগিতা সংস্থায় (SCO) কোন দুটি দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার ঘোষণা দেয়া হয়?

  • ক. ভারত ও পাকিস্তান
  • খ. ইরান ও আফগানিস্তান
  • গ. বেলারুশ ও তুরস্ক
  • ঘ. মঙ্গোলিয়া ও শ্রীলংকা

উত্তরঃ ভারত ও পাকিস্তান

বিস্তারিত

261. BRICS- এর সপ্তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৫-৬ জুলাই ২০১৫
  • খ. ৬-৭ জুলাই ২০১৫
  • গ. ৮-৯ জুলাই ২০১৫
  • ঘ. ৯-১০ জুলাই ২০১৫

উত্তরঃ ৮-৯ জুলাই ২০১৫

বিস্তারিত

262. BRICS- এর সপ্তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. কেপটাউন (দ. আফ্রিকা)
  • খ. নয়াদিল্লি, (ভারত)
  • গ. ঢাকা, বাংলাদেশ
  • ঘ. উফা (রাশিয়া)

উত্তরঃ উফা (রাশিয়া)

বিস্তারিত

263. সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের ১৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৫-৬ জুলাই ২০১৫
  • খ. ৬-৭ জুলাই ২০১৫
  • গ. ৯-১০ জুলাই ২০১৫
  • ঘ. ৭-৮ জুলাই ২০১৫

উত্তরঃ ৯-১০ জুলাই ২০১৫

বিস্তারিত

264. সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের ১৫তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. দুশানবে, তাজিকিস্তান
  • খ. তাসখন্দ, উজবেকিস্তান
  • গ. বেইজিং, চীন
  • ঘ. উফা, রাশিয়া

উত্তরঃ উফা, রাশিয়া

বিস্তারিত

265. গ্রাহক সংখ্যায় বিশ্বের শীর্ষ মোবাইল ফোন অপরেটর কোনটি?

  • ক. চায়না ইউনিকন
  • খ. ভারতীয় এয়ারটেল
  • গ. ভোডাফোন গ্রুপ
  • ঘ. চায়না মোবাইল

উত্তরঃ চায়না মোবাইল

বিস্তারিত

266. SMS-এর জনক কে?

  • ক. ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)
  • খ. থমসন (যুক্তরাজ্য)
  • গ. নোরিও ওহগা (জাপান)
  • ঘ. ইউজিন পলি (যুক্তরাষ্ট্র)

উত্তরঃ ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)

বিস্তারিত

267. প্রথম এসএমএস (SMS) পাঠান কে?

  • ক. টিম বার্নার্স লি (যুক্তরাজ্য)
  • খ. বিল গেটস (যুক্তরাষ্ট্র)
  • গ. মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র)
  • ঘ. নেইল পাপওয়ার্থ (যুক্ত্ররাজ্য)

উত্তরঃ নেইল পাপওয়ার্থ (যুক্ত্ররাজ্য)

বিস্তারিত

268. প্রথম এসএমএস (SMS) পাঠানো হয় কবে?

  • ক. ২ ডিসেম্বর ১৯৯২
  • খ. ৪ ডিসেম্বর ১৯৯২
  • গ. ৩ ডিসেম্বর ১৯৯২
  • ঘ. ৪ ডিসেম্বর ১৯৯২

উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৯২

বিস্তারিত

269. বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে (২০১৫) মোট কতটি স্থান রয়েছে?

  • ক. ১১৩১ টি
  • খ. ১০৩১ টি
  • গ. ১০২১ টি
  • ঘ. ৯৫১ টি

উত্তরঃ ১০৩১ টি

বিস্তারিত

270. বর্তমানে (২০১৫) মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি?

  • ক. ১০২ টি
  • খ. ৩৫০ টি
  • গ. ২২৫ টি
  • ঘ. ১৯৭ টি

উত্তরঃ ১৯৭ টি

বিস্তারিত

271. বর্তমানে (২০১৫) মোট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?

  • ক. ৫৫০ টি
  • খ. ৬৭৫ টি
  • গ. ৭৮০ টি
  • ঘ. ৮০২ টি

উত্তরঃ ৮০২ টি

বিস্তারিত

272. বর্তমানে (২০১৫) মোট মিশ্র ঐতিহ্য কতটি?

  • ক. ৬২ টি
  • খ. ৪২ টি
  • গ. ২২ টি
  • ঘ. ৩২ টি

উত্তরঃ ৩২ টি

বিস্তারিত

273. ২০১৫ সালে বিপন্ন বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়---

  • ক. হাত্রা (ইরাক)
  • খ. সানার প্রাচীন শহর (ইয়েমেন)
  • গ. প্রাচীন দেয়ালের নগর শিবাম (ইয়েমেন)
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

274. এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রথম ও বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?

  • ক. প্রণব ভট্ট (ভারত)
  • খ. আ. হ. ম. মোস্তফা কামাল (বাংলাদেশ)
  • গ. জিন লিকুন (চীন)
  • ঘ. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)

উত্তরঃ জিন লিকুন (চীন)

বিস্তারিত

275. বিশ্বব্যাংক মাথাপিছু আয় পরিমাপ করে কোন পদ্ধতিতে?

  • ক. লুইস মেথড
  • খ. হারম্যান - নেইম্যান মেথড
  • গ. এটলাস মেথড
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ এটলাস মেথড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects