আন্তর্জাতিক বিষয়াবলী
- ক. National Congress
- খ. Federal Assembly
- গ. National Assembly
- ঘ. Federal Parliament
উত্তরঃ Federal Parliament
327. স্লোভাকিয়ার রাজধানীর নাম কি?
- ক. প্রাগ
- খ. ব্রাটিস্লাভা
- গ. হেলসিংকি
- ঘ. বুদাপেস্ট
উত্তরঃ ব্রাটিস্লাভা
328. 'The Lowland' গ্রন্থের লেখক কে?
- ক. অধ্যাপক আবু সাইয়িদ
- খ. তন্বী নন্দিনী
- গ. এ পি জে আবদুল কালাম
- ঘ. ঝুম্পা লাহিড়ী
উত্তরঃ ঝুম্পা লাহিড়ী
329. স্লোভাকিয়ার আইনসভার নাম কি?
- ক. Parliament
- খ. Congress
- গ. National Council
- ঘ. Duma
উত্তরঃ National Council
330. বর্তমানে (২০১৫) হীরক উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- ক. পেরু
- খ. বতসোয়ানা
- গ. চীন
- ঘ. রাশিয়া
উত্তরঃ রাশিয়া
331. ২২ সেপ্টেম্বর ২০১৫ মাইক্রোসফটের কোন অফিস সফটওয়্যার বাজারে আসে?
- ক. অফিস ২০১৫
- খ. অফিস ২০১৬
- গ. অফিস ২০১৭
- ঘ. অফিস ২০১৮
উত্তরঃ অফিস ২০১৬
332. গ্রিসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
- ক. ইতিকা দাচ্চি
- খ. হেলেন ক্লার্ক
- গ. মারিও দ্রামি
- ঘ. ভাসিলিকি থানৌ
উত্তরঃ ভাসিলিকি থানৌ
333. অস্ট্রেলিয়ার বর্তমান (২০১৫) প্রধানমন্ত্রী কে?
- ক. কেভিন রাড
- খ. টনি অ্যাবট
- গ. ম্যালকম টার্নবুল
- ঘ. জুলিয়া গিলার্ড
উত্তরঃ ম্যালকম টার্নবুল
334. ১ সেপ্টেম্বর ২০১৫ আফ্রিকান উন্নয়ন ব্যাংক (AfBD0 -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক. অকিনুমবি এদেসিনা (নাইজেরিয়া)
- খ. ভুপেন্দ্র সিং (ভারত)
- গ. ডেভিড রিচার্ডসন (দ. আফ্রিকা)
- ঘ. জন দ্রামিনি মাহানা (ঘানা)
উত্তরঃ অকিনুমবি এদেসিনা (নাইজেরিয়া)
335. ১১ সেপ্টেম্বর ২০১৫ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর ১৬৫তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ক. জিবুতি
- খ. ভানুয়াতু
- গ. গিনি
- ঘ. ফিজি
উত্তরঃ ভানুয়াতু
336. ২৪তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক. ২৭-২৯ নভেম্বর ২০১৬
- খ. ২৭-৩০ নভেম্বর ২০১৫
- গ. ২৭-২৯ নভেম্বর ২০১৫
- ঘ. ২৬-২৭ নভেম্বর ২০১৫
উত্তরঃ ২৭-২৯ নভেম্বর ২০১৫
337. বর্তমানে (২০১৫) অত্মহত্যায় শীর্ষ দেশ?
- ক. সুরিনাম
- খ. শ্রীলংকা
- গ. দ. কোরিয়া
- ঘ. গায়ানা
উত্তরঃ গায়ানা
338. ২০১৪ সালের গণতন্ত্র সূচকে ভালো দেশ কোনটি?
- ক. নিউজিল্যান্ড
- খ. আইসল্যান্ড
- গ. সুইডেন
- ঘ. নরওয়ে
উত্তরঃ নরওয়ে
339. ২০১৪ সালের গণতন্ত্র সূচকে খারাপ দেশ কোনটি?
- ক. ইরান
- খ. সিরিয়া
- গ. শাদ
- ঘ. উত্তর কোরিয়া
উত্তরঃ উত্তর কোরিয়া
341. ২০১৫ সালে কোন বাংলাদেশি 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' পুরস্কার লাভ করেন?
- ক. সৈয়দা রিজওয়ানা হাসান
- খ. ড. মুহাম্মদ ইউনূস
- গ. ড. এ আতিক রহমান
- ঘ. শেখ হাসিনা
উত্তরঃ শেখ হাসিনা
342. আরাকান লিবারেশন পার্টি কোন দেশভিত্তিক বিদ্রোহী গোষ্ঠি?
- ক. ভারত
- খ. মায়ানমার
- গ. শ্রীলংকা
- ঘ. আফগাস্থান
উত্তরঃ মায়ানমার
343. আন্তর্জাতিক মানব হিতৈষী দিবস কবে?
- ক. ৫ অক্টোবর
- খ. ৫ সেপ্টেম্বর
- গ. ৫ জুলাই
- ঘ. ৫ আগস্ট
উত্তরঃ ৫ সেপ্টেম্বর
344. ২৯ জুলাই ২০১৫ মাইক্রোসফট-এর কোন অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে?
- ক. উইন্ডোজ-১০
- খ. উইন্ডোজ-১২
- গ. উইন্ডোজ-৮
- ঘ. উইন্ডোজ-৭
উত্তরঃ উইন্ডোজ-১০
345. পারমাণবিক অস্ত্র নির্মূলীকরণে আন্তর্জাতিক দিবস কবে?
- ক. ১০ অক্টোবর
- খ. ২০ সেপ্টেম্বর
- গ. ২৬ সেপ্টেম্বর
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ২৬ সেপ্টেম্বর
346. চরকি ডটকম (Chorki.com) কি?
- ক. সার্চ ইঞ্জিন
- খ. সামাজিক যোগাযোগ সাইট
- গ. ওয়েব ব্রাউজার
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ সার্চ ইঞ্জিন
347. অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে?
- ক. জন নিয়াম্বু
- খ. জন ম্যাকাফি
- গ. বিল গেটস
- ঘ. মার্ক জাকারবার্গ
উত্তরঃ জন ম্যাকাফি
348. ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন--
- ক. ইউটিব
- খ. ফেসবুক
- গ. মাইক্রোসফট
- ঘ. অ্যালফাবেট
উত্তরঃ অ্যালফাবেট
349. ৪ সেপ্টেম্বর ২০১৫ বাণিজ্য সহায়তা চুক্তি (FTA) অনুমোদনকারী বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬তম দেশ কোনটি?
- ক. রাশিয়া
- খ. জাপান
- গ. চীন
- ঘ. থাইল্যান্ড
উত্তরঃ চীন