আন্তর্জাতিক বিষয়াবলী

401. মহাকর্ষীয় তরঙ্গ কবে শনাক্ত হয়?

  • ক. ২০ সেপ্টেম্বর ২০১৫
  • খ. ১৮ সেপ্টেম্বর ২০১৫
  • গ. ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • ঘ. ১২ সেপ্টেম্বর ২০১৫

উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫

বিস্তারিত

402. বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ কোন দেশে অবস্থিত?

  • ক. রাশিয়া
  • খ. জাপান
  • গ. চীন
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ চীন

বিস্তারিত

403. বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের ব্যাস কত?

  • ক. ১৬৫০ ফুট
  • খ. ১৬০০ ফুট
  • গ. ১৭০০ ফুট
  • ঘ. ১৭২৫ ফুট

উত্তরঃ ১৭০০ ফুট

বিস্তারিত

404. 'টু কিল এ মকিং বার্ড' উপন্যাসের রচয়িতা কে?

  • ক. হেনরি রাইডার (ইংল্যান্ড)
  • খ. মার্ক টোয়েন (যুক্তরাষ্ট্র)
  • গ. হারপার লি (যুক্তরাষ্ট্র)
  • ঘ. উমবের্তো একো (ইতালি)

উত্তরঃ হারপার লি (যুক্তরাষ্ট্র)

বিস্তারিত

405. 'দ্য নেম অব দ্য রোজ' উপন্যাসের রচয়িতা কে?

  • ক. হেনরি রাইডার (ইংল্যান্ড)
  • খ. মার্ক টোয়েন (যুক্তরাষ্ট্র)
  • গ. হারপার লি (যুক্তরাষ্ট্র)
  • ঘ. উমবের্তো একো (ইতালি)

উত্তরঃ উমবের্তো একো (ইতালি)

বিস্তারিত

406. ৪র্থ পরমাণু নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  • খ. লন্ডন, যুক্তরাজ্য
  • গ. মস্কো, রাশিয়া
  • ঘ. প্যারিস, ফ্রান্স

উত্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

বিস্তারিত

407. ৩১ জুলাই ২০১৫ কোন দেশ সার্ন (CERN) -এর সহযোগী সদস্যপদ লাভ করে?

  • ক. ভারত
  • খ. শ্রীলংকা
  • গ. পাকিস্তান
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

408. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর বাণিজ্য সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

  • ক. ২৭ অক্টোবর ২০১৪
  • খ. ২৭ আগস্ট ২০১৪
  • গ. ২৭ নভেম্বর ২০১৪
  • ঘ. ২৭ সেপ্টেম্বর ২০১৪

উত্তরঃ ২৭ নভেম্বর ২০১৪

বিস্তারিত

409. আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?

  • ক. বিল গেটস
  • খ. জন ভন নিউম্যান
  • গ. এইচ অলসেন
  • ঘ. ওপরের কেউ নয়

উত্তরঃ জন ভন নিউম্যান

বিস্তারিত

411. বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়--

  • ক. পরমাণু শক্তি কেন্দ্রে
  • খ. জাতীয় সংসদে
  • গ. সুপ্রিম কোর্টে
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ পরমাণু শক্তি কেন্দ্রে

বিস্তারিত

412. কোন দেশ প্রথম বাণিজ্য সহায়তা চুক্তি অনুমোদন করে?

  • ক. রাশিয়া
  • খ. চীন
  • গ. হংকং
  • ঘ. জাপান

উত্তরঃ হংকং

বিস্তারিত

413. নিউজিল্যান্ডের আদিবাসি মাওরিরা দেশটিকে কি নামে ডাকে?

  • ক. নিউজিল্যান্ড
  • খ. অটিরোয়া
  • গ. জটিরোয়া
  • ঘ. কিউই

উত্তরঃ অটিরোয়া

বিস্তারিত

414. মিনি কম্পিউটার এর জনক কে?

  • ক. বিল গেটস
  • খ. জন ভন নিউম্যান
  • গ. কেনেথ এইচ অলসেন
  • ঘ. চার্লস ব্যাবেজ

উত্তরঃ কেনেথ এইচ অলসেন

বিস্তারিত

415. মোবাইলের প্রথম সিম তৈরি করে যে প্রতিষ্ঠান সেটি কোন দেশের?

  • ক. রাশিয়া
  • খ. যুক্তরাজ্য
  • গ. জার্মানি
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

416. MICR এর পূর্ণরূপ হলো--

  • ক. Magnetic Ink Character Region
  • খ. Magnetic Ink Character Resource
  • গ. Magnetic Ink Character Reader
  • ঘ. Magnetic Ink Character Recognition

উত্তরঃ Magnetic Ink Character Recognition

বিস্তারিত

417. মোবাইলের প্রথম সিম তৈরি করা হয় কোন সালে?

  • ক. ১৯৯৩
  • খ. ১৯৯১
  • গ. ১৯৯৪
  • ঘ. ১৯৯২

উত্তরঃ ১৯৯১

বিস্তারিত

418. CRT এর পূর্ণরূপ কি?

  • ক. Cathode Ray Tube
  • খ. Cathode Ray Table
  • গ. Cathode Ray Toy
  • ঘ. None of these

উত্তরঃ Cathode Ray Tube

বিস্তারিত

419. ঘূর্ণিঝড় 'কোমেন' নামকরণ করে কোন দেশ?

  • ক. চীন
  • খ. জাপান
  • গ. থাইল্যান্ড
  • ঘ. উত্তর কোরিয়া

উত্তরঃ থাইল্যান্ড

বিস্তারিত

420. DPI এর পূর্ণরূপ কি?

  • ক. Dots Per Inch
  • খ. Docs Per Inch
  • গ. Dots Proper Inch
  • ঘ. Docs Proper Inch

উত্তরঃ Dots Per Inch

বিস্তারিত

421. থাই-শব্দ 'কোমেন' -এর অর্থ কি?

  • ক. বিনাশকারী
  • খ. বিস্ফোরক
  • গ. ধ্বংসকারী
  • ঘ. সৃষ্টিশীল

উত্তরঃ বিস্ফোরক

বিস্তারিত

423. কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয়--

  • ক. বাইটের হিসাব করে
  • খ. বিটের হিসাব করে
  • গ. ইঞ্চির হিসাব করে
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ বিটের হিসাব করে

বিস্তারিত

424. ১৫ আগস্ট ২০১৫ উত্তর কোরিয়া কি নামে নতুন সময় চালু করে?

  • ক. কোরিয় সময়
  • খ. পিয়ংইয়ং সময়
  • গ. এশিয় সময়
  • ঘ. উত্তর কোরিয়ান সময়

উত্তরঃ পিয়ংইয়ং সময়

বিস্তারিত

425. মোবাইল ফোনের জনক--

  • ক. মার্টিন কুপার
  • খ. কেমু পল
  • গ. কেনেথ এইচ অলসেন
  • ঘ. ওপরের কেউ নয়

উত্তরঃ মার্টিন কুপার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects