আন্তর্জাতিক বিষয়াবলী
351. সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের?
- ক. রাশিয়া
- খ. কানাডা
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. চীন
উত্তরঃ রাশিয়া
352. সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কত সময় মহাশূন্যে অবস্থান করে?
- ক. ৮৫০ দিন
- খ. ৮৭৯ দিন
- গ. ৮৯৫ দিন
- ঘ. ৮৭৫ দিন
উত্তরঃ ৮৭৯ দিন
353. বর্তমানে (২০১৫) গড় আয়ুতে শীর্ষ দেশ বা অঞ্চল--
- ক. সুইজারল্যান্ড
- খ. অস্ট্রিয়া
- গ. জাপান
- ঘ. হংকং
উত্তরঃ হংকং
354. সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারীর নাম কি?
- ক. ইউরি গ্যাগারিন
- খ. নীল আমস্ট্রং
- গ. গেন্নাদি পাডালকা
- ঘ. এদের কেউই না
উত্তরঃ গেন্নাদি পাডালকা
355. বর্তমানে (২০১৫) গড় আয়ু সবচেয়ে কম কোন দেশের--
- ক. সোয়াজিল্যান্ড
- খ. দক্ষিণ সুদান
- গ. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- ঘ. সিয়েরা লিওন
উত্তরঃ সোয়াজিল্যান্ড
356. বর্তমানে (২০১৫) জনসংখ্যার উর্বরতার হার বেশি কোন দেশে--
- ক. সোয়াজিল্যান্ড
- খ. ওমান
- গ. আইভরি কোস্ট
- ঘ. নাইজার
উত্তরঃ নাইজার
357. সর্বকালের দীর্ঘমেয়াদী রাজা কে?
- ক. দ্বিতীয় সোবুজা
- খ. প্রথম জর্জ
- গ. ভূমিবল আদুলাদেজ
- ঘ. সপ্তম এডওয়ার্ড
উত্তরঃ দ্বিতীয় সোবুজা
358. বিশ্বের দীর্ঘমেয়াদী রানি কে?
- ক. প্রথম এলিজাবেথ
- খ. দ্বিতীয় এলিজাবেথ
- গ. রানী মেরী
- ঘ. এদের কেউই না
উত্তরঃ দ্বিতীয় এলিজাবেথ
359. ২০১৫ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ বা ভালো দেশ কোনটি?
- ক. চীন
- খ. জাপান
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ যুক্তরাষ্ট্র
360. প্রতি হাজারে শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ কোনটি?
- ক. নাইজার
- খ. সাউথ সুদান
- গ. অ্যাঙ্গোলা
- ঘ. ভানুয়াতু
উত্তরঃ অ্যাঙ্গোলা
361. সংখ্যার দিক দিয়ে শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ কোনটি?
- ক. ভারত
- খ. নাইজেরিয়া
- গ. ইথিওপিয়া
- ঘ. চীন
উত্তরঃ ভারত
362. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK) কবে গঠিত হয়?
- ক. ২০ নভেম্বর ১৯৭৮
- খ. ২২ নভেম্বর ১৯৭৮
- গ. ২৫ নভেম্বর ১৯৭৮
- ঘ. ২৮ নভেম্বর ১৯৭৮
উত্তরঃ ২৫ নভেম্বর ১৯৭৮
363. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি সক্রিয় কোন অঞ্চলে?
- ক. সিরিয়া
- খ. তুরস্ক
- গ. ইরাক
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
364. নতুন সুয়েজ খাল হিসেবে পরিচিত খালের বর্ধিতাংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
- ক. ১০ আগস্ট ২০১৫
- খ. ৮ আগস্ট ২০১৫
- গ. ২ আগস্ট ২০১৫
- ঘ. ৬ আগস্ট ২০১৫
উত্তরঃ ৬ আগস্ট ২০১৫
365. ২০১৭ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর?
- ক. ঢাকা (বাংলাদেশ)
- খ. টোকিও (জাপান)
- গ. বেইজিং (চীন)
- ঘ. কোনাক্রি (গিনি)
উত্তরঃ কোনাক্রি (গিনি)
366. ২০১৬ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর?
- ক. টোকিও (জাপান)
- খ. ওয়ার্শ (পোল্যান্ড)
- গ. বেইজিং (চীন)
- ঘ. কোনাক্রি (গিনি)
উত্তরঃ ওয়ার্শ (পোল্যান্ড)
367. বিশ্বের কোন দুটি দেশ প্রথম হটলাইন চালু করে?
- ক. জার্মানি - জাপান
- খ. জাপান - রাশিয়া
- গ. ইরান - রাশিয়া
- ঘ. যুক্তরাষ্ট্র - রাশিয়া
উত্তরঃ যুক্তরাষ্ট্র - রাশিয়া
368. বিশ্বে প্রথম হটলাইন চালু হয় কবে?
- ক. ২৫ জুন ১৯৬০
- খ. ২০ জুন ১৯৬৫
- গ. ২০ জুন ১৯৬৪
- ঘ. ২০ জুন ১৯৬৩
উত্তরঃ ২০ জুন ১৯৬৩
369. ২১ আগস্ট ২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে হটলাইন চালু করে?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. আফগানিস্তান
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
370. বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দরের নাম কি?
- ক. মিউনিখ বিমানবন্দর (জার্মানি)
- খ. জুরিখ বিমানবন্দর (সুইজারল্যান্ড)
- গ. হিথ্রো বিমানবন্দর (বৃটেন)
- ঘ. কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (ভারত)
উত্তরঃ কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (ভারত)
371. ফিলিস্তিনের ইতিহাসে প্রথম নারী বিচারক কে?
- ক. তাহরির হামিদ
- খ. আমিনা আব্বাস
- গ. সুয়া আরাফাত
- ঘ. হামিদা আব্বাস
উত্তরঃ তাহরির হামিদ
372. বিশ্ববাজারে মোটরগাড়ি বিক্রিতে বর্তমানে (২০১৫) শীর্ষ স্থান কোন প্রতিষ্ঠানের--
- ক. ফোর্ড (যুক্তরাষ্ট্র)
- খ. জেনারেল মোটরস্ (যুক্তরাষ্ট্র)
- গ. টয়োটা (জাপান)
- ঘ. ভক্সওয়াগন (জার্মানি)
উত্তরঃ ভক্সওয়াগন (জার্মানি)
373. বিল গেটস প্রতিষ্ঠিত বহুজাতিক ক্ষুদ্র বীমা প্রতিষ্ঠানের নাম কি?
- ক. বিলগেটস এনসিওর
- খ. মাইক্রোসফট এনসিওর
- গ. সিটি এনসিওর
- ঘ. মাইক্রোএনসিওর
উত্তরঃ মাইক্রোএনসিওর
374. আনুষ্ঠানিকভাবে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TTP) চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
- ক. ২ ফেব্রুয়ারি ২০১৬
- খ. ১ ফেব্রুয়ারি ২০১৬
- গ. ৩ ফেব্রুয়ারি ২০১৬
- ঘ. ৪ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ৪ ফেব্রুয়ারি ২০১৬
375. TTP চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
- ক. অকল্যান্ড, নিউজিল্যান্ড
- খ. রোম, ইতালি
- গ. লন্ডন, ইংল্যান্ড
- ঘ. প্যারিস, ফ্রান্স
উত্তরঃ অকল্যান্ড, নিউজিল্যান্ড