আন্তর্জাতিক বিষয়াবলী

426. জাপান পুনরায় পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করে কবে?

  • ক. ১৫ আগস্ট ২০১৫
  • খ. ১৩ আগস্ট ২০১৫
  • গ. ১১ আগস্ট ২০১৫
  • ঘ. ১০ আগস্ট ২০১৫

উত্তরঃ ১১ আগস্ট ২০১৫

বিস্তারিত

427. তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পরস্পরের বিরুদ্ধে লড়াই শুরু করে কবে?

  • ক. ১৫ আগস্ট ১৯৮৫
  • খ. ১৫ আগস্ট ১৯৮৩
  • গ. ১৫ আগস্ট ১৯৮৪
  • ঘ. ১৫ আগস্ট ১৯৮২

উত্তরঃ ১৫ আগস্ট ১৯৮৪

বিস্তারিত

428. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয়--

  • ক. ২০০৭ সালে
  • খ. ২০০৬ সালে
  • গ. ২০০৮ সালে
  • ঘ. ২০০৯ সালে

উত্তরঃ ২০০৮ সালে

বিস্তারিত

429. অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন--

  • ক. অ্যান্ডি ফ্লেচার
  • খ. অ্যান্ডি রুবিন
  • গ. মার্ক জুকার বার্গ
  • ঘ. বিল গেটস্

উত্তরঃ অ্যান্ডি রুবিন

বিস্তারিত

430. বর্তমানে (২০১৬) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. চীন
  • গ. রাশিয়া
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ চীন

বিস্তারিত

431. টুইটারকে ইন্টারনেটের কি হিসেবে অবিহিত করা হয়?

  • ক. এস এম এস
  • খ. মেইল
  • গ. ডিভাইস
  • ঘ. অপারেটিং সিস্টেম

উত্তরঃ এস এম এস

বিস্তারিত

432. ইনস্টাগ্রাম চালু হয়--

  • ক. ২০০৮ সালে
  • খ. ২০১০ সালে
  • গ. ২০১২ সালে
  • ঘ. ২০০৬ সালে

উত্তরঃ ২০১০ সালে

বিস্তারিত

433. "টু কিল এ মকিং বার্ড" এর লেখিকা হার্পার লি কবে মৃত্যু বরণ করেন?

  • ক. ১৯ ফেব্রুয়ারি ২০১৫
  • খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
  • গ. ১৯ ফেব্রুয়ারি ২০১৬
  • ঘ. ২৫ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বিস্তারিত

434. ফ্রাঙ্কফ্রুর্ট শহর কিসের জন্য বিখ্যাত?

  • ক. কৃষিপণ্য
  • খ. বইমেলা
  • গ. ঔষধ পন্য
  • ঘ. আইস হকি

উত্তরঃ বইমেলা

বিস্তারিত

435. বিশ্বের সর্বাধিক ভাষার দেশ--

  • ক. চীন
  • খ. ভারত
  • গ. পাপুয়া নিউগিনি
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ পাপুয়া নিউগিনি

বিস্তারিত

436. সপ্তম শতকের পরিব্রাজক--

  • ক. রার্নিয়ের
  • খ. হিউয়েন সাঙ
  • গ. মা হুয়ান
  • ঘ. ইবনে বতুতা

উত্তরঃ হিউয়েন সাঙ

বিস্তারিত

437. 'একাডেমী অব সায়েন্স লাইব্রেরি' কোথায় অবস্থিত?

  • ক. জার্মানি
  • খ. রাশিয়া
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

438. 'সবুজ গ্রহ' বলা হয় কোন গ্রহকে?

  • ক. পৃথিবী
  • খ. প্লুটো
  • গ. নেপচুন
  • ঘ. ইউরেনাস

উত্তরঃ ইউরেনাস

বিস্তারিত

439. ইরাকের প্রাচীন নাম কি?

  • ক. ফরমোজা
  • খ. মেসোপোটেমিয়া
  • গ. বাগদাদ
  • ঘ. পারস্য

উত্তরঃ মেসোপোটেমিয়া

বিস্তারিত

440. 'অ্যাবেল পুরস্কার' নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

  • ক. পদার্থবিজ্ঞান
  • খ. ইতিহাস
  • গ. গণিত
  • ঘ. অর্থনীতি

উত্তরঃ গণিত

বিস্তারিত

441. 'BRICS' জোটে সর্বশেষ (২০১৫) যোগদান করে কোন দেশ?

  • ক. চীন
  • খ. ভারত
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. ব্রাজিল

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

442. "ম্যাগসেসে পুরস্কার ২০১৫" কতজন লাভ করে?

  • ক. ৩ জন
  • খ. ৫ জন
  • গ. ৭ জন
  • ঘ. ৪ জন

উত্তরঃ ৫ জন

বিস্তারিত

443. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন (২০১৫) অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা কত?

  • ক. ৭৩৪ কোটি ৫০ লক্ষ
  • খ. ৭৩৪ কোটি ৭৫ লক্ষ
  • গ. ৭৩৪ কোটি ৯০ লক্ষ
  • ঘ. ৭৩৪ কোটি ৮৫ লক্ষ

উত্তরঃ ৭৩৪ কোটি ৯০ লক্ষ

বিস্তারিত

444. আধুনিক ই-মেইলের জনক বা উদ্ভাবক কে?

  • ক. নোরিও ওহগা (জাপান)
  • খ. থমসন (ইংল্যান্ড)
  • গ. রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)
  • ঘ. জি. মার্কনি (ইতালি)

উত্তরঃ রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)

বিস্তারিত

445. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SDMC) কোথায় প্রতিষ্ঠা করা হবে?

  • ক. বাংলাদেশ
  • খ. মালদ্বীপ
  • গ. পাকিস্তান
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

446. ১ এপ্রিল ২০১৬ কমনওয়েলথ- এর প্রথম নারী মহাসচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. ফাহমিদা মির্জা
  • খ. শিরিন শারমিন চৌধুরী
  • গ. হেলেন ক্লার্ক
  • ঘ. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড

উত্তরঃ প্যাট্রিসিয়া স্কটল্যান্ড

বিস্তারিত

447. আরব লীগের বর্তমান (২০১৬) ও অষ্টম মহাসচিব কে?

  • ক. মাহমুদ রিয়াদ
  • খ. আমর মুসা
  • গ. নাবিল আল-আরাবি
  • ঘ. আহমেদ আবুল ঘেইত

উত্তরঃ আহমেদ আবুল ঘেইত

বিস্তারিত

448. সার্কের পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়ন দেয়া হয় কাকে?

  • ক. খাগড়া প্রসাদ অলি (নেপাল)
  • খ. আমজাদ হোসেন বি. সিয়াল (পাকিস্তান)
  • গ. আইরিন খান (বাংলাদেশ)
  • ঘ. কে. ভি. কামাথ (ভারত)

উত্তরঃ আমজাদ হোসেন বি. সিয়াল (পাকিস্তান)

বিস্তারিত

449. ১৬ ফেব্রুয়ারি ২০১৬ কোন দেশ IAEA-এর ১৬৮তম সদস্যপদ লাভ করে?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. নেদারল্যান্ডস
  • গ. নিউজিল্যান্ড
  • ঘ. তুর্কমেনিস্তান

উত্তরঃ তুর্কমেনিস্তান

বিস্তারিত

450. ১৪ ফেব্রুয়ারি ২০১৬ কোন দেশ ILO-এর ১৮৭তম সদস্যপদ লাভ করে?

  • ক. সোয়াজিল্যান্ড
  • খ. পাপুয়া নিউগিনি
  • গ. টোঙ্গা
  • ঘ. তুর্কমেনিস্তান

উত্তরঃ টোঙ্গা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects