আন্তর্জাতিক বিষয়াবলী

502. ২০১৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক. ইউইউ তু
  • খ. উইলিয়াম সি ক্যাম্পবেল
  • গ. সাতোশি ওমুরা
  • ঘ. ওপরের সকলে

উত্তরঃ ওপরের সকলে

বিস্তারিত

503. ২০১৫ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক. আর্নস্ট রুস্কা ও গের্ড বিনিগ
  • খ. আলবার্ট ফার্ট ও পিটার গ্রুনবার্গ
  • গ. পিটার হিগস ও ফ্রাঙ্কোইস অ্যাংলার্ট
  • ঘ. তাকাকি কাজিতা ও আর্থার বি ম্যাকডোনাল্ড

উত্তরঃ তাকাকি কাজিতা ও আর্থার বি ম্যাকডোনাল্ড

বিস্তারিত

504. ২০১৫ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক. আজিজ স্যানকার
  • খ. থমাস লিন্ডাল
  • গ. পল মডরিচ
  • ঘ. ওপরের সকলে

উত্তরঃ ওপরের সকলে

বিস্তারিত

505. ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক. টমাস ট্রান্সট্রোমার (সুইডেন)
  • খ. সেভেৎলেনা অ্যালেক্সিয়েভিচ (বেলারুশ)
  • গ. প্যাত্রিক মোদিয়ানো (ফ্রান্স)
  • ঘ. এলিস মুনরো (কানাডা)

উত্তরঃ সেভেৎলেনা অ্যালেক্সিয়েভিচ (বেলারুশ)

বিস্তারিত

506. ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে--

  • ক. আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি
  • খ. কোয়াটেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ল
  • গ. তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
  • ঘ. পার্লামেন্ট ইন্টারন্যাশনাল পীস্ ব্যুরো

উত্তরঃ তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট

বিস্তারিত

507. ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক. মাইকেল স্পেন্স
  • খ. রবার্ট শিলার
  • গ. জ্যাঁ তিরোল
  • ঘ. অ্যাঙ্গাস ডিটন

উত্তরঃ অ্যাঙ্গাস ডিটন

বিস্তারিত

508. বনভূমির হার কোন দেশের বেশি?

  • ক. ব্রাজিল
  • খ. ভুটান
  • গ. বেলিজ
  • ঘ. সুরিনাম

উত্তরঃ সুরিনাম

বিস্তারিত

509. বাংলাদেশে বনভূমির হার কত?

  • ক. ১২%
  • খ. ১১%
  • গ. ১০%
  • ঘ. ৯%

উত্তরঃ ১১%

বিস্তারিত

510. সার্কভুক্ত কোন দেশে বনভূমির হার বেশি?

  • ক. ভারত
  • খ. নেপাল
  • গ. শ্রীলংকা
  • ঘ. ভুটান

উত্তরঃ ভুটান

বিস্তারিত

511. সার্কভুক্ত কোন দেশে বনভূমির হার কম?

  • ক. নেপাল ও মালদ্বীপ
  • খ. বাংলাদেশ ও পাকিস্তান
  • গ. পাকিস্তান ও আফগানিস্তান
  • ঘ. মালদ্বীপ ও আফগানিস্তান

উত্তরঃ পাকিস্তান ও আফগানিস্তান

বিস্তারিত

512. বর্তমানে (২০১৭) বিশ্বে মাছ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. নরওয়ে
  • গ. জাপান
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

513. মাছ উৎপাদনে বর্তমানে (২০১৬) বাংলাদেশ বিশ্বে কততম?

  • ক. চতুর্থ
  • খ. তৃতীয়
  • গ. দ্বিতীয়
  • ঘ. প্রথম

উত্তরঃ চতুর্থ

বিস্তারিত

514. ২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?

  • ক. সঞ্জীব সাহোতা (যুক্তরাজ্য)
  • খ. চিগোউজি ওবিওমা (নাইজেরিয়া)
  • গ. টম ম্যাকার্থি (যুক্তরাজ্য)
  • ঘ. মারলন জেমস (জ্যামাইকা)

উত্তরঃ মারলন জেমস (জ্যামাইকা)

বিস্তারিত

515. মারলন জেমস কোন উপন্যাসের জন্য ২০১৫ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন--

  • ক. A Brief Historyof Seven Killings
  • খ. The Book of Night Women
  • গ. John Crow's Devil
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ A Brief Historyof Seven Killings

বিস্তারিত

516. নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?

  • ক. আজারবাইজান ও জর্জিয়া
  • খ. আর্মেনিয়া ও জর্জিয়া
  • গ. আর্মেনিয়া ও ইরান
  • ঘ. আর্মেনিয়া ও আজারবাইজান

উত্তরঃ আর্মেনিয়া ও আজারবাইজান

বিস্তারিত

517. জম্মু ও কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে?

  • ক. মমতা বন্দ্যোপাধ্যায়
  • খ. মায়াবতী
  • গ. জয়ললিতা
  • ঘ. মেহবুবা মুফতি

উত্তরঃ মেহবুবা মুফতি

বিস্তারিত

518. যুক্তরাজ্য কাকে বাংলাদেশে বাণিজ্যদূত নিয়োগ দেয়?

  • ক. ওয়াসফিয়া নাজনীন
  • খ. রূপা আশা হক
  • গ. টিউলিপ সিদ্দিক
  • ঘ. রুশনারা আলী

উত্তরঃ রুশনারা আলী

বিস্তারিত

519. ১৪ এপ্রিল ২০১৬ ওআইসি (OIC)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. বাদশাহ সালমান (সৌদি আরব)
  • খ. ফুয়াদ মাসুম (ইরাক)
  • গ. মামনুল হুসাইন (পাকিস্তান)
  • ঘ. রিসেপ তায়িপ এরদোয়ান (তুরস্ক)

উত্তরঃ রিসেপ তায়িপ এরদোয়ান (তুরস্ক)

বিস্তারিত

520. জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি (Paris Agreement) কবে স্বাক্ষরিত এবং স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে হয়?

  • ক. ২০ এপ্রিল ২০১৬
  • খ. ২৬ এপ্রিল ২০১৬
  • গ. ১৮ এপ্রিল ২০১৬
  • ঘ. ২২ এপ্রিল ২০১৬

উত্তরঃ ২২ এপ্রিল ২০১৬

বিস্তারিত

521. প্যারিস চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

  • ক. রোম, ইতালি
  • খ. জেনেভা, সুইজারল্যান্ড
  • গ. প্যারিস, ফ্রান্স
  • ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

বিস্তারিত

522. প্যারিস চুক্তি প্রথম স্বাক্ষর করে কোন দেশ?

  • ক. জাপান
  • খ. চীন
  • গ. ফ্রান্স
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

523. ২২ এপ্রিল ২০১৬ কতটি দেশ ও সংস্থা প্যারিস চুক্তি স্বাক্ষর করে?

  • ক. ১৭৫টি
  • খ. ১৭০টি
  • গ. ১৮০টি
  • ঘ. ১৬৫টি

উত্তরঃ ১৭৫টি

বিস্তারিত

524. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?

  • ক. ১৮৯টি
  • খ. ১৯২টি
  • গ. ১৭৫টি
  • ঘ. ১৮৫টি

উত্তরঃ ১৮৯টি

বিস্তারিত

525. ১২ এপ্রিল ২০১৬ কোন দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ১৮৯তম সদস্য পদ লাভ করে?

  • ক. পূর্ব তিমুর
  • খ. বসনিয়া ও হার্জাগোভিনা
  • গ. নাউরু
  • ঘ. দক্ষিন সুদান

উত্তরঃ নাউরু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects