আন্তর্জাতিক বিষয়াবলী
576. টেকসই উন্নয়ন লক্ষ্য- এর মেয়াদ শেষ হবে কবে?
- ক. ৩১ ডিসেম্বর ২০২৫
- খ. ৩১ ডিসেম্বর ২০২৭
- গ. ৩১ ডিসেম্বর ২০৩০
- ঘ. ৩১ ডিসেম্বর ২০২৯
উত্তরঃ ৩১ ডিসেম্বর ২০৩০
577. POST বলতে বোঝায়--
- ক. Power-On Soft Test
- খ. Power-On Self Test
- গ. Power-Over Self Test
- ঘ. None of these
উত্তরঃ Power-On Self Test
578. যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হলো--
- ক. Fragmentation
- খ. Defragmentation
- গ. Format
- ঘ. None of the above
উত্তরঃ Defragmentation
579. কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে--
- ক. লুপিং
- খ. ওভারল্যাপ
- গ. ওভারলুপিং
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ লুপিং
580. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
- ক. প্রিন্টার
- খ. স্ক্যানার
- গ. মনিটর
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ স্ক্যানার
581. বর্তমানে বাংলাদেশে যেটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে--
- ক. ব্যাংকের চেক বই
- খ. বাসের টিকেটে
- গ. বিভিন্ন সুপার সপে
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ব্যাংকের চেক বই
582. কিবোর্ড ব্যবহার করে এম এস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে যে কমান্ড ব্যবহার করা হয়--
- ক. Ctrl + V
- খ. Ctrl + A
- গ. Ctrl + S
- ঘ. Ctrl + C
উত্তরঃ Ctrl + S
586. সচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবন করেন কে?
- ক. স্যামুয়েল জনসন
- খ. স্যামুয়েল হার্স্ট
- গ. স্যামুয়েল এল জ্যাকসন
- ঘ. রবার্ট জনসন
উত্তরঃ স্যামুয়েল হার্স্ট
587. Bandwidth সাধারণত হিসেব করা হয়?
- ক. Byte per second
- খ. Bit per second
- গ. Megabyte per second
- ঘ. Kilobyte per second
উত্তরঃ Bit per second
589. Wi-Max এর একটি Standard (আদর্শ) রয়েছে যা হলো--
- ক. ৮০২.২২
- খ. ৮০২.১৬
- গ. ৮০২.১১
- ঘ. ৮০২.১২
উত্তরঃ ৮০২.১৬
591. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি?
- ক. ডট নেট
- খ. অরপানেট
- গ. টেকনেট
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ অরপানেট
592. HTTP এর পূর্ণরূপ কি?
- ক. Hyper Transfer Text Protocol
- খ. Hyper Transfer Text Policy
- গ. Hyper Text Transfer Protocol
- ঘ. Hyper Text Transfer Process
উত্তরঃ Hyper Text Transfer Protocol
594. বিশ্বগ্রাম (Global Village) এর জনক বলা হয় কাকে?
- ক. মার্শাল টিটো
- খ. জন ভন নিউম্যান
- গ. মার্শাল ম্যাকলুহান
- ঘ. রবার্ট জনসন
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান
595. জার্মানির ইতিহাসে প্রথম মুসলিম স্পিকার কে?
- ক. আনোয়ার খান
- খ. আইরিন খান
- গ. মুহতেরেম আরাস
- ঘ. সাদিক খান
উত্তরঃ মুহতেরেম আরাস
596. ১২ মে ২০১৬ যুক্তরাষ্ট্র কোন দেশে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে?
- ক. হাঙ্গেরি
- খ. ইউক্রেন
- গ. বুলগেরিয়া
- ঘ. রোমানিয়া
উত্তরঃ রোমানিয়া
597. লন্ডনের প্রথম মুসলিম মেয়র কে?
- ক. সালমান ফারসি
- খ. আনোয়ার খান
- গ. আইরিন খান
- ঘ. সাদিক খান
উত্তরঃ সাদিক খান
598. লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান কোন দেশের বংশোদ্ভুত?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. পাকিস্তান
- ঘ. আলজেরিয়া
উত্তরঃ পাকিস্তান
599. তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি?
- ক. সাই ইং ওয়েন
- খ. ওয়েন সাই
- গ. তিউ ওয়েন
- ঘ. সাং ইয়ং
উত্তরঃ সাই ইং ওয়েন
600. ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)-এর নতুন প্রেসিডেন্ট কে?
- ক. বন্দর আল-হাজর (সৌদি আরব)
- খ. বাবাতুন্দে অসোতিমেহিন (নাইজেরিয়া)
- গ. আহমেদ আবুল ঘেইত (মিসর)
- ঘ. সৈয়দ আলী মোহাম্মদ (ইরান)
উত্তরঃ বন্দর আল-হাজর (সৌদি আরব)