আন্তর্জাতিক বিষয়াবলী

601. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর নতুন নির্বাহী পরিচালক কে?

  • ক. কাইটেক লিম (দক্ষিণ কোরিয়া)
  • খ. কোজি সিকিমিঝো (জাপান)
  • গ. এরিক সলহেইম (নরওয়ে)
  • ঘ. অভে নিলসেন (ডেনমার্ক)

উত্তরঃ এরিক সলহেইম (নরওয়ে)

বিস্তারিত

602. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৬) চেয়ারম্যান কে?

  • ক. শশাঙ্ক মনোহর
  • খ. জহির আব্বাস
  • গ. ম্যালকম টার্নবুল
  • ঘ. জন ফিলিপ কি

উত্তরঃ শশাঙ্ক মনোহর

বিস্তারিত

603. ফিফার প্রথম নারী মহাসচিব কে?

  • ক. সাই ইং ওয়েন
  • খ. ফাতমা সামবা দিউফ সামৌরা
  • গ. মার্গারেট চ্যান
  • ঘ. হেলেন ক্লার্ক

উত্তরঃ ফাতমা সামবা দিউফ সামৌরা

বিস্তারিত

605. ২০ মার্চ ২০১৬ কোন দেশ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (IPU) পুনরায় যোগদান করে?

  • ক. গায়ানা
  • খ. কমোরোস
  • গ. মিসর
  • ঘ. ওপরের সবকয়টি

উত্তরঃ ওপরের সবকয়টি

বিস্তারিত

606. ফিফা (FIFA)-এর বর্তমান সদস্য কত?

  • ক. ২১১টি
  • খ. ২০৫টি
  • গ. ২০৮টি
  • ঘ. ২১৫টি

উত্তরঃ ২১১টি

বিস্তারিত

607. ১৩ মে ২০১৬ ফিফার ২১০তম সদস্যপদ লাভ করে কোন দেশ?

  • ক. তাইওয়ান
  • খ. জিব্রাল্টার
  • গ. কসোভো
  • ঘ. মিসর

উত্তরঃ কসোভো

বিস্তারিত

608. ১৩ মে ২০১৬ ফিফার ২১১তম সদস্যপদ লাভ করে কোন দেশ?

  • ক. সার্বিয়া
  • খ. জিব্রাল্টার
  • গ. কসোভো
  • ঘ. গ্যাবন

উত্তরঃ জিব্রাল্টার

বিস্তারিত

609. ১ জানুয়ারি ২০১৬ কোন দেশ OPEC-এ পুনরায় যোগদান করে?

  • ক. ইকুয়েডর
  • খ. অ্যাঙ্গোলা
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. গ্রিনল্যান্ড

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

610. বর্তমানে (২০১৬) ওপেকের অ-আরব এশীয় সদস্য দেশ কোনটি?

  • ক. ইরান
  • খ. ইন্দোনেশিয়া, ইরান
  • গ. সংযুক্ত আরব আমিরাত ও ইরান
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ ইন্দোনেশিয়া, ইরান

বিস্তারিত

611. নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১০ অক্টোবর ২০১৭
  • খ. ১ অক্টোবর ২০১৭
  • গ. ২০ অক্টোবর ২০১৭
  • ঘ. ১৫ অক্টোবর ২০১৭

উত্তরঃ ২০ অক্টোবর ২০১৭

বিস্তারিত

612. নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. জাকার্তা, ইন্দোনেশিয়া
  • খ. ইসলামাবাদ, পাকিস্তান
  • গ. ইস্তানবুল, তুরস্ক
  • ঘ. আবুজা, নাইজেরিয়া

উত্তরঃ ইস্তানবুল, তুরস্ক

বিস্তারিত

613. ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন কে?

  • ক. ওরহান পামুক (তুরস্ক)
  • খ. এলেনা ফেরান্তে (ইতালি)
  • গ. হান কাং (দক্ষিণ কোরিয়া)
  • ঘ. রবার্ট সেথলার (অস্ট্রেলিয়া)

উত্তরঃ হান কাং (দক্ষিণ কোরিয়া)

বিস্তারিত

615. চীনা ভাষায় প্রথম রবীন্দ্র সমগ্র প্রকাশিত হয় কবে?

  • ক. ১০ মে ২০১৬
  • খ. ১২ মে ২০১৬
  • গ. ৫ মে ২০১৬
  • ঘ. ৩ মে ২০১৬

উত্তরঃ ৫ মে ২০১৬

বিস্তারিত

616. চীনা ভাষায় প্রকাশিত রবীন্দ্র সমগ্র কত খণ্ডের?

  • ক. ২৫ খণ্ডের
  • খ. ২৮ খণ্ডের
  • গ. ৩৩ খণ্ডের
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ ৩৩ খণ্ডের

বিস্তারিত

617. বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কোন দেশে অবস্থিত?

  • ক. কেনিয়া
  • খ. সিয়েরালিওন
  • গ. সিরিয়া
  • ঘ. লেবানন

উত্তরঃ কেনিয়া

বিস্তারিত

618. বর্তমানে (২০১৬) গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. হংকং
  • খ. জাপান
  • গ. মোনাকো
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ জাপান

বিস্তারিত

619. বর্তমানে (২০১৬) সবচেয়ে কম গড় আয়ুর দেশ কোনটি?

  • ক. হংকং
  • খ. জাপান
  • গ. সিয়েরা লিয়ন
  • ঘ. সোয়াজিল্যান্ড

উত্তরঃ সিয়েরা লিয়ন

বিস্তারিত

620. বর্তমানে (২০১৬) সর্বাধিক HIV আক্রান্ত দেশ কোনটি?

  • ক. সিয়েরা লিয়ন
  • খ. দক্ষিণ সুদান
  • গ. লেসেথো
  • ঘ. কেনিয়া

উত্তরঃ লেসেথো

বিস্তারিত

621. বর্তমানে (২০১৬) সর্বাধিক যক্ষ্মা আক্রান্ত দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. বাংলাদেশ
  • গ. লেসেথো
  • ঘ. জিম্বাবুয়ে

উত্তরঃ লেসেথো

বিস্তারিত

622. বর্তমানে (২০১৬) ম্যালেরিয়ায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?

  • ক. সিয়েরা লিয়ন
  • খ. মালি
  • গ. চাদ
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ মালি

বিস্তারিত

623. বর্তমানে (২০১৬) মাতৃ মৃত্যু হারে শীর্ষ দেশ কোনটি?

  • ক. বাংলাদেশ
  • খ. কেনিয়া
  • গ. সিয়েরা লিওন
  • ঘ. জাম্বিয়া

উত্তরঃ সিয়েরা লিওন

বিস্তারিত

624. ENIAC-এর পূর্ণরূপ কোনটি?

  • ক. Electronic Number Integrator and Computer
  • খ. Electronic Numerical Integrator and Computer
  • গ. Electronic Numerical Integral and Computer
  • ঘ. Electronic Numerical Integrator and Calculator

উত্তরঃ Electronic Numerical Integrator and Computer

বিস্তারিত

625. IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?

  • ক. ১৯৭৬
  • খ. ১৯৮৮
  • গ. ১৯৮১
  • ঘ. ১৯৭৮

উত্তরঃ ১৯৮১

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects