আন্তর্জাতিক বিষয়াবলী
677. ১৩ জুন ২০১৬ স্থায়ী সালিশি আদালত (PCA) -এর ১২১তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
- ক. বুরুন্ডি
- খ. নাইজেরিয়া
- গ. বাহামাস
- ঘ. নাইজার
উত্তরঃ বাহামাস
678. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ১৬৪টি
- খ. ১৬০টি
- গ. ১৬২টি
- ঘ. ১৫৯টি
উত্তরঃ ১৬৪টি
679. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৬৪তম সদস্য দেশ কোনটি?
- ক. ইরান
- খ. ইরাক
- গ. আফগানিস্তান
- ঘ. লাইবেরিয়া
উত্তরঃ আফগানিস্তান
680. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৬৩তম সদস্য দেশ কোনটি?
- ক. ইরান
- খ. ইরাক
- গ. আফগানিস্তান
- ঘ. লাইবেরিয়া
উত্তরঃ লাইবেরিয়া
681. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৭) সহযোগী সদস্য দেশ কতটি?
- ক. ৮৮টি
- খ. ৮৫টি
- গ. ৯২টি
- ঘ. ৯৮টি
উত্তরঃ ৯২টি
682. ৩০ জুন ২০১৬ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর ৩৯তম সহযোগী সদস্য পদ লাভ করে কোন দেশ?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. আফগানিস্তান
- ঘ. সৌদি আরব
উত্তরঃ সৌদি আরব
683. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৬) অ্যাফিলিয়েট সদস্য দেশ কতটি?
- ক. ৫৬টি
- খ. ৫০টি
- গ. ৫২টি
- ঘ. ৫৮টি
উত্তরঃ ৫৬টি
684. ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা (MTCR)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ৩০টি
- খ. ৩২টি
- গ. ৩৫টি
- ঘ. ৩৯টি
উত্তরঃ ৩৫টি
685. ২৭ জুন ২০১৬ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা (MTCR)-এর ৩৫তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
- ক. ব্রাজিল
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. জার্মানি
উত্তরঃ ভারত
686. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ১৪৯টি
- খ. ১৪৫টি
- গ. ১৪০টি
- ঘ. ১৩৫টি
উত্তরঃ ১৪৯টি
687. ২৩ জুন ২০১৬ কোন দেশ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)-এর ১৪৯তম সদস্য পদ লাভ করে?
- ক. আফগানিস্তান
- খ. বতসোয়ানা
- গ. গ্যাবন
- ঘ. জাম্বিয়া
উত্তরঃ বতসোয়ানা
688. Current (2016) member states of the International Organization for Migration (IOM)--
- ক. 165
- খ. 175
- গ. 160
- ঘ. 168
উত্তরঃ 165
689. ৩০ জুন ২০১৬ কোন দেশ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM)-এর সদস্য পদ লাভ করে?
- ক. Solomon Islands
- খ. Tuvalu
- গ. China
- ঘ. All of them
উত্তরঃ All of them
690. বর্তমানে (২০১৭) গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. ব্রাজিল
- গ. মিসর
- ঘ. চীন
উত্তরঃ মিসর
691. বর্তমানে (২০১৬) চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- ক. থাইল্যান্ড
- খ. চীন
- গ. ভারত
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ থাইল্যান্ড
692. বর্তমানে (২০১৬) বিশ্বে বিশ্ব ঐতিহ্যের সংখ্যা কত?
- ক. ১০৩৫টি
- খ. ১০৫২টি
- গ. ৯৮৫টি
- ঘ. ১০১৫টি
উত্তরঃ ১০৫২টি
693. বর্তমানে (২০১৬) বিশ্বে প্রাকৃতিক ঐতিহ্যের সংখ্যা কত?
- ক. ১৮৫টি
- খ. ১৯৫টি
- গ. ২০৩টি
- ঘ. ২১৫টি
উত্তরঃ ২০৩টি
694. বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন--
- ক. বিল গেটস
- খ. বিল মোগরিজ
- গ. স্টিভ জবস
- ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ বিল মোগরিজ
695. ১ আগস্ট ২০১৬ OPEC -এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক. মোহাম্মদ সানুসি বারকিন্ড (নাইজেরিয়া)
- খ. জোসে চাকন (ভেনিজুয়েলা)
- গ. জারমিন নাসুতিয়ন (ইন্দোনেশিয়া)
- ঘ. ড. মোহাম্মদ জাবাদ জারিফ (ইরান)
উত্তরঃ মোহাম্মদ সানুসি বারকিন্ড (নাইজেরিয়া)
696. ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) কোন বাংলাদেশিকে ইউরোপীয় ইউনিয়নে (EU) রাষ্ট্রদূত নিয়োগ দেয়?
- ক. মাহমুদ হোসেন
- খ. মো. আব্দুল হান্নান
- গ. মোহাম্মদ আব্দুল হাই
- ঘ. ইসমাত জাহান
উত্তরঃ ইসমাত জাহান
697. এশিয়া সহযোগিতা সংলাপ (ACD)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ৪০টি
- খ. ৩৫টি
- গ. ৩৪টি
- ঘ. ৩৬টি
উত্তরঃ ৩৪টি
698. ১০ মার্চ ২০১৬ এশিয়া সহযোগিতা সংলাপ (ACD)-এর ৩৪তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ক. বাংলাদেশ
- খ. ভিয়েতনাম
- গ. নেপাল
- ঘ. ভুটান
উত্তরঃ নেপাল
699. বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর বর্তমান ২০১৬ সদস্য দেশ কতটি?
- ক. ১৫৬টি
- খ. ১৬০টি
- গ. ১৫৫টি
- ঘ. ১৫০টি
উত্তরঃ ১৫৬টি
700. ১৯ আগস্ট ২০১৬ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর সদস্যপদ প্রত্যাহার করে কোন দেশ?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. তুরস্ক
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ অস্ট্রেলিয়া